আটটি নতুন ইমোজির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা যুক্ত করে গত সোমবার ‘আইওএস ১৮.৪’ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। কিন্তু আইওএসের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পর মুছে ফেলা অ্যাপ আবার দেখা যাওয়ার পাশাপাশি আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী।

ভুক্তভোগী এক ব্যবহারকারী অভিযোগ করেছেন, আইওএসের নতুন হালনাগাদ ইনস্টল করার পর আইফোনে ‘লাস্ট ওয়ার সারভাইভাল’ অ্যাপ দেখা যাচ্ছে। অ্যাপটি কয়েক মাস আগে আইফোনে ইনস্টল করা হলেও পরে আনইনস্টল করা হয়েছিল। অন্য একাধিক ব্যবহারকারীও মুছে ফেলা বিভিন্ন অ্যাপ আইফোনে স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যাওয়ার অভিযোগ করেছেন।

আরও পড়ুনআইফোনের ব্যাটারির স্থায়িত্ব দ্বিগুণ করতে অ্যাপলের ৩ পরামর্শ১৫ জানুয়ারি ২০২৫

মুছে ফেলা অ্যাপ দেখা যাওয়ার পাশাপাশি আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার অভিযোগও করেছেন বেশ কয়েকজন ভুক্তভোগী। খুদে ব্লগ লেখার সাইট এক্সে (টুইটারে) তাঁরা জানিয়েছেন, আইওএস ১৮.

৪ নামানোর পর আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

আইওএসের হালনাগাদ সংস্করণে আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার পাশাপাশি মুছে ফেলা অ্যাপ দেখা যাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, সফটওয়্যারের ত্রুটির কারণে আইওএস ১৮.৪ নামানোর পর মুছে ফেলা অ্যাপ দেখা যাওয়ার পাশাপাশি আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

সূত্র: নাইনটুফাইভম্যাক, মেইল অনলাইন

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইফ ন র ব য ট র দ র ত শ ষ হয় ব যবহ র কর ছ ন

এছাড়াও পড়ুন:

রুয়া নির্বাচন স্থগিতের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রশিবিরের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে চারটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। এর আগে তাঁরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রুয়া অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৯ মে পুনর্মিলনী এবং ১০ মে রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন বিএনপিপন্থী সাবেক শিক্ষার্থীরা। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই পক্ষের নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি যুক্তি চলতে থাকে।

এদিকে গতকাল ব্যক্তিগত কারণ দেখিয়ে রুয়া নির্বাচন কমিশনের প্রধান কমিশনার পদত্যাগ করেন। সেই সঙ্গে গতকাল বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে নোটিশ জারি করেন রুয়ার অ্যাডহক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। এই সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিক্ষোভ করছেন।

এ সময় বিক্ষোভকারীরা ‘সিলেকশন না ইলেকশন, ইলেকশন ইলেকশন’, ‘প্রশাসন জবাব দে, রুয়া কি তোর বাপের রে’, ‘রুয়া নিয়ে টালবাহানা, চলবে চলবে না’, ‘অ্যাডহক না নির্বাচন, নির্বাচন নির্বাচন’, ‘সিন্ডিকেট না রুয়া, রুয়া রুয়া’ প্রভৃতি স্লোগান দেন।

এ সময় ছাত্রশিবিরের সাবেক নেতা-কর্মীদেরও উপস্থিত থেকে বক্তব্য দিতে দেখা গেছে। পরে জামায়াত ইসলামীর কয়েকজন নেতাও কর্মসূচিতে যোগ দেন। একপর্যায়ে বিকেল পৌনে ছয়টার দিকে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে আলোচনার জন্য বাসভবনের ভেতরে প্রবেশ করে। বিকেল ছয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছিল।

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ প্রথম আলোকে বলেন, ‘১০ মে রুয়া নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আজ হঠাৎ সেই নির্বাচন স্থগিত ঘোষণা করেছে প্রশাসন। এই সিদ্ধান্তে ক্যাম্পাসের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মনঃক্ষুণ্ন হয়েছে। যারা রুয়া নির্বাচন দিতে পারে না, তারা রাকসু নির্বাচন কীভাবে বাস্তবায়ন করবে? ১০ মের নির্বাচন সেই একই তারিখে হতে হবে। এই সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

সম্পর্কিত নিবন্ধ