লো পেনের মুক্তি চান ট্রাম্প–মাস্করা
Published: 5th, April 2025 GMT
ফ্রান্সের ডানপন্থী নেতা মারিন লো পেনের মুক্তি চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ধনকুবের ইলন মাস্ক। ফ্রান্সের একটি আদালতে অর্থ আত্মসাতের অভিযোগে লো পেন দোষী সাব্যস্ত হওয়ায় ২০২৭ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে তাঁর পক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সমর্থন জানিয়েছেন।
ট্রাম্প নিজের মামলাগুলোকে প্রায়ই বামপন্থীদের কারসাজি বলে মন্তব্য করে থাকেন। ফ্রান্সের ন্যাশনাল র্যালি (আরএন) দলের প্রধান লো পেনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে ট্রাম্প মন্তব্য করেছেন।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, লো পেনের বিরুদ্ধে উইচ হান্টের বিষয়টি ইউরোপীয় বামপন্থীদের বাক্স্বাধীনতা হরণ করার ও রাজনৈতিক বিরোধীদের সেন্সর করার আরেকটি উদাহরণ।
জেডি ভ্যান্সের পক্ষ থেকেও ডানপন্থী দলগুলোকে ক্ষমতার বাইরে রাখতে গণতান্ত্রিক উপায়ের অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে ইউরোপজুড়ে অতি ডানপন্থী নেতাদের সমর্থন দিয়ে যাওয়া ইলন মাস্ক তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের বার্তা শেয়ার করে লো পেনের মুক্তি দাবি করেছেন।
আরও পড়ুনরাজনীতি ছাড়ছেন না লো পেন, আইনি লড়াই করবেন০৩ এপ্রিল ২০২৫আরও পড়ুনদোষী সাব্যস্ত লো পেন, সরকারি দায়িত্ব পালনে ৫ বছরের নিষেধাজ্ঞা৩১ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন