ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মাদারীপুর জেলায় শহীদদের পরিবারের সদস্য এবং আহতদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে কালকিনি উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলার রমজানপুর ইউনিয়নের চরপালরদী গ্রামের শহীদ সিফাতের বাড়িতে মাদারীপুরে আহত ও শহীদ ১৭ পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা তুলে দেন দলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

এ সময় আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ‘‘দেশের মাটিতে আর কোনো ফ্যাসিস্ট যেন জন্মাতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য।’’

আরো পড়ুন:

ইউনূস-মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে: মির্জা ফখরুল

মেসে থাকা উপদেষ্টারা পরেন ৪০ লাখ টাকার ঘড়ি, মন্তব্য বুলুর

তিনি আরো বলেন, ‘‘আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, অতি শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা করে গণতান্ত্রিক সরকারের হাতে দেশকে তুলে দিন। সেই গণতান্ত্রিক সরকারই এই ফ্যাসিস্টদের বিচারের কাজ শুরু করবে। যে সরকার নির্বিচারে গুম, খুন, হত্যা করলো আমরা এই ফ্যাসিস্টদের বাংলার মাটিতে বিচার করতে চাই এবং তাদের ফাঁসি চাই।’’

এ সময় কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুর হক বেপারীসহ জেলা, উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/বেলাল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ত র ক রহম ন গণঅভ য ত থ ন রহম ন উপজ ল সরক র

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ