ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তির ইকোসিস্টেম ‘আলো’ উদ্ভাবন করেছে গ্রামীণফোন। প্রথম প্রচারণায় ঘোষণা করা হয়েছে বিশেষ অফার।
আলো স্মার্ট সল্যুশনের মাধ্যমে গ্রাহক তার দূরের প্রিয়জনের বিশেষ নজরদারি করার সুযোগ পাবেন। দৈনন্দিন জীবনকে আরও নিরাপদ, সংযুক্ত ও স্বাচ্ছন্দ্যময় করতে সমাধানটি বিশেষ সহায়ক হবে বলে জানান উদ্যোক্তারা।
উল্লিখিত স্মার্ট পরিষেবা সহজলভ্য করতে ১০ এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে বিশেষ ছাড়। আলো ইনডোর সিসিটিভি ক্যামেরায় গ্রাহক পাবেন হাজার টাকার ভাউচার। মাইজিপি অ্যাপ থেকে পরিষেবা নিলে বাড়তি ৫ জিবি ডেটা বোনাস পাওয়া যাবে। অন্যদিকে, জিপি স্টার গ্রাহক মাইজিপির মাধ্যমে পরিষেবা নিলে বাড়তি সুবিধায় পাবেন হাজার টাকার ভাউচার, ৫ জিবি ডেটা বোনাস ও বিশেষ ছাড়।
জানা গেছে, দারাজ স্টোর থেকে কিনলেও হাজার টাকার ভাউচার পাওয়া যাবে। গ্যাস ডিটেক্টর ও ভেহিক্যাল ট্র্যাকার কেনায় গ্রাহক নগদ টাকার ভাউচার পাবেন। টেলকো-টেকে পরিণত হতে উদ্যোক্তার লক্ষ্যের সঙ্গে এমন অফার সামঞ্জস্যপূর্ণ। অপারেটরের লক্ষ্য হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে টেলিযোগাযোগের সমন্বয় ঘটানো। ফলে গ্রাহকের ডিজিটাল অভিজ্ঞতা সমৃদ্ধ ও নিরাপদ হয়। অন্যদিকে, বুদ্ধিমত্তাভিত্তিক সল্যুশনের মাধ্যমে জীবনের ক্ষমতায়ন নিশ্চিত হয়।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কার্যকর ও গ্রাহকবান্ধব সমাধান দিতে কাজ করছি। নিজস্ব আইওটি পরিষেবা আলো দিয়ে আমরা গ্রাহকের জীবনকে সুরক্ষিত করতে চাই। যেন গ্রাহক টেলিযোগাযোগের বাইরে বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন। অগ্রযাত্রায় টেলকো-টেক হতেই এমন পদক্ষেপ নেওয়া।
আলো সল্যুশন গ্রাহককে সংযুক্ত ও সুরক্ষিত রাখতে নিরবচ্ছিন্ন ও বুদ্ধিমত্তাকেন্দ্রিক সল্যুশন আনার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে নিয়মিত কাজ করছে অপারেটরটি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।
সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।
জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।
তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।
এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ রিকোভারীবৃন্দ।