জিম্বাবুয়ে মার্কিন পণ্যে শুল্ক প্রত্যাহার করবে: প্রেসিডেন্ট
Published: 7th, April 2025 GMT
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়া বলেছেন, তিনি তার সরকারকে মার্কিন আমদানির ওপর সমস্ত শুল্ক স্থগিত করার নির্দেশ দেবেন।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, শনিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে মানাঙ্গাগওয়া বলেন, “এই পদক্ষেপের লক্ষ্য জিম্বাবুয়েতে আমেরিকান আমদানি বাড়ানো এবং জিম্বাবুয়ের রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচার করা।”
তিনি আরো বলেন, “এই পদক্ষেপ ন্যায়সঙ্গত বাণিজ্য এবং বর্ধিত দ্বিপক্ষীয় সহযোগিতার কাঠামোর প্রতি আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে।”
আরো পড়ুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে নতুন পরিকল্পনা
দক্ষিণ সুদানের নাগরিকদের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
পারস্পরিক শুল্ক দেশীয় কর্মসংস্থান ও শিল্পকে রক্ষা করে উল্লেখ করে মানাঙ্গাগওয়া বলেন, “জিম্বাবুয়ে সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার এবং কারো সাথেই প্রতিকূল সম্পর্ক গড়ে না তোলার নীতি বজায় রাখে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিম্বাবুয়েসহ কয়েক ডজন দেশ এবং অর্থনৈতিক অঞ্চল থেকে আমদানির ওপর ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছে জিম্বাবুয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে জিম্বাবুয়ে ১৮ শতাংশ সারচার্জের মুখোমুখি হবে।
ইউরোপীয় ইউনিয়ন ২০ শতাংশ শুল্ক আরোপের মুখোমুখি হবে। চীন ৩৪ শতাংশ, ভিয়েতনাম ৪৬ শতাংশ, তাইওয়ান ৩২ শতাংশ, জাপান ২৪ শতাংশ এবং ভারত ২৬ শতাংশ শুল্ক আরোপের সম্মুখীন হবে।
কিছু দেশ, যেমন তুরস্ক, যুক্তরাজ্য, ব্রাজিল, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড, মিশর এবং সৌদি আরবকে ১০ শতাংশ বেসলাইন শুল্ক আরোপ করা হয়েছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ল ক আর প
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট