আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গ করায় দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নাসির হোসেন। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে তার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল। ছয় মাসের স্থগিত সাজা ছিল। ওই নিষেধাজ্ঞা কাটিয়ে সোমবার ডিপিএলের ম্যাচ দিয়ে স্বীকৃত ক্রিকেটে ফেরেন নাসির। মাঠে ফিরেই ৮ উইকেটের বড় জয়ের স্বাদ পেয়েছেন ডানহাতি এই স্পিন অলরাউন্ডার। 

নিষেধাজ্ঞা মুক্ত হওয়া নাসির ডিপিএলে রূপগঞ্জ টাইগার্সে নাম লিখিয়েছেন। দলটি অবনমনের শঙ্কায় আছে। রাউন্ড রবিন গ্রুপে হাতে তিন ম্যাচ বাকি আছে তাদের। অন্তত দুটিতে জিতলে অবনমন থেকে বাঁচতেও পারে রূপগঞ্জ টাইগার্স। যার প্রথমটিতে জয় পেয়েছে দলটি। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রূপগঞ্জ এদিন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নামে। গাজী গ্রুপ শুরুতে ব্যাট করে ৪২.

১ ওভারে ১৫৯ রানে অলআউট হয়। নাসির প্রথম ওভারেই বল হাতে নেন। ১০ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। রূপগঞ্জের হয়ে মহিউদ্দিন তারেক ২৮ রানে ৩ উইকেট নেন। হাবিব মেহেদী ও ফয়সাল দুটি করে উইকেট নেন। 

জবাবে নেমে রূপগঞ্জ ৩৩.৩ ওভারে জয় তুলে নেয়। দলটির হয়ে ওপেনার আব্দুল মজিদ ৫৩ রান করেন। অমিত মজুমদার ৯৮ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। নাসির তিনে ব্যাট করতে নেমে ৯ রান করে আউট হন। 

নাসিরের ক্রিকেটে ফেরা নিয়ে বিসিবি এক বার্তায় জানিয়েছে, নাসির ক্রিকেটে ফিরতে সব শর্তপূরণ করেছেন। আইসিসির দুর্নীতি বিরোধী শিক্ষা সেশনে অংশ নিয়েছেন। যেটা তার ক্রিকেটে ফেরার পথ খুলে দিয়েছে। এর আগে নাসির জানান, আবাহনীতে নাম লেখানোর সুযোগ থাকলেও নিয়মিত ম্যাচ খেলার কথা চিন্তা করে তিনি রূপগঞ্জ টাইগার্সে যোগ দিয়েছেন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল র পগঞ জ উইক ট

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ