এশিয়া কাপের পর আফগানিস্তানের আতিথেয়তা নেবে বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম‌্যাচ খেলবে দুই দল। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আফগানিস্তানের হোম সিরিজ এটি। ২০২৪ সালে পরপর সিরিজ থাকায় আইসিসির ফিউচার টু‌্যর প্ল‌্যানের এই সিরিজ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল বিসিবি। এবার সেই সিরিজটিই খেলবে দুই দল। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই হবে ৬ ম‌্যাচ। 

প্রথমে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। পরে ওয়ানডে। ২, ৪ ও ৬ অক্টোবর তিন টি-টোয়েন্টি ম‌্যাচ। ওয়ানডে হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর। দুই সপ্তাহে সিরিজ শেষ করতে চায় দুই দল। এর আগে এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতেই বসবে ৮ থেকে ২৮ সেপ্টেম্বর। 

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে ভারত ও শ্রীলঙ্কায়। দুই দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে যাওয়ায় সিরিজের রেটিং কোনো প্রভাব রাখবে না। তবে ওয়ানডেতে কোয়ালিফাই করার ক্ষেত্রে ওয়ানডে সিরিজটি আলাদা গুরুত্ব বহন করবে। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেছেন, ‘‘বাংলাদেশকে এই সিরিজে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের অংশীদারত্বের দৃঢ়তা ও নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বমানের ক্রিকেট আয়োজনের প্রতিশ্রুতি তুলে ধরে। উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা এই সিরিজে দেখতে পাবেন সমর্থকেরা।’’
 

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন দ ই দল

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ