সব জটিলতা কাটিয়ে ‘কৃষ ফোর’ সিনেমা নির্মিত হতে যাচ্ছে। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করবেন হৃতিক রোশান। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটবে তার। কিছু দিন আগে এসব তথ্য জানান এই সুপারহিরো সিনেমার পরিচালক রাকেশ রোশান। 

সিনেমাটির গল্প, পাত্র-পাত্রী নিয়ে তখন কিছু জানাননি রাকেশ রোশান। একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, “অতীত, ভবিষ্যতের বিভিন্ন সময়সীমার মধ্য দিয়ে ‘কৃষ’ সিনেমার গল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন। পারিবারিক আবেগ, সম্পর্কের উপরে নির্ভর করে ভিএফএক্সের উপরে জোর দেওয়া হবে।” 

এই সুপারহিরো সিনেমার বিভিন্ন চরিত্র রূপায়নকারীদের বিষয় সূত্রটি বলেন, “আশা করা হচ্ছে, ‘কৃষ ফোর’ সিনেমায় যুক্ত হবেন প্রীতি জিনতা। তা ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবেরয়, রেখা পুনরায় সিনেমাটির নতুন কিস্তিতে অভিনয় করবেন। এই ফ্র্যাঞ্চাইজিতে নোরা ফাতেহির যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তাকে চিরাচরিত লুকে দেখা যাবে না।”

আরো পড়ুন:

জটিলতা কাটিয়ে আসছে ‘কৃষ-ফোর’, নয়া অবতারে হৃতিক

আহত হৃতিক রোশান

সম্ভবত তিনটি চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশান। এগুলো হলো— রোহিত, কৃষ এবং প্রধান খলনায়ক। এ তথ্যের সত্যতা জানতে ‘কৃষ ফোর’ সিনেমার টিমের একজনের সঙ্গে যোগাযোগ করলে তা উড়িয়ে দেন। 

হৃতিক রোশান ‘ওয়ার টু’ সিনেমার শুটিং করছেন। সিনেমাটির কাজ শেষ হলেই ‘কৃষ ফোর’ সিনেমা নিয়ে শুটিংয়ের মাঠে নামবেন বলিউডের এই ‘গ্রীক গড’। এটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।  

২০০৩ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘কই মিল গ্যায়া’। এরপর ২০০৬ সালে মুক্তি পায় ‘কৃষ’। এতে দর্শকের সামনে সুপারহিরো হিসেবে হৃতিককে হাজির করেন রাকেশ। সিনেমাটির সাফল্যের পর ২০১৩ সালে ‘কৃষ-থ্রি’ নির্মাণ করেন তিনি। এটিও দর্শকের মাঝে ভালো সাড়া ফেলে।

‘কৃষ-থ্রি’ সিনেমায় হৃতিক ছাড়াও অভিনয় করেছিলেন বিবেক ওবেরয়, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানৌত প্রমুখ।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

বিএনপির শ্রমিক সমাবেশ শুরু 

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির শ্রমিক সমাবেশ। মহান মে দিবস উপলক্ষে ঢাকার নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এ সমাবেশে হাজার হাজার নেতকর্মী উপস্থিত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টা ১৫ মিনিটে ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারী গোলাম মোস্তফার কোরআন তেলাওয়াত শুরু করেন।

এর আগে দুপুর ১২টা থেকে সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা গান পরিবেশন করেন। 

দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মিছিল নিয়ে ঢাকা মহানগরী ও আশপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ বিএনপির সিনিয়র নেতারা। সমাবেশে শ্রমিক দলের পক্ষ থেকে তুলে ধরা হবে ১২ দফা দাবি। 

সমাবেশ স্থলে দেখা যায়, নেতাকর্মীরা ব্যানার, মাথায় নানা রঙের ক্যাপ, দলীয় টি-শার্ট পরে নয়পল্টনে আসছেন। জায়গায় জায়গায় চলছে স্লোগান, দলীয় সংগীত আর ঢাক-ঢোলের বাদ্য।

সমাবেশস্থলে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় সমাবেশস্থলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জিরো পয়েন্ট থেকে পল্টনমুখী সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা রাখা হয়েছে।

টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সরকার পতনের পর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম এতো বড় সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট প্রথম বাধাহীন সমাবেশ করে বিএনপি। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো এলাকায় ছিল উচ্ছ্বল নেতাকর্মীদের ভিড়।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ