সব জটিলতা কাটিয়ে ‘কৃষ ফোর’ সিনেমা নির্মিত হতে যাচ্ছে। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করবেন হৃতিক রোশান। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটবে তার। কিছু দিন আগে এসব তথ্য জানান এই সুপারহিরো সিনেমার পরিচালক রাকেশ রোশান। 

সিনেমাটির গল্প, পাত্র-পাত্রী নিয়ে তখন কিছু জানাননি রাকেশ রোশান। একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, “অতীত, ভবিষ্যতের বিভিন্ন সময়সীমার মধ্য দিয়ে ‘কৃষ’ সিনেমার গল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন। পারিবারিক আবেগ, সম্পর্কের উপরে নির্ভর করে ভিএফএক্সের উপরে জোর দেওয়া হবে।” 

এই সুপারহিরো সিনেমার বিভিন্ন চরিত্র রূপায়নকারীদের বিষয় সূত্রটি বলেন, “আশা করা হচ্ছে, ‘কৃষ ফোর’ সিনেমায় যুক্ত হবেন প্রীতি জিনতা। তা ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবেরয়, রেখা পুনরায় সিনেমাটির নতুন কিস্তিতে অভিনয় করবেন। এই ফ্র্যাঞ্চাইজিতে নোরা ফাতেহির যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তাকে চিরাচরিত লুকে দেখা যাবে না।”

আরো পড়ুন:

জটিলতা কাটিয়ে আসছে ‘কৃষ-ফোর’, নয়া অবতারে হৃতিক

আহত হৃতিক রোশান

সম্ভবত তিনটি চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশান। এগুলো হলো— রোহিত, কৃষ এবং প্রধান খলনায়ক। এ তথ্যের সত্যতা জানতে ‘কৃষ ফোর’ সিনেমার টিমের একজনের সঙ্গে যোগাযোগ করলে তা উড়িয়ে দেন। 

হৃতিক রোশান ‘ওয়ার টু’ সিনেমার শুটিং করছেন। সিনেমাটির কাজ শেষ হলেই ‘কৃষ ফোর’ সিনেমা নিয়ে শুটিংয়ের মাঠে নামবেন বলিউডের এই ‘গ্রীক গড’। এটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।  

২০০৩ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘কই মিল গ্যায়া’। এরপর ২০০৬ সালে মুক্তি পায় ‘কৃষ’। এতে দর্শকের সামনে সুপারহিরো হিসেবে হৃতিককে হাজির করেন রাকেশ। সিনেমাটির সাফল্যের পর ২০১৩ সালে ‘কৃষ-থ্রি’ নির্মাণ করেন তিনি। এটিও দর্শকের মাঝে ভালো সাড়া ফেলে।

‘কৃষ-থ্রি’ সিনেমায় হৃতিক ছাড়াও অভিনয় করেছিলেন বিবেক ওবেরয়, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানৌত প্রমুখ।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

লাকসামে অস্ত্রের মুখে এতিমখানার ৫ গরু লুট, আহত ৮

কুমিল্লার লাকসামে একটি এতিমখানার খামার থেকে গত শুক্রবার পাঁচটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ সময় তাদের হামলায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ আটজন আহত হন। মাদরাসা কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।

গত শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসা ও এর সংলগ্ন এতিমখানার খামারে ঘটনাটি ঘটে। তিন মাস আগেও এই খামারের সাতটি গরু লুট করেছিল ডাকাতরা।

আরো পড়ুন:

খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

সোমবার (৩ নভেম্বর) সকালে ঘটনাটি জানাজানি হয়।

এলাকাবাসী জানান, মাদরাসার আয় এই খামারের মাধ্যমে হয়। তিন মাসের ব্যবধানে দুই দফা ডাকাতি হওয়ায় শিক্ষক ও ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খামারের বড় গরুগুলো লুট হয়ে যাওয়ায় এক পাশ ফাঁকা পড়ে আছে। বর্তমানে খামারে ১১টি গরু অবশিষ্ট রয়েছে।

খামারের সামনে পড়ে আছে ডাকাত দলের ব্যবহৃত তুষের বস্তা, যা দিয়ে গরুগুলো পিকআপ ভ্যানে তোলে তারা। গরু উদ্ধার এবং ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মামলার বাদী এবং মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন জানান, গত শুক্রবার ভোরে একদল ডাকাত দুটি পিকআপ ভ্যান নিয়ে এসে অস্ত্রের মুখে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জিম্মি করে। শিক্ষকদের মারধর করে তাদের মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা। তারা খামারে ঢুকে কেয়ারটেকার উৎসব হোসেনকে বেঁধে একে একে পাঁচটি গরু পিকআপ ভ্যানে তুলে নেয়। শিক্ষক ও ছাত্রদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

মাদরাসার প্রতিষ্ঠাতা শরীফুল আলম খন্দকার জানান, খামারের আয়ের ওপর ভিত্তি করে মাদরাসার কার্যক্রম চলে। তিন মাস আগেও এই খামারের সাতটি গরু নিয়ে যায় ডাকাতরা।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “লুট হওয়া গরু উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন বাদী হয়ে থানায় মামলা করেছেন।”

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ