আইফোনে কি সত্যিই একসঙ্গে সামনের ও পেছনের ভিডিও করা যাবে
Published: 12th, April 2025 GMT
আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। পরবর্তী মডেলের আইফোনে নতুন একটি সুবিধা যুক্ত করতে পারে অ্যাপল, যা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা একই সঙ্গে সামনের ও পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করতে পারবেন। সম্প্রতি ইউটিউব চ্যানেল ফ্রন্ট পেজ টেকে প্রচারিত একটি ভিডিওতে এ তথ্য জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক জন প্রসার।
জন প্রসারের তথ্যমতে, বাজারে আসতে যাওয়া আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স মডেলে ‘ডুয়াল ভিডিও রেকর্ডিং’ সুবিধা যুক্ত হতে পারে। এই সুবিধার মাধ্যমে সামনের ক্যামেরায় নিজের চেহারা এবং পেছনের ক্যামেরায় আশপাশের দৃশ্য একসঙ্গে ধারণ করা যাবে। তাই সুবিধাটি কনটেন্ট নির্মাতাসহ সাধারণ ব্যবহারকারীদের জন্য বেশ কার্যকর হবে।
আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স মডেলের ক্যামেরার নকশাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৭ প্রো মডেলে পরিচিত বর্গাকৃতির ক্যামেরা বাম্পের পরিবর্তে দেখা যেতে পারে লম্বাটে আকৃতির ক্যামেরা মডিউল। সেলফি তোলার জন্য সামনে শক্তিশালী ক্যামেরাও যুক্ত করতে পারে অ্যাপল।
প্রযুক্তিবিশ্বে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে, নতুন সিরিজের সব মডেলের আইফোনে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা যাবে। ফলে বর্তমানের তুলনায় ভালোভাবে সেলফি তোলার পাশাপাশি ভিডিও কল বা ভ্লগিং করা যাবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
একসঙ্গে জন্ম দেওয়া মোকসেদার ছয় সন্তানের পাঁচজনই মারা গেল
একসঙ্গে জন্ম দেওয়া মোকসেদা আক্তারের ছয় সন্তানের মধ্যে পাঁচজনই মারা গেল। গতকাল রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়ার পরপরই একটি শিশু মারা যায়। আজ সোমবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় একে একে আরও চার নবজাতকের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. ফারুক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের মোকসেদা আক্তার রোববার সকালে একসঙ্গে এই ছয় সন্তানের জন্ম দেন। তাঁর স্বামী মো. হানিফ কাতারপ্রবাসী। মোকসেদা আক্তারের ননদ লিপি বেগম আজ প্রথম আলোকে বলেন, বেঁচে থাকা একমাত্র নবজাতকের অবস্থাও বেশি ভালো নয়।
ঢামেক হাসপাতালের গাইনি বিভাগ সূত্রে জানা গেছে, চিকিৎসকেরা জানিয়েছেন, মোকসেদা তিন ছেলে ও তিন মেয়েসন্তান প্রসব করেন। সন্তানেরা ২৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্ম নেয়। জন্মের সময় প্রত্যেকের ওজন ছিল ৬০০ থেকে ৯০০ গ্রামে মধ্যে। এ কারণে তাদের সবার অবস্থাই ছিল সংকটজনক।
আরও পড়ুনঢাকা মেডিকেলে একসঙ্গে ছয় সন্তানের জন্ম, নবজাতকদের অবস্থা সংকটাপন্ন২২ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে আইসিইউতে পর্যাপ্ত শয্যা খালি না থাকায় তিনজনকে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বেঁচে থাকা একমাত্র নবজাতকটি বেসরকারি হাসপাতালে আছে।