নরসিংদীতে ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আশিক দেওয়ান শান্ত (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) বিকেলে নরসিংদী সদর হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। ঘটনার পর থেকে অপর অভিযুক্ত পালাতক।   

পলাশ থানার ওসি মো. মনির হোসেন বলেন, “ভুক্তভোগী মেয়েটির পরিবার শনিবার বিকেলে ধর্ষণের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, টিকটকের মাধ্যমে আশিকের সঙ্গে মেয়েটির পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার (১১ এপ্রিল) আশিক মেয়েটিকে পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায় ঘুরতে নিয়ে যায়। তিনি চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান মেয়েটিকে। সেখানে আশিক ও তার এক বন্ধু মিলে মেয়েটিকে ধর্ষণ করেন। 

আরো পড়ুন:

ছেলে সন্তানের জন্ম দিল ‘ধর্ষণের শিকার’ কিশোরী

শিশুকে ‌‘ধর্ষণ’, গণপিটুনি দিয়ে অভিযুক্তকে পুলিশে সোপর্দ

মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আশিককে আটক করে। আশিকের বন্ধু পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

ঢাকা/হৃদয়/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ