বৈশাখী মেলায় রং ছড়ায় নওগাঁর প্রত্যন্ত গ্রামের বর্ণিল সব ফুল
Published: 13th, April 2025 GMT
ফুলে ফুলে বাড়ি ভরা। উঠান থেকে বাড়ির বারান্দা—সবখানেই স্তূপ করা গোলাপ, সূর্যমুখী, জবা, গাঁদাসহ বর্ণিল সব ফুল। সাদা, টকটকে লাল, হলুদ, কমলা, বেগুনি—সব রঙের উপস্থিতি আছে। শুকিয়ে কিংবা পচে নষ্ট হয় না, রং ফিকে হওয়ার ভয়ও নেই। কারণ, এগুলো কাগজ ও প্লাস্টিকের তৈরি ফুল।
নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রামের চিত্র এটি। ৪০ বছরের বেশি সময় ধরে ওই গ্রামের নারী ও পুরুষেরা ফুল তৈরি করেন। সারা বছর ওই গ্রামের ফুল কারিগরদের হাতে কাগজ ও প্লাস্টিকের নানা ধরনের ফুল তৈরি হয়।
আজ বাদে কাল পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের উৎসবের রং ছড়িয়ে পড়বে সবখানে। ঐতিহ্যের এই বৈশাখী মেলায় প্রাণের ছোঁয়া আনবে জামগ্রামের কারিগরদের তৈরি ফুল।
জামগ্রামে বছরজুড়ে কাগজ ও প্লাস্টিকের ফুল তৈরির কাজ হলেও বৈশাখের আগে তা বেড়ে যায় কয়েক গুণ। এ ছাড়া ফাল্গুন, চৈত্র ও জ্যৈষ্ঠ মাসেও তাঁদের ব্যস্ততা থাকে। কারণ, এ সময় আশপাশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ মেলা বসে। এসব মেলায় বিক্রির জন্য ফেরিওয়ালা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা জামগ্রামের কারিগরদের কাছ থেকে ফুল কিনে নিয়ে যান।
সম্প্রতি জামগ্রামে গিয়ে দেখা যায়, বৈশাখ উপলক্ষে কাজের গতি বেড়েছে। গ্রামের অধিকাংশ বাড়িতেই চলছে ফুল তৈরির কাজ। গ্রামের অনেক নারী-পুরুষ কাগজ ও প্লাস্টিক দিয়ে কৃত্রিম ফুল তৈরি করে জীবিকার ব্যবস্থা করেছেন। বাড়ির উঠান থেকে বারান্দা, সবখানেই স্তূপ করা রং-বেরঙের ফুল। আবার কাগজ ও প্লাস্টিক বিভিন্ন রকমের ফুলের আকৃতি দিয়ে কেটে সেগুলোতে রং করে শুকাতে দেওয়া হয়েছে বাড়িসংলগ্ন খোলা জায়গায়।
গ্রামে যাঁরা ফুল তৈরি করেন, তাঁদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জামসেদ আলী নামের এক ব্যক্তি প্রায় ৪০ থেকে ৪৫ বছর আগে কাগজের ফুল তৈরির কাজ শুরু করেন। তাঁর দেখাদেখি পুরো গ্রামের মানুষ এ পেশায় জড়িয়ে পড়েন। জামগ্রামে প্রায় আড়াই হাজার লোকের বসবাস। গ্রামের জনসংখ্যার অর্ধেকই ফুল তৈরি করে জীবিকা নির্বাহ করে থাকেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ী ও ফেরিওয়ালারা প্রকারভেদে প্রতি হাজার ফুল ৪ থেকে ১০ হাজার টাকা পাইকারি দামে কিনে নিয়ে যান। এসব ফুল মেলায় গিয়ে আবার ১০ থেকে ৪০ টাকা করে বিক্রি হয়।
জামসেদ আলী আর নেই। তবে তাঁর নাতি সুরুজ আলী দাদা ও বাবার পেশা আঁকড়ে আছেন। তিনি বলেন, তাঁর দাদা এ গ্রামে প্রথম কাগজের ফুল তৈরির কাজ শুরু করেন। এরপর তাঁর মা ও বাবা ফুল তৈরির কাজ করেছেন। ছোটবেলা থেকে মা–বাবাকে কাগজ কেটে নকশা তৈরি ও সেগুলোতে রং করে ফুল তৈরি করা দেখতে দেখতে তিনিও ফুল বানানো শিখেছেন। এখন তো গ্রামের প্রায় সব পরিবারেই কমবেশি ফুল তৈরির কাজ হয়। বর্তমানে ফুল তৈরি না করলেও গ্রামের দরিদ্র মানুষ দিয়ে পারিশ্রমিকের বিনিময়ে ফুল তৈরি করিয়ে নেন তিনি। তাঁর অধীন প্রায় ৩০ জন লোক কাজ করেন। সারা বছরই ফুল তৈরি করেন; তবে চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে চাহিদা বেশি থাকায় এ সময়টাতে ফুল তৈরি করা হয় বেশি।
ফুল তৈরির কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারের প্রায় সবাই ফুল তৈরির কাজ করে থাকেন। তবে পরিবারের নারী সদস্যরা নকশা অনুযায়ী কাগজ ও প্লাস্টিক কাটা এবং সেগুলোতে রং করার কাজ থাকেন। পুরুষ সদস্যরা ফুল তৈরির উপকরণ কাগজ ও প্লাস্টিক সংগ্রহের কাজ বেশি করে থাকেন। ফুল তৈরির পর অনেক পরিবারের পুরুষেরা নিজেরাই ফেরি করে বিক্রির জন্য বাড়ি থেকে বের হয়ে যান।
৫৫ বছর বয়সী ফুল ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, প্রায় ২০ বছর ধরে তিনি এই ফুল বিক্রির সঙ্গে যুক্ত। কারিগরদের তৈরি করা কাগজ ও প্লাস্টিকের ফুল পাইকারিতে কিনে নিয়ে চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে হওয়া মেলাগুলোতে বিক্রি করেন। নওগাঁ ছাড়াও নাটোর, রাজশাহী, জয়পুরহাট, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে হওয়া মেলায় ফুল বিক্রি করেন তিনি। মেলার মৌসুমে একেকজন ব্যবসায়ী ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আয় করে থাকেন।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, এই ফুল কারিগরেরা শুধু উপার্জনই করেন না, বাংলার সব সাংস্কৃতিক উৎসবকে বর্ণিল করতেও বিশেষভাবে ভূমিকা রাখছেন। এটা একটি ক্ষুদ্র কুটির শিল্প। এই শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের জন্য উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা, স্বল্প সুদে ঋণ প্রদানসহ নানা উদ্যোগ নেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক র গরদ র ব যবস য় র ব যবস পর ব র
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে নগরের বিনোদপুর এলাকা থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রাজশাহী মহানগর শাখা এ ম্যারাথনের আয়োজন করে।
ম্যারাথনে অংশ নিতে প্রতিযোগীরা আজ ভোর সাড়ে পাঁচটার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিনোদপুর বাজারে জমায়েত হতে থাকেন। সকাল ছয়টার পর শুরু হয় পাঁচ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগিতা।
অংশগ্রহণকারীরা বিনোদপুর থেকে শুরু হয়ে নগরের তালাইমারী মোড় হয়ে আবার বিনোদপুর হয়ে চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার বিনোদপুরে ফিরে আসেন।পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী তিন নারীসহ আরও ১০ জনকে পুরস্কৃত করা হয়।
ম্যারাথন উপলক্ষে আগে থেকেই মেডিকেল টিমসহ একটি অ্যাম্বুলেন্স ছিল। এ ছাড়া সবার জন্য টি-শার্ট, গ্লুকোজ পানিসহ বিশেষ খাবার পরিবেশন করা হয়। ম্যারাথনে অংশ নেওয়াদের বেশির ভাগই ছিল তরুণ। তাঁদের মধ্যে বেশি বয়সী নারীরাও অংশ নেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫৮ বছর বয়সী পিয়ারুল ইসলাম বলেন, এ উদ্যোগ খুবই ভালো হয়েছে। অসুস্থমুক্ত জীবন গড়তে হলে দৌড়ানোর কোনো বিকল্প নেই। শারীরিক বিভিন্ন অ্যাকটিভিটিসের মধ্যে থাকলে সুস্থ জীবন গড়া যায়। এ বয়সে তাঁর কোনো ওষুধ লাগে না। তাঁরও অনেক সিনিয়র আছেন, কারও বয়স ৭৫, তাঁদেরও ওষুধ লাগে না। তাই এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সবাইকে উদ্ধুব্ধ করতে হবে। যাতে নিজেদের শরীরকে সব সময় উপযুক্ত রাখে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, অনেক দিন পর তিনি দৌড়াবেন। সাধারণত দৌড়ানো হয় না। আজকের পর থেকে তিনি প্রতিদিন সকালে উঠে দৌড়াবেন।
স্থানীয় বাসিন্দা নাঈম হাসান বলেন, জুলাই গণ–অভ্যুত্থান শুধু সরকারের পতন নয়। এর মাধ্যমে এ দেশের মানুষ একটি নতুন নিশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। সেই নতুন নিশ্বাস নিয়ে ম্যারাথনে তিনি অংশ নিয়েছেন।
ম্যারাথন প্রতিযোগিতায় ১৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী নগরের বিনোদপুর এলাকায়