পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুধু মাঠের লড়াই নয়, এবার মাঠের বাইরেও ছুঁয়ে যাচ্ছে হৃদয়। গাজায় মানবিক সংকটের সময় দারুণ এক উদ্যোগ নিয়েছে মুলতান সুলতানস। চলতি আসরে প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য গাজার শিশুদের জন্য সহায়তা দেবে দলটি।

এক ভিডিও বার্তায় মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন জানিয়েছেন, ‘এই পিএসএল মৌসুমে আমরা ফিলিস্তিনের জন্য কাজ করা কিছু দাতব্য সংস্থাকে সহায়তা করব।’ তিনি বলেন, ‘আমাদের কোনো ব্যাটার একটি ছক্কা মারলেই, আমরা ১ লাখ রুপি অনুদান দেব ফিলিস্তিনি একটি দাতব্য সংস্থাকে। আমাদের বোলাররাও আগ্রহ দেখিয়েছে অংশ নিতে। তাই ঠিক করেছি, প্রতিটি উইকেটের বিপরীতেও থাকবে ১ লাখ রুপির অনুদান। এই অর্থ শিশুদের জন্য কাজ করা সংস্থাগুলোতে যাবে।’

এদিকে মাঠেও লড়াই জমে উঠেছে। শনিবার পেশোয়ার জালমিকে ৮০ রানে হারিয়ে শক্ত অবস্থান নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচে সাউদ শাকিল করেন ৫৯ রান, আর বল হাতে আব্রার আহমেদ ঝলক দেখিয়ে নেন ৪ উইকেট ৪২ রানে। দিনের অন্য ম্যাচে হাইস্কোরিং থ্রিলারে করাচি কিংস ২৩৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতে নেয় ৪ উইকেটে। মাত্র ৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন করাচির ইংলিশ ব্যাটার জেমস ভিন্স, ইনিংসটি শেষ করেন ১০১ রানে।

এবারের পিএসএলে খেলছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। করাচি কিংসে লিটন দাস, লাহোর কালান্দার্সে রিশাদ হোসেন এবং পেশোয়ার জালমির দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। তবে তিনজনের মধ্যে বর্তমানে পাকিস্তানে আছেন কেবল রিশাদ। আঙুলের চোটে পড়ে ম্যাচ খেলতে না পেরে দেশে ফিরে এসেছেন লিটন দাস। অন্যদিকে, নাহিদ রানা বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের পর পাড়ি জমাবেন পিএসএলের জন্য।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসএল প এসএল র জন য উইক ট

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। 

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।

১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।

ঢাকা/আহসান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ