শনিবার (১২ এপ্রিল) রাতটা উপমহাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য ছিল রেকর্ড ভাঙা গড়ার। আইপিএলের মতোই পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) হলো হাইস্কোরিং ম্যাচ। পিএসলেও ২৩০ এর বেশি রান নিরাপদ রইল না এদিন।

মুহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতানকে হারিয়ে দিল ডেভিড ওয়ার্নারের করাচি কিংস। করাচি ন‍্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব‍্যাট করতে নেমে ৩ উইকেটে ২৩৪ রান করে মুলতান। সেই লক্ষ্যে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় করাচি কিংস।

টস জিতে প্রথমে মুহাম্মদ রিজওয়ানের মুলতানকে ব্যাটিং করতে পাঠায় করাচি। সেখানেই পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান ৬৩ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন। বলার অপেক্ষা রাখে না, ৬৩ বলে শতরান কিন্তু খুব একটা ভালো পরিসংখ্যানও না এমন পিচে। মাইকেল ব্রেসওয়েল ১৭ বলে ৪৪ এবং কামরান গুলাম ১৯ বলে ৩৬ রান করে মুলতানকে পৌঁছে দেন ২০ ওভারে ৩ উইকেটে ২৩৪ রানে।

করাচি যখন বিশাল রান তাড়া করতে নামে, তখন শুরুর দিকে বোলাররা একটু সুবিধা পাচ্ছিল। তবে জেমস ভিনস খেলা ধরে নিতেই আর কিছুই করতে পারল না মুলতানের ডেভিড উইলে, ব্রেসওয়েল, ক্রিস জর্ডনরা। জেমস ভিনস ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। ভিনস ১৪২ রানের বিশাল পার্টনারশিপ তৈরি করেন খুশদিল শাহের সঙ্গে। ভিনসের দাপটে মাত্র ২ ওভার বোলিং করেই ডেভিড উইলি দেন ৪০ রান।

৪৩ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভিনস। এই ইংলিশ ক্রিকেটারকে যোগ্য সঙ্গ দেন খুশদীল শাহ। তিনি করেন ৩৬ বলে ৬০ রান। এদিকে করাচির টপ অর্ডারে ওয়ার্নার ব্যর্থ হলেও টিম সেইফার্ট ১৬ বলে ৩২ রান করেন। তাতই করাচির জয় নিশ্চিত হয়ে যায়।

আগামী মঙ্গলবার ফের পাকিস্তান সুপার লিগে মাঠে নামছে ডেভিড ওয়ার্নারের দল, প্রতিপক্ষ লাহোর কালান্দার্স। অন্যদিকে বুধবার রিজওয়ানের মুলতান খেলবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জওয় ন র

এছাড়াও পড়ুন:

র‍্যাংকিংয়ে মিরাজ-জাকেরদের অগ্রগতি

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করলেও এখনও টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ ২০-এ জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। তবে দলগতভাবে বেশ কিছু ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। ব্যাটিংয়ে উন্নতি করেছেন জাকের আলী, শান্ত ও মুমিনুল, বোলিংয়ে বড় ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের হয়ে সিরিজ সেরা মেহেদী হাসান মিরাজ ছিলেন দুর্দান্ত ফর্মে। ব্যাটে সেঞ্চুরির পাশাপাশি দুই ম্যাচে ১৫ উইকেট তুলে নিয়ে ৪ ধাপ এগিয়ে এখন তিনি বোলিং র‍্যাংকিংয়ে ২৬তম স্থানে। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে তিনি এখন আছেন তিন নম্বরে।

ব্যাটিংয়ে ব্যক্তিগত উন্নতি হয়েছে জাকের আলী, শান্ত ও মুমিনুল হকের। দুটি ইনিংসে ৫৬ ও ৪৭ রান করে মুমিনুল এগিয়েছেন ৫ ধাপ, এখন অবস্থান ৪৮তম। জাকের আলী এগিয়েছেন ১০ ধাপ, অবস্থান ৫০তম। শান্ত ৪ ধাপ এগিয়ে উঠেছেন ৫৩তম স্থানে।

অন্যদিকে সিরিজে অসাধারণ পারফর্ম করে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি উঠে এসেছেন র‍্যাংকিংয়ের সেরা ১৫ বোলারের তালিকায়। প্রয়াত হিথ স্ট্রিকের পর তিনিই প্রথম জিম্বাবুইয়ান বোলার হিসেবে টেস্ট রেটিংয়ে ছুঁয়েছেন ৭০০ পয়েন্টের মাইলফলক। বাংলাদেশ সফরেই তার এই অর্জন। অন্যদিকে জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট দুই ইনিংসে ৫৭ ও ৫৪ রান করে প্রথমবারের মতো ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষ ১০০-র মধ্যে ঢুকেছেন।

বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান হিসেবে এখনও তালিকায় আছেন লিটন দাস, যদিও সিরিজে না থাকায় তিনি এক ধাপ পিছিয়ে যৌথভাবে এখন ৩৭তম। ফর্মহীনতায় ভোগা মুশফিকুর রহিম নেমে গেছেন ৪০তম স্থানে। বোলিং র‍্যাংকিংয়ে মিরাজের আগেই আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, যার অবস্থান ২৩তম। এছাড়া সাকিব আল হাসান এখনো শীর্ষ ৫০-এ আছেন, তাসকিন আহমেদ রয়েছেন ৫১ নম্বরে।

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ পাঁচে জায়গা ধরে রেখেছেন সাকিব আল হাসান, যিনি দীর্ঘদিন ধরেই এই তালিকার নিয়মিত মুখ।

সম্পর্কিত নিবন্ধ