দাদা-চাচার বিরুদ্ধে বিষ দিয়ে কিশোরীকে হত্যার অভিযোগ
Published: 18th, April 2025 GMT
নওগাঁর আত্রাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে সানজিদা (১৬) নামের কিশোরীকে বিষ দিয়ে তার দাদা ও চাচা হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন কিশোরীর মামা।
নিহত সানজিদা আত্রাইয়ের আন্দার কোটা গ্রামের সৌদিপ্রবাসী শামসুল মণ্ডলের মেয়ে এবং ঘোষগ্রাম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তিরা হলেন সানজিদার দাদা মোসলেম মণ্ডল ও চাচা সাজিম মণ্ডল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সানজিদার মামা ফজলুর রহমান। এ সময় পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ফজলুর রহমান জানান, শামসুল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। কয়েক বছর আগে তাঁর বাবা মোসলেমের কাছ থেকে বসতবাড়ির উত্তর পাশের কিছু জমি কিনেছিলেন। সেখানে চার বছর আগে একটি মাটির ঘর নির্মাণ করা হয়েছিল। তবে সম্প্রতি পাকা বাড়ি নির্মাণ করতে গেলে সেখানে বাধা দেন মোসলেম ও সালিম। তাঁরা দক্ষিণ পাশে নিচু জমিতে বাড়ি তৈরি করতে বলেন। বিষয়টি নিয়ে সানজিদা ও তার মায়ের সঙ্গে মোসলেম ও সাজিমের প্রায়ই কলহ হতো। এর জেরে ৯ এপ্রিল সানজিদার শরীরে বিষ প্রয়োগ করেন তাঁর দাদা মোসলেম ও চাচা সাজিম। ওই দিন সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পর ঘরে একা পেয়ে সানজিদাকে জাপটে ধরে বাঁ হাতের শিরায় বিষ প্রয়োগ করেন তাঁরা। সেই সঙ্গে বিষয়টি কাউকে জানালে তাঁর বাবা ও ভাইকে একইভাবে হত্যার হুমকি দেন তাঁরা। পরে অসুস্থ অবস্থায় সানজিদাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে সানজিদা নিজের দাদা ও চাচার বিরুদ্ধেই বিষ প্রয়োগের অভিযোগ করে গেছে। এ বিষয়ে একটি ভিডিও তাঁদের কাছে আছে। তাঁর পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের ফাঁসি দাবি করেছেন।
এদিকে এ ঘটনায় রাজশাহীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত ব্যক্তিরা পলাতক।
এ বিষয়ে জানতে চাইলে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন বলেন, রাজপাড়া থানায় করা ময়নাতদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএমএল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের প্রতিনিধি দল। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমএলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি নাসিম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেজওয়ান মর্তুজা ও যুগ্ম মহাসচিব সাকিব খান।
সাক্ষাতের সময় প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে ডিসেম্বরের মধ্যে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করে। এ সময় দলটির পক্ষ থেকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।