তরুণেরা নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারছে না বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, তরুণেরা যে পথে হাঁটছেন সেটি কোনো সুষ্ঠু ‘মডেল’ নয়।

৫ আগস্ট সংবিধানকে বলবৎ রেখে দেওয়ার মাধ্যমে গণ–অভ্যুত্থানকে কবর দেওয়া হয়েছে উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, সংবিধান রেখে দিয়ে তরুণেরা নিজেদের সুরক্ষাকে ধ্বংস করেছে। আমার ধারণা, আগামী কয়েক দশকে এই সংবিধান নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে।

আজ শনিবার রাজধানীর বিএমএ ভবনের শহীদ ডা.

মিলন হক মিলনায়তনে ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন ফরহাদ মজহার। সম্মিলিত বাংলাদেশ পরিষদ নামের একটি মঞ্চের উদ্যোগে ওই গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।

তরুণদের শুধরে দেওয়ার আহ্বান জানিয়ে ফরহাদ মজহার বলেন, ‘গণতন্ত্র বলতে জনগণের মতামত, যেটা ৫ আগস্টে নির্ধারিত হয়ে গেছে। আমরা এমন কোনো রাষ্ট্র চাই না, যে রাষ্ট্র আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে; কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখনো প্রতিদিন নাগরিক অধিকার হরণ হচ্ছে।’

ফরহাদ মজহার বলেন, ‘গণ–অভ্যুত্থানের মাধ্যমে সকল আইনকে আমরা উৎখাত করেছিলাম। তাহলে আগের আইনে কেন মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে? এখনো রাষ্ট্রদ্রোহ মামলায় মানুষ গ্রেপ্তার হচ্ছে। সামনে জুলাই যোদ্ধাদের ধরে ধরে মারা হবে।’
অন্তর্বর্তী সরকার বিনিয়োগে ‘ঢাকঢোল পেটাচ্ছেন’ উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘মুহাম্মদ ইউনূস বিনিয়োগ আনছেন; কিন্তু বছরের পর বছর আমরা সস্তা শ্রমের কাঁটাতারে আটকে আছি। তারা শ্রমিকদের রক্ষায় কোনো কাজ করছে না। আমাদের আইনের সুরক্ষা তৈরি হয়নি, নাগরিক অধিকার রক্ষা হচ্ছে না।’

আরও পড়ুনবিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সব একই জিনিস: ফরহাদ মজহার৩ ঘণ্টা আগে

ঐকমত্য বলে যেসব আলোচনা হচ্ছে, সেটা দিয়ে ‘মাফিয়া’দের রুখে দেওয়া সম্ভব নয় উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘তরুণদের বলতে চাই, তোমরা যে পথে হাঁটছ, সেটা কোনো সুষ্ঠু মডেল না। এনসিপিকে অন্য দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। কিন্তু তারা সঠিক পথে না হাঁটলে আগামীর বাংলাদেশ গড়তে পদে পদে হোঁচট খাবে।’

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত

ইউরোপে সবচেয়ে বেশি বেতনের পেশার মধ্যে অন্যতম একটি হচ্ছে পাইলট। ফ্রান্সে এটি পঞ্চম সর্বোচ্চ মাসিক বেতনের পেশা। জার্মানিতে জটিল ভূমিকার পাইলটেরা মাসে ২৮ হাজার ৯৬ ইউরো উপার্জন করেন। যুক্তরাজ্যে পূর্ণকালীন পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা মধ্যম আয়ে পঞ্চম স্থানে। ডেনমার্কে ২০২৩ সালে মাসিক বেতন ১৩ হাজার ৫২৩ ইউরো, দেশটির হিসাবে সপ্তম সর্বোচ্চ বেতন।

অভিজ্ঞতা অনুযায়ী বেতনের বৈচিত্র্য

পাইলটদের বেতন দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। যুক্তরাজ্যে বেতন শুরু হয় বছরে ৫৪ হাজার ২৮৩ ইউরো (৪৭,০০০ পাউন্ড) থেকে, অভিজ্ঞ পাইলটদের জন্য এটি প্রায় ১ লাখ ৭৩ হাজার ২৪৩ ইউরো (১ ইউরো সমান ১৪১ টাকা ৭৭ পয়সা, ২২ অক্টোবর ২০২৫ হিসাবে) পর্যন্ত হতে পারে, জানিয়েছে ব্রিটিশ ন্যাশনাল ক্যারিয়ার্স সার্ভিস।

ইআরআই অর্থনৈতিক গবেষণা ইনস্টিটিউট জানায়, আট বছরের বেশি অভিজ্ঞতার পাইলটরা এক থেকে তিন বছরের অভিজ্ঞ পাইলটের চেয়ে ৬০ থেকে ৮০ শতাংশ বেশি আয় করেন। অর্থাৎ অভিজ্ঞ পাইলটরা প্রায় তিন গুণ বেশি উপার্জন করেন।

আরও পড়ুনফ্রিল্যান্সিংয়ে নামার আগে এ পাঁচটি বিষয় ভাবুন১৯ অক্টোবর ২০২৫দেশভিত্তিক তথ্য

যুক্তরাজ্য

২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এএনএসের তথ্যানুসারে, পূর্ণকালীন ‘এয়ারক্রাফট পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলার’-এর বার্ষিক আয় প্রায় ৯৫ হাজার ২৪০ ইউরো (৮০,৪১৪)। ইআরআইয়ের মতে, গড় বার্ষিক বেতন ৯০ হাজার ২৫৩ ইউরো (৭৮,১৪৬ পাউন্ড), লন্ডনের জন্য ১ লাখ ১৫ হাজার ৫৬২ ইউরো (১০০,০৬০ পাউন্ড)।

জার্মানি

জার্মানির ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিসের তথ্যমতে, গড় মাসিক বেতন ১২ হাজার ৫৬৬ ইউরো (বার্ষিক ১,৫০,৭৯২ ইউরো)। মধ্যম আয় ১০ হাজার ২০৭ ইউরো (বার্ষিক ১,২২,৪৮৪ ইউরো), অভিজ্ঞ ও বিশেষায়িত পাইলটদের ক্ষেত্রে তা ৩ লাখ ৪২ হাজার ৭২ ইউরো পর্যন্ত হতে পারে। ইআরআইয়ের তথ্য অনুসারে, এক থেকে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন পাইলটের গড় বেতন ৭৩,৭৮৫ ইউরো, আট বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন পাইলটদের জন্য ১ লাখ ৩২ হাজার ১১৭ ইউরো।

ফ্রান্স

INSEE জানায়, ‘সিভিল এভিয়েশন টেকনিক্যাল ও কমার্শিয়াল ফ্লাইট অফিসার’দের গড় মাসিক বেতন ৯ হাজার ৩০০ ইউরো (বার্ষিক ১,১১,৬০০ ইউরো)। ERI অনুসারে, অভিজ্ঞ পাইলটদের জন্য গড় বেতন ১ লাখ ৯ হাজার ২৯২ ইউরো।

ছবি: এমিরেটসের ওয়েবসাইট থেকে নেওয়া

সম্পর্কিত নিবন্ধ