ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুয়েট উপাচার্যের কুশপুত্তলিকা দাহ
Published: 21st, April 2025 GMT
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি (কুয়েট) বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কুয়েট উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সোমবার রাতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’–এর ব্যানারে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি থেকে কুয়েট উপাচার্যের পদত্যাগও দাবি করেন তাঁরা।
সংহতি সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন একটা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর শুধু ধারালো অস্ত্র দিয়ে হামলাই নয়, আমরা পত্রিকা মারফত জেনেছি সেখানে ১০ রাউন্ডের বেশি গুলিও হয়েছিল। এই ধরনের পরিস্থিতিতেও ভিসি তাঁর শিক্ষার্থীদের পাশে দাঁড়ান নাই।’
রেজওয়ান আহমেদ বলেন, ‘আমরা ইন্টেরিমের (অন্তর্বর্তী সরকার) কাছে প্রশ্ন রাখতে চাই, যে বিশ্ববিদ্যালয় ৯০ শতাংশ শিক্ষার্থী তাদের ভিসির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যে বিশ্ববিদ্যালয়ের ভিসি তার শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না, যে বিশ্ববিদ্যালয় বিএনপি এবং দলীয় সংগঠন এনে হামলা করায়, তাদেরকে রেখে আপনারা একটি বিশ্ববিদ্যালয় কীভাবে চালাবেন?’
ছাত্রদলকে ইঙ্গিত করে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী সরদার নাদিম বলেন, ‘গত ষোলো বছর আপনাদের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি, সাধারণ শিক্ষার্থীদের দুই মাসের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে।’
ছাত্রদল ‘নব্য ছাত্রলীগ’ হয়ে উঠছে কি না, সে প্রশ্ন তুলে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রাইয়ান ফেরদৌস বলেন, ‘আমরা দেখেছি ছাত্রলীগের সময় আমাদের ওপর হামলা হতো আবার আমাদের ওপরেই মামলা হতো। সেই কালচারই আমরা আবার দেখছি।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি