চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর ৩টায় জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করেছে।

মাঝারি তাপপ্রবাহের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও দিনমজুরেরা বিপাকে পড়েছে।

তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে, সেটিকে মৃদু তাপপ্রবাহ বলে থাকেন আবহাওয়াবিদরা। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে, সেটিকে তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে। আর তাপমাত্রা যদি ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়, তখন তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

বাংলাদেশে সাধারণত কোনো স্থানের তাপমাত্রা কয়েকদিন ধরে টানা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সেখানে রেড এলার্ট বা সতর্কবার্তা জারি করা হয়।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, দুপুর ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ২৮ শতাংশ রেকর্ড করা হয়েছে।  

ঢাকা/মামুন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স লস য় স র

এছাড়াও পড়ুন:

দাঁড়িয়ে ছিলাম, এক অটো এসে ধাক্কা দিয়েছে

আগের পর্বআরও পড়ুনআমি মোটেও তেল দেওয়ার জন্য কথাটা বলি নাই৩১ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ