খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণ ও দ্রুততম সময়ের মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণে যথাযথ পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রপক্ষ। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইসরাত জাহান ইশাকে নিয়ে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

কুয়েটে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে ছাত্রপক্ষের কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স বলেন, ‘স্বৈরাচার হাসিনার পতনের পর আমরা নতুন বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভিসিদের অভূতপূর্ব পরিবর্তন ও শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীবান্ধব করার জন্য নিবেদিতপ্রাণ দেখার আশা করেছিলাম। কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম কুয়েট ভিসি বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় নিজ শিক্ষার্থীদের অন্যায্যভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন, যা অত্যন্ত লজ্জাজনক ও বিমাতাসুলভ আচরণ।’

সংবাদ সম্মেলনে গত ২২ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইসরাত জাহান ইশাকে নিয়ে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়ে বক্তব্য দেন ছাত্রপক্ষের কেন্দ্রীয় সদস্যসচিব আশরাফুল ইসলাম নির্ঝর।

আরও পড়ুনকুয়েটের উপাচার্য ও সহউপাচার্যকে অপসারণ প্রক্রিয়া শুরু১ ঘণ্টা আগে

আশরাফুল ইসলাম ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আমরা চাই, যে নারীদের সমান অংশগ্রহণে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে সেই নারীরা নিজেদের নিরাপদ বোধ করুক। কোনো দুর্বৃত্তের অপপ্রচার এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চাইলে আমরা তাদের বিষদাঁত ভেঙে দিব। এমন অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে ইসরাত জাহান ইশাও বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আকিব হাসান, ফওজিয়া ফারিহা করবী, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল ইসলাম, আরিফুল ইসলাম, ছাত্রপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ জিহাদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সাব্বির, ফারজানা আক্তার মিতু, সদস্য জুবায়ের হাসিব, শ্বাশত হক প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত রপক ষ ল ইসল ম সদস য

এছাড়াও পড়ুন:

ছয় দফা দাবিতে ‘আমরা ভোলাবাসী’র আন্দোলন ‘সরকারি আশ্বাসে’ স্থগিত

ভোলায় গ্যাস ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে চলমান ছয় দফা আন্দোলন স্থগিত করেছে ‘আমরা ভোলাবাসী’। সরকারি আশ্বাসের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। আজ মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নেতারা।

সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদস্যসচিব ও আমরা ভোলাবাসীর জ্যেষ্ঠ নির্বাহী সদস্য রাইসুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক, বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহ, ভোলা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, ভোলা আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামী আন্দোলনের ভোলা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. কামাল হোসেন ও আমরা ভোলাবাসীর সদস্যসচিব মীর মোশাররফ হোসেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহারের দাবিসহ ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। সরকারের সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে দাবি আদায়ে অগ্রগতি হয়েছে।

আমরা ভোলাবাসীর দাবির মধ্যে রয়েছে, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, বিদ্যমান ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসার সুবিধা নিশ্চিত করা, ভোলা–বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সরবরাহ, গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন ও নদীভাঙন প্রতিরোধ।

সংগঠনটি জানায়, আন্দোলনের আগে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে মাত্র আট চিকিৎসক কর্মরত ছিলেন, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জন। আরও চিকিৎসক, নার্স ও যন্ত্রপাতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে বলা হয়েছে, ভবিষ্যতে নতুন মেডিকেল কলেজ হলে, সেটি ভোলায় হবে। ভোলা–বরিশাল সেতু নির্মাণের ক্ষেত্রেও ফিজিবিলিটি স্টাডি ও নকশা সম্পন্ন হয়েছে এবং ২০২৬ সালের মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

সার কারখানা ও ইপিজেড স্থাপনের জন্য জমি নির্বাচন সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন নেতারা। গ্যাস–সংযোগের বিষয়ে জানানো হয়, সুন্দরবন গ্যাস কোম্পানিকে ডিমান্ড নোট জমা দেওয়া ২ হাজার ১৪৫ গ্রাহককে গ্যাস–সংযোগ দেওয়া হবে এবং ন্যায্যমূল্যে ২০ হাজার সিলিন্ডার বিতরণ করা হবে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আবার কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • দুর্নীতিবাজ রাজনীতিবিদদের থেকে তরুণদের দূরে থাকতে হবে: মজিবুর রহমান
  • শিশু নাঈমের পাশে ইবি ক্রিকেট ক্লাব
  • ছয় দফা দাবিতে ‘আমরা ভোলাবাসী’র আন্দোলন ‘সরকারি আশ্বাসে’ স্থগিত