কুয়েট উপাচার্যের অপসারণ না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রপক্ষের
Published: 24th, April 2025 GMT
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণ ও দ্রুততম সময়ের মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণে যথাযথ পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রপক্ষ। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইসরাত জাহান ইশাকে নিয়ে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
কুয়েটে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে ছাত্রপক্ষের কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স বলেন, ‘স্বৈরাচার হাসিনার পতনের পর আমরা নতুন বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভিসিদের অভূতপূর্ব পরিবর্তন ও শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীবান্ধব করার জন্য নিবেদিতপ্রাণ দেখার আশা করেছিলাম। কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম কুয়েট ভিসি বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় নিজ শিক্ষার্থীদের অন্যায্যভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন, যা অত্যন্ত লজ্জাজনক ও বিমাতাসুলভ আচরণ।’
সংবাদ সম্মেলনে গত ২২ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইসরাত জাহান ইশাকে নিয়ে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়ে বক্তব্য দেন ছাত্রপক্ষের কেন্দ্রীয় সদস্যসচিব আশরাফুল ইসলাম নির্ঝর।
আরও পড়ুনকুয়েটের উপাচার্য ও সহউপাচার্যকে অপসারণ প্রক্রিয়া শুরু১ ঘণ্টা আগেআশরাফুল ইসলাম ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আমরা চাই, যে নারীদের সমান অংশগ্রহণে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে সেই নারীরা নিজেদের নিরাপদ বোধ করুক। কোনো দুর্বৃত্তের অপপ্রচার এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চাইলে আমরা তাদের বিষদাঁত ভেঙে দিব। এমন অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে ইসরাত জাহান ইশাও বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আকিব হাসান, ফওজিয়া ফারিহা করবী, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল ইসলাম, আরিফুল ইসলাম, ছাত্রপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ জিহাদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সাব্বির, ফারজানা আক্তার মিতু, সদস্য জুবায়ের হাসিব, শ্বাশত হক প্রমুখ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ছ ত রপক ষ ল ইসল ম সদস য
এছাড়াও পড়ুন:
‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে কার্যকর পদক্ষেপসহ ৫ সুপারিশ
‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ দ্রুত জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ৫ দফা সুপারিশ করেছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদানের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন।
আরো পড়ুন:
ফেব্রুয়ারিতেই মহোৎসবে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা
বেড়ায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা
অ্যাসোসিয়েশনের সুপারিশগুলো হলো
১. নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী দ্রুততম সময়ে ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচন পরিচালনা।
২. প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন, নতুন পদসৃজন, আপগ্রেডেশন এবং প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিশ্চিতকরণ।
৩. জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর।
৪. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সব কর্মকর্তাদের অংশগ্রহণে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ আয়োজন।
৫. নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ আয়োজনে প্রস্তুতিমূলক বিভিন্ন কমিটি গঠন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এসব সুপারিশ বাস্তবায়ন হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে।
ঢাকা/আসাদ/সাইফ