কুয়েট উপাচার্যের অপসারণ না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রপক্ষের
Published: 24th, April 2025 GMT
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণ ও দ্রুততম সময়ের মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণে যথাযথ পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রপক্ষ। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইসরাত জাহান ইশাকে নিয়ে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
কুয়েটে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে ছাত্রপক্ষের কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স বলেন, ‘স্বৈরাচার হাসিনার পতনের পর আমরা নতুন বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভিসিদের অভূতপূর্ব পরিবর্তন ও শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীবান্ধব করার জন্য নিবেদিতপ্রাণ দেখার আশা করেছিলাম। কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম কুয়েট ভিসি বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় নিজ শিক্ষার্থীদের অন্যায্যভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন, যা অত্যন্ত লজ্জাজনক ও বিমাতাসুলভ আচরণ।’
সংবাদ সম্মেলনে গত ২২ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইসরাত জাহান ইশাকে নিয়ে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়ে বক্তব্য দেন ছাত্রপক্ষের কেন্দ্রীয় সদস্যসচিব আশরাফুল ইসলাম নির্ঝর।
আরও পড়ুনকুয়েটের উপাচার্য ও সহউপাচার্যকে অপসারণ প্রক্রিয়া শুরু১ ঘণ্টা আগেআশরাফুল ইসলাম ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আমরা চাই, যে নারীদের সমান অংশগ্রহণে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে সেই নারীরা নিজেদের নিরাপদ বোধ করুক। কোনো দুর্বৃত্তের অপপ্রচার এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চাইলে আমরা তাদের বিষদাঁত ভেঙে দিব। এমন অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে ইসরাত জাহান ইশাও বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আকিব হাসান, ফওজিয়া ফারিহা করবী, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল ইসলাম, আরিফুল ইসলাম, ছাত্রপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ জিহাদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সাব্বির, ফারজানা আক্তার মিতু, সদস্য জুবায়ের হাসিব, শ্বাশত হক প্রমুখ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ছ ত রপক ষ ল ইসল ম সদস য
এছাড়াও পড়ুন:
এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ শুক্রবার রাত ১০টায় এই দুই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম বদলে জাতীয় ছাত্রশক্তি হওয়ার এক সপ্তাহের মাথায় সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। আর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি তিন সদস্যের।
জাতীয় ছাত্রশক্তির নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার—দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাহিদ এর আগে বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিব আর বাকের সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। চার সদস্যের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দুজন। সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম আর সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহির আলমকে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।
ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকারও বাগছাসের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাইফুল্লাহকে। তাঁদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।
তাহমিদ আল মুদ্দাসসির