ক্রিকেটের ‘মব জাস্টিস’ তাহলে এ রকম
Published: 26th, April 2025 GMT
আগামী প্রিমিয়ার লিগে কি তাওহিদ হৃদয় মোহামেডানেই খেলবেন? যদি খেলেন, তাঁর এক ম্যাচের বকেয়া নিষেধাজ্ঞাও মোহামেডানের ওপর দিয়ে যাবে। প্রশ্নটা হলো, যদি কোনো কারণে মোহামেডানে তিনি না খেলেন, তখন কী হবে?
কোনো দল কি এটা জেনেও হৃদয়কে দলে নেবে যে লিগের প্রথম ম্যাচেই তাঁকে মাঠে নামানো যাবে না? এক ক্লাবের হয়ে মাঠে অসদাচরণ করে পাওয়া তাঁর শাস্তি এক বছর পর আরেক ক্লাব ভোগ করবে কি? করবে হয়তো, জাতীয় দলের ক্রিকেটার যেহেতু…।
প্রশ্ন আসলে সেটাও না। প্রশ্ন হলো, এক মৌসুমের অপরাধের শাস্তি আরেক মৌসুমে গিয়ে কেন দিতে হবে, যখন এ মৌসুমেই সংশ্লিষ্ট দল মোহামেডানের আরও দুটি ম্যাচ বাকি? এটা কি একটি নির্দিষ্ট দলের প্রতি স্পষ্ট পক্ষপাতিত্ব নয়? যেই ক্লাব হৃদয়কে আগামী লিগে দলে নেবে, তাদের প্রতিও অগ্রীম অন্যায় করে রাখা হলো না এতে?
আরও পড়ুনরেফারিদের বিরুদ্ধে রিয়ালের ‘যুদ্ধ ঘোষণা’, কোপার ফাইনালের আগে ধুন্ধুমার১ ঘণ্টা আগেএ উদাহরণ সামনে রেখে ভবিষ্যতে যদি অন্য কোনো ক্লাব বা ক্রিকেটারও এমন সুবিধা চায়, কোন মুখে বিসিবি তাদের ‘না’ করবে? ঐতিহ্যবাহী মোহামেডানই–বা কীভাবে বলবে, ‘আমরা এটা মানি না!’ বরং ভবিষ্যতে যতবার এ–জাতীয় সমস্যায় আক্রান্ত হবে বাংলাদেশের ক্রিকেট, যতবার আলোচনা হবে আইসিসির এলিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের ক্ষোভ–অপমানজনিত পদত্যাগ নিয়ে, ঠিক ততবারই দেশের ক্রিকেটের এসব কলঙ্কের সঙ্গে উচ্চারিত হবে ‘ঐতিহ্যবাহী’ মোহামেডানের নাম।
সঙ্গে আরও কিছু নামও উচ্চারিত হবে, যেগুলো ঘটনা পরম্পরায় সবাই জানেন অথবা জেনে যাবেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জকসুতে এআই ব্যবহারে থাকবে শিথিলতা, তবে অপব্যবহার করা যাবে না: নির্বাচন কমিশন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহারে শিথিলতা থাকবে। তবে এর অপব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য জুলফিকার মাহমুদ।
রোববার উপাচার্যের সভাকক্ষে রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর আচরণবিধিবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের এক দাবির জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে ফয়সাল মুরাদ বলেন, ‘নির্বাচনী আচরণবিধির ৭–এর ঘ ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যাবে না। আমরা যারা ছোট সংগঠন, আমাদের তহবিল সীমিত। আমরা নির্বাচনী প্রচারের জন্য এআই ব্যবহার করে দু-এক মিনিটের ভিডিও বানিয়ে প্রচার কার্যক্রম চালাতে চাই। আমাদের দাবি, এ বিষয়ে নির্বাচন কমিশন যেন শিথিল নীতি গ্রহণ করে।’
মুরাদ আরও বলেন, বিগত চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে কিছু ত্রুটি লক্ষ করা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত রাখার জন্য যতগুলো ভোটকক্ষ থাকবে, সব কটি সিসিটিভি ফুটেজের আওতায় রাখতে হবে। সবার জন্য সেই সিসিটিভি ফুটেজ উন্মুক্ত রাখতে হবে। ভোট গ্রহণকে স্বচ্ছ রাখার জন্য ভোটকক্ষের ভেতরে জাতীয় গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার অনুমতি দেওয়ার কথা বলেন তিনি।
দাবির পরিপ্রেক্ষিতে জকসুর নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ বলেন, ‘এআই ব্যবহার করে বিভিন্নজনের চরিত্র হনন করা হয়, অপপ্রচার চালানো হয়। সেদিক থেকে চিন্তা করে এআই ব্যবহার নিষিদ্ধ রেখেছিলাম। তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে এআই ব্যবহারে শিথিলতা থাকবে প্রচার–প্রসারে, তবে অপব্যবহার করা যাবে না। আর সরাসরি সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আলোচনা করে।’
প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা।