ঝালকাঠির কাঁঠালিয়ায় মাজারের দেয়াল ভাংচুর ও চুরি মামলায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগর তার সহযোগী ছগির হোসেন সিকদার ও জামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বটতলা বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সকালে আসামিদের কোর্টে চালান করা হয়। আদালত শুনানি শেষে আসামিদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনে মুক্তি পেয়ে আনোয়ার হোসেন তার ফেসবুক আইডিতে পোস্ট করেন, প্রতিপক্ষ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা.

আবদুল জলিল মিঞাজীকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার।

আবদুল জলিল মিঞাজী উপজেলা বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি। এছাড়া রাজাপুর উপজেলার একটি রাজনৈতিক মামলারও আসামি তিনি।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের চিংড়াখালী গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা. আবদুল জলিল মিঞাজী সপরিবারে ঢাকায় বাস করেন। এ বছরের ৩১ জানুয়ারি শুক্রবার একই বাড়ির আনোয়ার হোসেন সাগরের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী মিলে আবদুল জব্বার মিঞাজীর দরবার শরীফের বাউন্ডারি দেয়াল ভেঙে ব্যাপক ক্ষতিসাধন করে এবং আসামিরা দরবার শরীফের মালামাল লুটে নেয়। ঘটনার তিন মাস পর গত ২৭ মে আনোয়ার হোসেনসহ ৮ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। মামলার বাদী আবদুল জলিলের অনুসারী জয়খালী গ্রামের আবু জাফর।

থানার ওসি মংচেনলা জানান, মাজারে দেয়াল ভাংচুরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার প্রধান আসামিসহ তিন আসামিকে গ্রেপ্তার করে কোর্টে চালান করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।   

উৎস: Samakal

কীওয়ার্ড: ঝ লক ঠ ব এনপ উপজ ল ব এনপ

এছাড়াও পড়ুন:

খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন বিএনপি নেতার দলীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ইমদাদুল নামে এক শিক্ষক নিহত হয়েছেন। যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) ও মিজানুর রহমান নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

নবীনগরে গুলিবিদ্ধ ৩

তিনি বলেন, ‍“ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তার ভেতর ভুসি রাখা ছিল। ধারণা করা হচ্ছে, এর ভেতরেই বোমা নিয়ে আসা হয়েছিল।” পেশাদার কিলারের সম্পৃক্তা থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় সন্ত্রাসীরা অফিস লক্ষ্য করে পরপর দুইটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে নেতাকর্মী ও স্বজনরা গুরুতর আহত মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”

যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু বলেন, “ঘটনার সময় আমি ফুলবাড়িগেটে ছিলাম। শুনেছি, আমাদের সাংগঠনিক সম্পাদক মামুনকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ