‘প্রতিপক্ষকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার’
Published: 2nd, May 2025 GMT
ঝালকাঠির কাঁঠালিয়ায় মাজারের দেয়াল ভাংচুর ও চুরি মামলায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগর তার সহযোগী ছগির হোসেন সিকদার ও জামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বটতলা বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকালে আসামিদের কোর্টে চালান করা হয়। আদালত শুনানি শেষে আসামিদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনে মুক্তি পেয়ে আনোয়ার হোসেন তার ফেসবুক আইডিতে পোস্ট করেন, প্রতিপক্ষ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা.
আবদুল জলিল মিঞাজী উপজেলা বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি। এছাড়া রাজাপুর উপজেলার একটি রাজনৈতিক মামলারও আসামি তিনি।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের চিংড়াখালী গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা. আবদুল জলিল মিঞাজী সপরিবারে ঢাকায় বাস করেন। এ বছরের ৩১ জানুয়ারি শুক্রবার একই বাড়ির আনোয়ার হোসেন সাগরের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী মিলে আবদুল জব্বার মিঞাজীর দরবার শরীফের বাউন্ডারি দেয়াল ভেঙে ব্যাপক ক্ষতিসাধন করে এবং আসামিরা দরবার শরীফের মালামাল লুটে নেয়। ঘটনার তিন মাস পর গত ২৭ মে আনোয়ার হোসেনসহ ৮ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। মামলার বাদী আবদুল জলিলের অনুসারী জয়খালী গ্রামের আবু জাফর।
থানার ওসি মংচেনলা জানান, মাজারে দেয়াল ভাংচুরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার প্রধান আসামিসহ তিন আসামিকে গ্রেপ্তার করে কোর্টে চালান করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ঝ লক ঠ ব এনপ উপজ ল ব এনপ
এছাড়াও পড়ুন:
জামায়াতের পর এবার সমাবেশে অংশ নিতে বিশেষ ট্রেন ভাড়া ছাত্রদলের
জামায়াতে ইসলামীর পর এবার বিশেষ ট্রেন ভাড়া করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ আগস্ট ছাত্র সমাবেশে অংশ নিতে প্রায় ১০ লাখ টাকার বিনিময়ে চট্টগ্রাম ছাত্রদল ২০ বগির এই বিশেষ ট্রেন ভাড়া করেছে।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট ছাত্র সমাবেশ করবে ছাত্রদল।
এই কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম নগর ছাত্রদলের পক্ষ থেকে ২০ বগির একটি বিশেষ ট্রেনের জন্য আবেদন করা হয়। ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিশেষ ট্রেন বরাদ্দ রেলওয়ে। আগামী রোববার সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে এই ট্রেন ছেড়ে যাবে। আর ঢাকায় পৌঁছাবে বেলা সোয়া ১টায়। এই ট্রেন সন্ধ্যা সাতটায় আবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে।
রেলওয়ে সূত্র জানায়, ২০ বগির ট্রেনটিতে ১ হাজার ১২৬টি আসন রয়েছে। বিশেষ ট্রেন পরিচালনার জন্য রেলওয়ের চট্টগ্রাম, ঢাকা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন সাপেক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এই কারণে নিয়মিত ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।
চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, এই ট্রেনে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার প্রায় দেড় হাজার নেতা-কর্মী যাবেন। সবাই একসঙ্গে যেতে চাওয়ায় ট্রেন ভাড়া করেছেন। বাসে হলে তা সম্ভব ছিল না।
এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছিল জামায়াতে ইসলামী। সমাবেশে নেতা-কর্মীদের যাতায়াতের জন্য ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম থেকে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করে দলটি। এই চার ট্রেন ভাড়া করতে দলটিকে গুনতে হয়েছে প্রায় ৩২ লাখ টাকা।
জামায়াতের ট্রেন ভাড়া করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে রেলপথ মন্ত্রণালয় জানায়, বিশেষ ট্রেন পরিচালনায় স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।