মিঠাপুকুরে শপিং ব্যাগে মোড়ানো মানুষের পা উদ্ধার
Published: 7th, May 2025 GMT
রংপুরের মিঠাপুকুরে শপিং ব্যাগে মোড়ানো মানুষের পা উদ্ধার হয়েছে। আজ বুধবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পায়রাবন্দ বেলবাড়ি এলাকা থেকে ওই পা উদ্ধার করে পুলিশ। কোনো রোগীর ‘পচনধরা’ পা হতে পারে বলে পুলিশের ধারণা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-রংপুর মহাসড়ক থেকে বেগম রোকেয়ার বাড়ি পায়রাবন্দ যাওয়ার রাস্তায় বেলবাড়ি গ্রামে একটি মাঠে শপিং ব্যাগে মোড়ানো একটি বস্তু দেখতে পায় স্থানীয়রা। কাছে গিয়ে দেখেন, মানুষের পায়ের আঙ্গুল বের হয়ে আছে। পরে পুলিশকে খবর দেন। আজ সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ব্যাগসহ পা উদ্ধার করে।
আব্দুর রহিম নামে স্থানীয় একজন বলেন, ‘মুই (আমি) আইজ বিয়ানা (সকালে) নিন (ঘুম) থাকি উঠি প্রসাব করবার গেছিনু। দেখি, জমিত একটা ব্যাগ পড়ি আছে। কাছে যায়া (গিয়ে) দেখি, মাইনষের পায়ের নোগ (আঙ্গুল) বাইর হয়া আছে।’
মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো রোগীর পচনধরা পা এটি। হয়তো তাই কেটে ফেলা হয়েছে। মাটিতে না পুঁতে ফেলে রেখেছে। কার পা সেটি জানা যায়নি। তবে, আরও ভালভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মিঠাপুকুরে শপিং ব্যাগে মোড়ানো মানুষের পা উদ্ধার
রংপুরের মিঠাপুকুরে শপিং ব্যাগে মোড়ানো মানুষের পা উদ্ধার হয়েছে। আজ বুধবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পায়রাবন্দ বেলবাড়ি এলাকা থেকে ওই পা উদ্ধার করে পুলিশ। কোনো রোগীর ‘পচনধরা’ পা হতে পারে বলে পুলিশের ধারণা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-রংপুর মহাসড়ক থেকে বেগম রোকেয়ার বাড়ি পায়রাবন্দ যাওয়ার রাস্তায় বেলবাড়ি গ্রামে একটি মাঠে শপিং ব্যাগে মোড়ানো একটি বস্তু দেখতে পায় স্থানীয়রা। কাছে গিয়ে দেখেন, মানুষের পায়ের আঙ্গুল বের হয়ে আছে। পরে পুলিশকে খবর দেন। আজ সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ব্যাগসহ পা উদ্ধার করে।
আব্দুর রহিম নামে স্থানীয় একজন বলেন, ‘মুই (আমি) আইজ বিয়ানা (সকালে) নিন (ঘুম) থাকি উঠি প্রসাব করবার গেছিনু। দেখি, জমিত একটা ব্যাগ পড়ি আছে। কাছে যায়া (গিয়ে) দেখি, মাইনষের পায়ের নোগ (আঙ্গুল) বাইর হয়া আছে।’
মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো রোগীর পচনধরা পা এটি। হয়তো তাই কেটে ফেলা হয়েছে। মাটিতে না পুঁতে ফেলে রেখেছে। কার পা সেটি জানা যায়নি। তবে, আরও ভালভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।