দেয়াল টপকে কারাগার থেকে পালানোর চেষ্টা আসামির, ভিডিও ভাইরাল
Published: 7th, May 2025 GMT
নোয়াখালী জেলা কারাগার থেকে দেয়াল টপকে মো. তানিম (১৯) নামে এক আসামি পালানোর চেষ্টা করেছে। পলায়নের সময়কার ২৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
আসামী তানিম নোয়াখালী পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন মনপুর এলাকার মজিব শেখের ছেলে। নোয়াখালী জেলা কারাগার তত্বাধায়ক আব্দুল বারেক বুধবার সন্ধ্যার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল মঙ্গলবার ৫৪ ধারায় তানিমকে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠায় আদালত। বুধবার দুপুরের দিকে জেল সুপারের বাসার কর্নার দিয়ে তানিম কারাগারের দেয়াল টপকে উপরে উঠে যায়। তবে তাৎক্ষণিক কারাগার কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে যায়। পরে কারা পুলিশ দুই দিক থেকে অবস্থান নিয়ে তাকে আটক করে পুনরায় কারাগারে নিয়ে যায়।
যোগাযোগ করা হলে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, কারাগারের দেয়াল টপকে হাজতি উপরে উঠে এটা সত্য। ওই হাজতি মানসিকভাবে অসুস্থ। তবে তিনি পালাতে পারেননি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দাঁড়িয়ে ছিলাম, এক অটো এসে ধাক্কা দিয়েছে
আগের পর্বআরও পড়ুনআমি মোটেও তেল দেওয়ার জন্য কথাটা বলি নাই৩১ জুলাই ২০২৫