খেলা চলছিল পার্ক দে প্রিন্সেসে। রসিকতা চলছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ বলছিলেন, পোস্টের নিচের আরেক জিয়ানলুইজি! দু-একজন আবার নামটা আরও ছেঁটেছেন, পোস্টের নিচে আরেক গিগি!
না, জিয়ানলুইজি বুফন নয়। ফুটবল মাঠে ‘জিয়ানলুইজি’ কিংবা ‘গিগি’ নাম শুনলে ইতালিয়ান কিংবদন্তিকে মনে পড়াই স্বাভাবিক। কিন্তু ২০২৩ সালে অবসর নেওয়া বুফনকে আর কাল রাতে পিএসজির পোস্টের নিচের দেখা যায়নি। সেখানে যিনি দাঁড়িয়েছিলেন তিনিও জিয়ানলুইজি। নামের বাকি অংশে দোন্নারুম্মা তবে কাজে বুফনের মতোই—তিন কাঠির নিচে এক সদস্যবিশিষ্ট মানবদেয়াল। বেশির ভাগ সময়েই যিনি হয়ে ওঠেন সুপারম্যান বা অতিমানব।
আর্সেনাল কাল রাতে সেই ‘দেয়াল’-এই ‘মাথা’ ঠুকে মরল!
আরও পড়ুনলিগ জয়ের আশা শেষ রোনালদোদের, চ্যাম্পিয়নস লিগেও জায়গা মিলবে কি না সন্দেহ২ ঘণ্টা আগেম্যাচের চার মিনিটের মাথায় আর্সেনাল উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট ঠেকান। চার মিনিট পর আরও বড় বিস্ময়। বক্সের ভেতর থেকে আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের শট অবিশ্বাস্য রিফ্লেক্সের মাধ্যমে ঠেকান দোন্নারুম্মা। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার শরীরটা এত দ্রুত ও অবলীলায় বাঁ দিকে ফেললেন যে দোন্নারুম্মার বাঁ দিকে প্রায় ফাঁকা পোস্টে শট নিয়ে ওডেগার্ড আরেকটু হলে গোলের উদ্যাপন করেই ফেলেছিলেন। শেষ পর্যন্ত হতাশায় তাঁর মাথায় হাত।
ম্যাচে দারুণ কিছু সেভ করেন দোন্নারুম্মা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের সমঝোতা স্মারক সই
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ শীর্ষক প্রকল্পের আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে পূবালী ব্যাংক।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা আমিনা ফাহমীন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা, প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক (এসআইসিপি-পিআইইউ) মো. নজরুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসির ঋণ বিভাগের মহাব্যবস্থাপক সুকান্ত চন্দ্র বণিক এবং বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি