Prothomalo:
2025-08-03@07:23:34 GMT

‘সুপারম্যান’ দোন্নারুম্মা

Published: 8th, May 2025 GMT

খেলা চলছিল পার্ক দে প্রিন্সেসে। রসিকতা চলছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ বলছিলেন, পোস্টের নিচের আরেক জিয়ানলুইজি! দু-একজন আবার নামটা আরও ছেঁটেছেন, পোস্টের নিচে আরেক গিগি!

না, জিয়ানলুইজি বুফন নয়। ফুটবল মাঠে ‘জিয়ানলুইজি’ কিংবা ‘গিগি’ নাম শুনলে ইতালিয়ান কিংবদন্তিকে মনে পড়াই স্বাভাবিক। কিন্তু ২০২৩ সালে অবসর নেওয়া বুফনকে আর কাল রাতে পিএসজির পোস্টের নিচের দেখা যায়নি। সেখানে যিনি দাঁড়িয়েছিলেন তিনিও জিয়ানলুইজি। নামের বাকি অংশে দোন্নারুম্মা তবে কাজে বুফনের মতোই—তিন কাঠির নিচে এক সদস্যবিশিষ্ট মানবদেয়াল। বেশির ভাগ সময়েই যিনি হয়ে ওঠেন সুপারম্যান বা অতিমানব।

আর্সেনাল কাল রাতে সেই ‘দেয়াল’-এই ‘মাথা’ ঠুকে মরল!

আরও পড়ুনলিগ জয়ের আশা শেষ রোনালদোদের, চ্যাম্পিয়নস লিগেও জায়গা মিলবে কি না সন্দেহ২ ঘণ্টা আগে

ম্যাচের চার মিনিটের মাথায় আর্সেনাল উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট ঠেকান। চার মিনিট পর আরও বড় বিস্ময়। বক্সের ভেতর থেকে আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের শট অবিশ্বাস্য রিফ্লেক্সের মাধ্যমে ঠেকান দোন্নারুম্মা। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার শরীরটা এত দ্রুত ও অবলীলায় বাঁ দিকে ফেললেন যে দোন্নারুম্মার বাঁ দিকে প্রায় ফাঁকা পোস্টে শট নিয়ে ওডেগার্ড আরেকটু হলে গোলের উদ্‌যাপন করেই ফেলেছিলেন। শেষ পর্যন্ত হতাশায় তাঁর মাথায় হাত।

ম্যাচে দারুণ কিছু সেভ করেন দোন্নারুম্মা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বগুড়ায় চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা, আহত ব্যবসায়ীর মৃত্যু

মামলা তুলে না নেওয়ায় এবং দাবিকৃত চাঁদা না পেয়ে বগুড়ার শাজাহানপুরে আল-আমিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে হাতুড়িপেটা করা হলে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা গেছেন। শনিবার (২ আগস্ট) রাত ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত ২৮ জুলাই তার উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। 

নিহত আল-আমিন শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের আফসার আলীর ছেলে। তিনি বগুড়া সদরে নিউ মার্কেটে প্রসাধনীর ব্যবসা করতেন।

নিহতের স্বজনেরা জানান, দেড় বছর ধরে প্রতিবেশী নূরুল ইসলাম, আবু হোসেন ও ফজলুল হক আল-আমিনের এক একর কৃষিজমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এর মধ্যে দুই দফা হামলার শিকার হন তিনি এবং তার পরিবার। প্রতিবারই থানায় মামলা করেন আল-আমিন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা সম্প্রতি মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয় এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় আল-আমিনের ওপর হামলা চালানো হয়। হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় তাকে। এ সময় তার বাবা আফসার আলীও আহত হন। এবং তার কাছ থেকে সোয়া এক লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। ঘটনার পর নিহতের পরিবার ৩০ জুলাই শাজাহানপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। 

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ  শফিকুল ইসলাম বলেন, ‘‘অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্ত শেষে আজ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
 

ঢাকা/এনাম//

সম্পর্কিত নিবন্ধ