সাংবাদিক রিয়াজের উপর হামলা : নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন নিন্দা
Published: 8th, May 2025 GMT
একাত্তর টিভির রূপগঞ্জ প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন সদস্য রিয়াজ হোসেন রিয়াজের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি আনিসুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, গত ৭ মে (বুধবার) রাত আটটার দিকে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের তিন নম্বর সেক্টরে ছমু মার্কেট এলাকায় একটি সাংবাদিক কার্যালয়ে পেশাগত কাজ করছিলেন সাংবাদিক রিয়াজ। এসময় ৪-৫ জন যুবক এসে অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। সন্ত্রাসিরা রিয়াজকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।
এক পর্যায়ে ইট দিয়ে আঘাত করে রিয়াজের শরীর থেঁতলে দেয়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সাংবাদিক রিয়াজকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানের সাংবাদিক রিয়াজের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় আমরা খুবই উদ্বেগ প্রকাশ করছি।
এদিকে বৃহম্পতিবার বিকেলে আহত রিয়াজকে হাসপাতালে দেখতে যান নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এ সময় তারা সাংবাদিক রিয়াজের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র উপর
এছাড়াও পড়ুন:
সাত খুন মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: অ্যাটর্নি জেনারেল
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলাটি দ্রুত নিষ্পত্তি এবং ত্বকী হত্যা মামলার অবস্থান জেনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বুধবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বার ভবনে বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে এ আশ্বাস দেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেছেন, “বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ ও কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলা যেভাবে দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয়েছে, একইভাবে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ও ত্বকী হত্যা মামলা দুটি ত্বরান্বিত করার ব্যাপারে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।”
জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখছি। ভুক্তভোগীদের পরিবার যাতে ন্যায়বিচার পান এবং নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রেখে যথাযথভাবে তদন্ত ও বিচার প্রক্রিয়া পরিচালনা করা হবে।”
দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধিত প্রস্তাব করার কথাও জানিয়েছেন মো. আসাদুজ্জামান।
ঢাকা/অনিক/রফিক