সাভারের রানা প্লাজায় ঘটে যাওয়া হত্যাকাণ্ড স্মরণে ‘বটতলা’ শ্রমিকের অধিকার আদায়ের সপক্ষে আন্দোলনরত সাংস্কৃতিক সংগঠন, শিল্পী এবং সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সমাবেশ ‘কারখানা কেন বন্দিশিবির’ করেছে।  

গতকাল ৯ মে রায়ের বাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংস্কৃতিক সমাবেশে পথনাটক, প্রতিবাদী গান, কবিতা নিয়ে যুক্ত হয় বটতলার সুহৃদ শিল্পী সংগঠন ও বন্ধুরা। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এ আয়োজন। 

সামিনা লুৎফা নিত্রার লেখা ‘জতুগৃহ’ নাটকটির নির্দেশনা দিয়েছেন আলী হায়দার। এতে অভিনয় করেন ইমরান খান মুন্না, সামিনা লুৎফা, শারমীন ইতি, ইভান রিয়াজ, আশরাফুল অশ্রুসহ অনেকেই। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বটতলার শিল্পীরা। প্রতিবাদী গান পরিবেশন করেন রিশাদুর রহমান রিশাদ, লায়েকী বশীর, লোচন পলাশ, শারমীন ইতি, তাহি, রেওয়াজ। শেষ পর্বে ছিল ‘সমগীত’ এর পরিবেশনা।  

আয়োজকরা বলেন, ২৪ এপ্রিল ২০১৩ ধসে পড়ে রানা প্লাজা, সহস্র প্রাণ নিমেষেই লাশের স্তূপ! বেঁচে ফিরেছেন যারা, সেই বিভীষিকার স্মৃতি আজও তাড়া করে ফেরে। এই বৃত্তান্ত কি শুধুই রানা প্লাজার? এর আগে পরে এমন ঘটনাই ঘটেছে নানান কারখানায়। বন্দিশিবিরের মতো কারখানাঘরে বারবার বলি হয়েছে শ্রমিকের জীবন। 
শিল্পচর্চার মধ্য দিয়ে রানা প্লাজা, তাজরীন গার্মেন্টস, তুবা কিংবা যে কোনো কারখানায় ঘটে যাওয়া এসব কাঠামোগত হত্যাকাণ্ড সম্পর্কে সচেতনতা তৈরি, এসব হত্যাকাণ্ডকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত রুখে দিতে বটতলা সোচ্চার। এ লক্ষ্যেই হচ্ছে নানা সাংস্কৃতিক আয়োজন।   
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সম ব শ বটতল

এছাড়াও পড়ুন:

অতিরিক্ত মোটা হওয়ায় যাত্রীকে তুলতে অস্বীকৃতি উবার চালকের

চিকিৎসকের কাছে যাওয়ার জন্য সম্প্রতি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের একটি গাড়ি ডেকেছিলেন মাইকেল। গাড়িটি আসার পর দরজা খুলে ভেতরে ঢুকতে যেতেই বাধল বিপত্তি। ‘অতিরিক্ত মোটা’ হওয়ায় চালক তাঁকে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানান। যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গেমিং প্ল্যাটফর্ম টুইচের জনপ্রিয় স্ট্রিমার মাইকেল। ওই প্ল্যাটফর্মে তাঁর ৬০ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তিনি তাঁর কল অব ডিউটি গেমপ্লের জন্য পরিচিত।

মাইকেল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওর শিরোনামে তিনি লিখেছেন, ‘আমি মজা করছি না। আমার উবার চালক বলেছেন, আমি নাকি অনেক বেশি মোটা। তাই তাঁর গাড়িতে আমাকে নেওয়া সম্ভব নয়। এমনকি তিনি আমার দিকে বন্দুক তাক করার হুমকিও দিয়েছেন।’ মাইকেলের ওই ভিডিও পাঁচ কোটিবারের বেশি দেখা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মাইকেল উবারের গাড়িচালককে বলছেন, ‘আপনি এইমাত্র বললেন, আমি নাকি অনেক বেশি মোটা। আমি কিন্তু আপনার ভিডিও করছি।’ উত্তরে উবার চালক নারী বলেন, ‘এটা যুক্তি আর বাস্তবতার ব্যাপার। আর আমি এটা বলার অধিকার রাখি।’ কিন্তু বাক্যটি শেষ করার আগেই মাইকেল তাঁকে থামিয়ে দিয়ে বলেন, ‘না, আপনি এটা বলতে পারেন না।’ তখন ওই নারী হাত উঁচিয়ে বলেন, ‘হ্যাঁ, আমি পারি। এটা আমার গাড়ি। আপনি এখান থেকে চলে যান।’

বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ওই উবার চালক বলেন, ‘আপনি কি চান, আমি আমার বন্দুকটা বের করি?’ এ কথা শোনার সঙ্গে সঙ্গে মাইকেল গাড়ির দরজা বন্ধ করে সেখান থেকে চলে যান। এক্সে দেওয়া অন্য একটি পোস্টে মাইকেল বলেন, এ ঘটনার কারণে তিনি সেদিন চিকিৎসকের কাছে যেতে পারেননি।

উবারের নীতি অনুযায়ী, চালকেরা বৈধ কারণ ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানাতে পারবেন না। ওজন, লিঙ্গ, বর্ণ কিংবা ধর্মের ভিত্তিতে কোনো যাত্রীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা সম্পূর্ণ নিষেধ।

এই ঘটনা ভাইরাল হওয়ার পর উবার চালকের আচরণের তীব্র সমালোচনা করেছেন অনেকে।

সম্পর্কিত নিবন্ধ