লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর গুলশানের বাসা থেকে বের হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাত ৯টার দিকে তিনি নিজ বাসভবন ফিরোজা থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ছোট ভাই শামীম ইস্কান্দারের গুলশান-২ নম্বর এলাকার বাসায় আয়োজিত একটি পারিবারিক অনুষ্ঠানে শনিবার রাতে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন পর তিনি পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নীল রঙের একটি গাড়িতে করে খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন। গাড়িতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানসহ পরিবারের আরও কয়েকজন সদস্যকে দেখা যায়।
লন্ডন থেকে গত ৬ মে ঢাকায় ফেরেন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে তিনি সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যান।

বিএনপি নেতারা জানান, দেশে ফেরার পর থেকে বিশ্রামে আছেন খালেদা জিয়া। নিয়মিত তাঁর স্বাস্থ্যের ফলোআপ করছেন চিকিৎসকরা। গত মঙ্গল ও বুধবার রাতে চিকিৎসকরা গুলশানের বাসায় গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। আগের চেয়ে অনেকটা সুস্থবোধ করায় ছোট ভাইয়ের পারিবারিক বাসায় অনুষ্ঠানে অংশ নেন তিনি।

এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি বাংলাদেশ থেকে রওনা হয়ে পরদিন যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৫ জানুয়ারি থেকে খালেদা জিয়া বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ অন ষ ঠ ন ব এনপ

এছাড়াও পড়ুন:

যমুনা অভিমুখী বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিল, পুলিশের বাধায় ছত্রভঙ্গ

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যমুনা অভিমুখী মিছিলটি পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে গেছে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, কাঁদানের গ্যাসের শেল ও জলকামান থেকে পানি ছোড়ে।

আজ সোমবার বিকেল চারটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেন শিক্ষকেরা। মিছিলটি হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। সেখানে শিক্ষকেরা পুলিশের ব্যারিকেড সরানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ওপর সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং জলকামানের পানি ছিটিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে। একপর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটেন।

তবে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের নেতা আব্দুর রহিম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, হাইকোর্টের সামনে পুলিশ তাঁদের বাধা দেয় এবং লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে ১০-১২ জন শিক্ষক আহত হন।

বিকেল চারটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেন শিক্ষকেরা

সম্পর্কিত নিবন্ধ

  • যমুনা অভিমুখী বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিল, পুলিশের বাধায় ছত্রভঙ্গ