গুলশানে পারিবারিক অনুষ্ঠানে অংশ নিলেন খালেদা জিয়া
Published: 10th, May 2025 GMT
লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর গুলশানের বাসা থেকে বের হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাত ৯টার দিকে তিনি নিজ বাসভবন ফিরোজা থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ছোট ভাই শামীম ইস্কান্দারের গুলশান-২ নম্বর এলাকার বাসায় আয়োজিত একটি পারিবারিক অনুষ্ঠানে শনিবার রাতে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন পর তিনি পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীল রঙের একটি গাড়িতে করে খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন। গাড়িতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানসহ পরিবারের আরও কয়েকজন সদস্যকে দেখা যায়।
লন্ডন থেকে গত ৬ মে ঢাকায় ফেরেন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে তিনি সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যান।
বিএনপি নেতারা জানান, দেশে ফেরার পর থেকে বিশ্রামে আছেন খালেদা জিয়া। নিয়মিত তাঁর স্বাস্থ্যের ফলোআপ করছেন চিকিৎসকরা। গত মঙ্গল ও বুধবার রাতে চিকিৎসকরা গুলশানের বাসায় গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। আগের চেয়ে অনেকটা সুস্থবোধ করায় ছোট ভাইয়ের পারিবারিক বাসায় অনুষ্ঠানে অংশ নেন তিনি।
এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি বাংলাদেশ থেকে রওনা হয়ে পরদিন যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৫ জানুয়ারি থেকে খালেদা জিয়া বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ অন ষ ঠ ন ব এনপ
এছাড়াও পড়ুন:
অসুস্থ যুবদল নেতা শহিদুলকে দেখতে তার বাসভবনে ছুটে গেলেন সজল ও সাহেদ
\নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য অসুস্থ মোহাম্মদ শহিদুল ইসলামকে দেখতে তার বাসভবনে ছুটে গেলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদসহ যুবদলের নেতৃবৃন্দ।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বার ওয়ার্ডের মিজমিজি বাতেন পাড়াস্থ অসুস্থ যুবদল নেতা শহিদুল ইসলামের বাসভবনে যান মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ। এসময়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার ও শারীরিক সুস্থতার জন্য দোয়া করেন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক বন ও পরিবেশ সম্পাদক মো. ওসমান গনি, নাসিক ৭ নং ওয়ার্ড যুবদল নেতা মো. সোহেল, ১নং ওয়ার্ড যুবদল নেতা সাইফুল ইসলাম ভুট্টু, ৭নং ওয়ার্ড যুবদল নেতা মো. রুবেল, ১নং ওয়ার্ড যুবদল নেতা মো. জাহিদ, ১নং ওয়ার্ড যুবদল নেতা মো. রুবেল, নাসিক ১নং ওয়ার্ড যুবদল নেতা মো. হাসান, মো. সাগর হোসেনসহ যুবদলের নেতৃবৃন্দ।##