গুলশানে পারিবারিক অনুষ্ঠানে অংশ নিলেন খালেদা জিয়া
Published: 10th, May 2025 GMT
লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর গুলশানের বাসা থেকে বের হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাত ৯টার দিকে তিনি নিজ বাসভবন ফিরোজা থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ছোট ভাই শামীম ইস্কান্দারের গুলশান-২ নম্বর এলাকার বাসায় আয়োজিত একটি পারিবারিক অনুষ্ঠানে শনিবার রাতে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন পর তিনি পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীল রঙের একটি গাড়িতে করে খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন। গাড়িতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানসহ পরিবারের আরও কয়েকজন সদস্যকে দেখা যায়।
লন্ডন থেকে গত ৬ মে ঢাকায় ফেরেন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে তিনি সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যান।
বিএনপি নেতারা জানান, দেশে ফেরার পর থেকে বিশ্রামে আছেন খালেদা জিয়া। নিয়মিত তাঁর স্বাস্থ্যের ফলোআপ করছেন চিকিৎসকরা। গত মঙ্গল ও বুধবার রাতে চিকিৎসকরা গুলশানের বাসায় গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। আগের চেয়ে অনেকটা সুস্থবোধ করায় ছোট ভাইয়ের পারিবারিক বাসায় অনুষ্ঠানে অংশ নেন তিনি।
এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি বাংলাদেশ থেকে রওনা হয়ে পরদিন যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৫ জানুয়ারি থেকে খালেদা জিয়া বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ অন ষ ঠ ন ব এনপ
এছাড়াও পড়ুন:
আন্দোলন মঞ্চে ছাত্র-জনতা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলন মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন।
শুক্রবার (৯ মে) দুপুর ১২টার দিকে মিন্টো রোডে পানির ফোয়ারার সামনে প্রস্তুত করা মঞ্চের সামনে যান আন্দোলনকারীরা।
জুমার নামাজের পর এ মঞ্চে এনসিপিসহ সমমনা রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণে সমাবেশ করার কথা রয়েছে।
গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে শুরু হওয়া কর্মসূচি শুক্রবার (৯ মে) দুপুর পর্যন্ত অব্যাহত আছে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সরকারি ঘোষণা আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা নাহিদ ইসলাম। এর পর সেখানে লোকজন জড়ো হতে শুরু করে। তারা সারা রাত সেখানে ছিলেন। শুক্রবার ভোর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতা যমুনার সামনে আসেন। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয় ওই এলাকা।
এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য আসেনি।
ঢাকা/রায়হান/রফিক