লায়ন্স জেলা গভর্নর নির্বাচিত শংকর, রুনু ও রানা
Published: 11th, May 2025 GMT
লায়ন্স জেলা ৩১৫এ২ বাংলাদেশের গভর্নও নির্বাচিত হয়েছে লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ গ্রেটারের প্রাক্তন সভাপতি লায়ন শংকর রায় মনা।
শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত লায়ন্স জেলা কনভেনশনে সারা বাংলাদেশের ১০৮টি ক্লাবের ডেলিগেটদের ভোটে শংকর রায় মনা গভর্নর নির্বাচিত হয়েছে।
এছাড়া আগামী ২০২৬-২৭ বর্ষের জন্য লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু প্রথম ভাইস জেলা গভর্নর এবং ২০২৭-২৮ বর্ষের জন্য লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ এর প্রাক্তন সভাপতি লায়ন এমরান ফারুক মঈন রানা দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হয়েছে। লায়ন রানা নারায়নগঞ্জ থেকে নির্বাচিত প্রাক্তন জেলা গভর্নর প্রয়াত লায়ন ফারুক মঈনের ছেলে।
এর আগে গত শুক্রবার বিকেলে ঢাকায় হোটেল সোনারগাওয়ে ৩০তম বার্ষিক কনভেনশন উদ্বোধন করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সাবেক পরিচালক লায়ন মোসলেম আলী খান, লায়ন্স কাউন্সিল পরিচালক লায়ন ফারহানা বকসি, আর্šÍজাতিক পরিচালক প্রার্থী লায়ন নাজমুল হক, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন রেজাউল হক ঝুনু প্রমুখ।
উল্লেখ্য, এর আগে নারায়নগঞ্জ থেকে লায়ন ফারুক মঈন,লায়ন রফিকউদ্দিন ভুইয়া,লায়ন এডবোকেট শওকত আলী, লায়ন আখতারুজ্জামান, .
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়নগঞ জ
এছাড়াও পড়ুন:
সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়কত্বের যাত্রা শুরু হচ্ছে মেহেদী হাসান মিরাজের। এমন এক সময়ে তিনি তা শুরু করছেন, যখন বাংলাদেশ দাঁড়িয়ে কঠিন এক বাস্তবতার সামনে। ওয়ানডেতে সর্বশেষ ৬ ম্যাচের একটিতেও জয় পায়নি। ২০০৬ সালের পর প্রথমবারের মতো এই সংস্করণে র্যাঙ্কিংয়ের দশে নেমে গেছে।
এই অবস্থায় বাংলাদেশ আছে একটা শঙ্কাতেও—২০২৭ সালের মার্চের ৩১ তারিখের মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা আটের ভেতর না থাকলে তাঁদের খেলতে হবে বাছাইপর্ব। র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল আর বাছাইপর্ব থেকে ৬টি মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া আগামী আসরে খেলবে মোট ১৪টি দল।
ওয়ানডে অধিনায়কত্ব শুরুর আগে মিরাজের আপাতত মনোযোগ সরাসরি বিশ্বকাপ খেলার দিকেই, ‘আমরা এখন যে স্টেজে আছি, আমাদের লক্ষ্য এটাই থাকবে, আমরা যেন সরাসরি বিশ্বকাপ খেলতে পারি। তার জন্য আমাদের অনেক ম্যাচ ও সিরিজ জিততে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। র্যাঙ্কিংটা খুব গুরুত্বপূর্ণ।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ