বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘কোনও উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা।’

‘(বাংলাদেশে) গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর (পলিটিক্যাল স্পেস) সঙ্কুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে’, জানান তিনি।

একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করেছে ভারত।

রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই।’

প্রসঙ্গত গত আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ভারত সে দেশে যত দ্রুত সম্ভব একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে। সূত্র: বিবিসি

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

গিলের সেঞ্চুরি, জয়সওয়ালের আক্ষেপ

এজবাস্টন টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে ভারত। ইংল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩১০ রান তুলেছে ভারত। সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক শুভমান গিল। সেই পথেই ছিলেন ইয়াসভি জয়সওয়াল। কিন্তু ১৩ রানের আক্ষেপে পুড়তে হয় তাকে।  

অধিনায়কত্ব পাওয়ার পর গিলের এটি দ্বিতীয় সেঞ্চুরি। জয়সওয়ালও প্রথম টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন। টানা দুই সেঞ্চুরির সুযোগ ছিল তারও। কিন্তু দারুণ ইনিংস খেলার পর একরাশ হতাশা নিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। ১০৭ বলে ১৩ চারে ৮৭ রানের ইনিংসটি খেলেন বাঁহাতি ওপেনার।  

গিল ১১৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ২১৬ বলে ১২ চারে সাজিয়েছেন এই ইনিংস। তার সঙ্গে ৪১ রানে অপরাজিত আছেন রবীন্দ্রর জাদেজা। ৬৭ বলে ৫ চার হাঁকিয়েছেন তিনি। দুজনের ষষ্ঠ উইকেট জুটিতে এসেছে ৯৯ রান। 

আরো পড়ুন:

টস হেরে ব্যাটিংয়ে ভারত, একাদশে তিন পরিবর্তন

চার বছর পর ইংল্যান্ড টেস্ট দলে আর্চার

প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়া লোকেশ রাহুল এদিন জ্বলে উঠতে পারেননি। ২৬ বলে ২ রান করে ওকসের বলে বোল্ড হন। তিনে নামা করুণ নায়ার ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ৫০ বলে ৩১ রান করে আটকে যান কার্সের বলে স্লিপে ব্রুকের হাতে ক্যাচ দিয়ে। 

এরপর জয়সওয়াল ও গিলের লড়াই শুরু হয়। অনায়েস ব্যাটিংয়ে দুজন এগিয়ে যান। ৬৬ রান যোগ করেন। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর জয়সওয়াল পথ ভোলেন। স্টোকসের বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। নীতিশ কুমার রেড্ডি ফেরেন দ্রুত। ৬ বলে ১ রান করে ওকসের বলে বোল্ড হন। 

পরের গল্পটা শুধুই ভারতের। জাদেজা ও গিল ইংল্যান্ডের বোলারদের হতাশ করে পুরো বিকেল নিজেদের করে নেন।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • গিলের সেঞ্চুরি, জয়সওয়ালের আক্ষেপ