ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বাধা প্রদান করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ৯নং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপর যে বর্বরোচিত হামলা করা হয়েছে হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও শাস্তি দিতে হবে।

অন্যথায় উদ্ভুত পরিস্থিতির দায় প্রশাসনকে নিতে হবে। বিশেষ করে রামারবাগ এলাকার জান্নাত, রবিন, সোহেল, সানি, ইমন, রাজু ও হৃদয় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দিতে হবে।

মঙ্গলবার বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড সভাপতি মাসুদুর রহমানের সভাতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সভাপতি যথাক্রমে মাও.

দ্বীন ইসলাম ও মুফতি মাসুম বিল্লাহ, জেল সহ-সভাপতি মাও. শফিকুল ইসলাম, সেক্রেটারি জাহাঙ্গীর কবির, শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহা. ওমর ফারুক।

তিনি আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকসেবীদের দ্রুত সময়ে গ্রেফতার না করা হলে কঠোর হস্তে দমন করা হবে। এদের বিরুদ্ধে এলাকবাসীকে ঐকবদ্ধ থাকার আহবান জানান।

পরিশেষে, লালখাঁ, রামারবাগ এলাকায় বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে কুতুবাইল মসজিদের সামনে এসে মুনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ ইসল ম

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ব্যাটারী চালিত অটোরিকশা চালকদের হামলা, আহত ১০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভবনে হামলা চালিয়েছেন ব্যাটারী চালিত অটোরিকশা চালকেরা। এ ঘটনায় সিটি কর্পোরেশনের স্টাফসহ অন্তত দশজন আহত হয়েছেন। এসময় প্রায় দেড় ঘন্টা নগরভবন অবরুদ্ধ করে রাখেন হামলাকারীরা। সোমবার (১২ মে) দুপুরে নগর ভবনে এই হামলার ঘটনা ঘটে।

এ সময় দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনের ভেতরে ঢুকে ব্যাপক হামলা ও ভাংচুর চালায়৷ সিটি করপোরেশনের স্টাফরা হামলাকারীদের বাধা দিতে আসলে তাদের উপরো হামলা চালায় তারা। এসময় তাদের পিটিয়ে, কুপিয়ে আহত করেন অটোচালকরা।

হামলায় গুরুতর আহতরা হলেন- সিটি করপোরেশনের সুপারভাইজার সম্রাট ইসলাম, যানজট নিরসন কর্মী শাওন, লিটন, পলাশ।

এর আগে গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জের অংশ হিসেবে ও শহরে যানজট নিরসনে মূল শহরে অটোরিকশা চলাচলে বিধি নিষেধ আরোপ করে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। শহরের প্রবেশ পথগুলোতে অনুমোদন হীন অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এদিকে বিগত কয়েকমাস যাবৎ শহরে অবাধ প্রবেশাধিকার চেয়ে আন্দোলন করছিল অটোরিকশা চালকেরা। এর আগে চাষাঢ়ায় সড়ক অবরোধ ও নগরভবন ঘেরাওয়ের মত কর্মসূচি পলন করেছে অটোরিকশা চালকেরা। সোমবার দুপুরে এর জেরেই অটোচালকেরা নগর ভবনের সামনে আন্দোলন শুরু করেন। আন্দোলনের এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনে হামলা চালায় তারা।

হামলায় আহত ছাত্ররা জানান, তারা বিভিন্ন দাবিতে মানববন্ধন করছিল এবং সিটি কর্পোরেশনের কর্মীরা তাদের সহযোগিতা করছিলেন। কিন্তু হঠাৎ করেই অটোরিক্সা চালকরা তাদের উপর চড়াও হয় এবং এলোপাথাড়ি মারধর শুরু করে।

তারা আরো জানায়, হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা জানান, এর আগেও বিভিন্ন সময় বিরুদ্ধে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে অটোচালকদের বিরুদ্ধে। আজকের এই ন্যক্কারজনক হামলার ঘটনায় সাধারণ মানুষ ও সিটি কর্পোরেশনের স্টাফদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসেন বলেন, বিনা উস্কানিতে এই হামলা চালানো হয়েছে। আমাদের কর্মকর্তা-কর্মচারী এবং যানজট নিরসনে নিয়োজিত ছাত্র প্রতিনিধিদের উপর তারা আক্রমণ করেছে ইজিবাইক চালকরা। 

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে অনুমোদনহীন অটোরিক্সা বন্ধে সিটি করপোরেশন লাইসেন্স চালু করে। এর মাধ্যমে অটোচালকদের যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে যাচ্ছে নাসিক। তবে নিবন্ধনবিহীন অটোচালকরা পূর্বের ন্যায় নিবন্ধন ছাড়াই শহরে চলাচলের দাবি জানিয়ে আসছে। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • পাসপোর্ট অফিস ও খানপুর হাসপাতালে দালালমুক্ত অভিযান, ২ জনকে দণ্ড
  • নগর ভবনে সশস্ত্র হামলায় মহানগর জামায়াতের প্রতিবাদ
  • আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে গাড়িবহরে হামলার ঘটনায় ২৫২ জনের বিরুদ্ধে মামলা
  • আইভী গ্রেপ্তার ইস্যু: ২৫২ জনের বিরুদ্ধে মামলা (তালিকা)
  • কদম রসুল সেতু আশীর্বাদ না অভিশাপ হবে 
  •  সোনারগাঁয়ের আওয়ামী লীগ নেতা ইঞ্জি. মাসুম বিমানবন্দরে গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে ডিভিশন প্রদানের আদেশ
  • রূপগঞ্জে বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
  • নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ব্যাটারী চালিত অটোরিকশা চালকদের হামলা, আহত ১০