রাজধানীর বংশাল থানায় করা হত্যা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে আবার দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট বেলাল আজ বুধবার এ আদেশ দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

এ ছাড়া পৃথক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক ও সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ অন্যদের সকাল আটটার দিকে কারাগার থেকে আদালতের হাজতখানায় হাজির করা হয়। পরে তাঁদের সকাল ১০টার পর ঢাকার আদালতে হাজির করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আত্মগোপনে চলে গেছেন। আবার গ্রেপ্তার হয়েছেন সাবেক মন্ত্রী, আমলা, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে ছাত্র-জনতা নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তাঁর সরকারের বিভিন্ন মন্ত্রী ও দলের নেতাদের আসামি করা হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব ক মন ত র

এছাড়াও পড়ুন:

সবার নজর টম ক্রুজের হাত ঘড়িতে 

‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ ছবির ফটোকলে অংশ নিয়ে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চ মাতালেন ৬২ বছর বয়সী অভিনেতা টম ক্রুজ। ছবিটি প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হলেও, তারকা অভিনেতার আগমন যেন ছিল এক আলাদা আকর্ষণ।

উৎসবের টমক্রুজ পরেছিলেন বেগুনি রঙের স্টাইলিশ পোশাক—প্যান্ট ও পলো-পুলওভারের একটি সমন্বয়, যা তাকে আরও তরুণ দেখাচ্ছিল। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তাঁর হাতে থাকা বিলাসবহুল রোলেক্সের ঘড়িটি।

ঘড়িটি ছিল ৪০ মিমি মাপের, ‘প্রেসিডেন্ট’ ব্রেসলেট যুক্ত, যার ডায়াল সাদা মুক্তার তৈরি এবং হীরার সূচক বসানো। ঘড়িটির ধাতব কাঠামো (প্লাটিনাম, গ্রে গোল্ড, না হোয়াইট গোল্ড)।

প্রসঙ্গত, রোলেক্স ডে ডেট মডেলটি প্রথম বাজারে আসে ১৯৫৬ সালে । এই অনন্য ঘড়ি এবং ব্যক্তিত্বের সমন্বয়ে টম ক্রুজ প্রমাণ করলেন—স্টাইল ও রুচির দিক থেকেও তিনি এখনো শীর্ষ তারকাদের একজন।

১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। আসর চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব, যেখানে বিশ্বের খ্যাতিমান অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটবেন।

এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।

সম্পর্কিত নিবন্ধ