নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একটি বিলে মাছ ধরার নৌকা থেকে দুই জেলের ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মাঘান ইউনিয়নের পেরির চর গ্রামের পেরির বিল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবারের ধারণা, গতকাল শুক্রবার রাত বা আজ ভোরে বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন পেরির চর গ্রামের পাপ্পু মিয়া (২৮) ও তানজিদ মিয়া (২০)। তাঁরা উভয়ই বিভিন্ন নদ-নদী খাল-বিল থেকে মাছ ধরে বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় কয়েক বাসিন্দা জানান, গতকাল বিকেল চারটার দিকে পেরির বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান পাপ্পু ও তানজিদ। কিন্তু রাতে তাঁরা বাড়ি ফেরেননি। পরিবারের লোকজনের ধারণা, হয়তো দূরে কোথাও মাছ ধরতে গিয়েছেন তাঁরা। কিন্তু আজ সকালেও তাঁদের খবর না পেয়ে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল নয়টার দিকে পেরির বিলে ভাসমান নৌকায় ঝলসানো অবস্থায় তাঁদের মরদেহ খুঁজে পাওয়া যায়। পরে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, ওই দুই ব্যক্তি গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর ছয়টার মধ্যে যেকোনো সময় বজ্রপাতে মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ বলেন, দুই জেলের দাফন-কাফনের জন্য সংশ্লিষ্ট পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মরদ হ

এছাড়াও পড়ুন:

ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ডাকছে এই ব্রাজিলিয়ানকে

১৯৯৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সেবার ঘানাকে হারিয়ে ছোটদের এই বিশ্বকাপ প্রথম জিতেছিল ব্রাজিল। কার্লোস সিজার রামোসের সেই দলে ছিলেন রোনালদিনিও, জিওভান্নি, ফাবিও সান্তোস, ফাবিও পিন্তোরা। শুধু রোনালদিনিও-ই এই দল থেকে পরে বড় মাপের তারকা হয়েছেন। অন্যরা সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি—কথাটি ঠিক আবার ভুলও!

আরও পড়ুনইন্টারের বিদায়ের পর মার্তিনেজের কড়া বার্তা, লড়তে না চাইলে চলে যাও১৯ ঘণ্টা আগে

ব্রাজিলের সেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপজয়ী দলের একজন এখনো খেলে যাচ্ছেন। বয়স তাঁকে ৪৪ বছরে নিয়ে এসে দাঁড় করালেও গ্লাভসজোড়া তুলে রাখার যেন কোনো ইচ্ছাই তাঁর নেই। বরং তারকা না হয়েও এ বয়সে তাঁর ম্যাচ খেলার পরিসংখ্যান দেখলে কুঁড়ি-পঁচিশের ফুটবলাররাও চমকে যেতে পারেন। ২০২২ সাল থেকে ফ্লুমিনেন্সের হয়ে এ পর্যন্ত ২২২ ম্যাচ তিনি খেলেছেন! আগের তিনটি মৌসুমের একেকটিতে ৬০টির বেশি ম্যাচ খেলেছেন। এ মৌসুমে সংখ্যাটা একটু কমে এখন পর্যন্ত ৩৫।

নাম তাঁর ফাবিও দেভিসন লোপেজ মাসিয়েল। ব্রাজিলিয়ান লিগ কিংবা ক্লাব বিশ্বকাপে চোখ রাখলে শুধু ‘ফাবিও’ নামে তাঁকে চিনতে পারেন। যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ফাবিও। যদিও ফ্লুমিনেন্স–সমর্থকেরা তাঁর এ পরিচয়ে আপত্তি তুলতে পারেন। ফাবিও ব্রাজিলিয়ান ক্লাবটির গোলকিপার, সেটাও যেনতেন গোলকিপার নন; এই তো মাত্র পাঁচ দিন আগে গ্রুপ পর্বে পাচুকার বিপক্ষে ২-০ গোলের জয়ে দারুণ এক রেকর্ড গড়েন ফাবিও। ইতালিয়ান কিংবদন্তি জিয়ানলুইজি বুফনকে পেছনে ফেলে ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে (৫০৭) ক্লিনশিট রাখার রেকর্ড গড়েন।

৪৪ বছর বয়সেও পোস্টের নিচের নিয়মিত দেখা যায় ফাবিওকে

সম্পর্কিত নিবন্ধ