ভাসমান নৌকায় দুই জেলের ঝলসানো মরদেহ, বজ্রপাতে মৃত্যু বলে ধারণা
Published: 17th, May 2025 GMT
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একটি বিলে মাছ ধরার নৌকা থেকে দুই জেলের ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মাঘান ইউনিয়নের পেরির চর গ্রামের পেরির বিল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবারের ধারণা, গতকাল শুক্রবার রাত বা আজ ভোরে বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন পেরির চর গ্রামের পাপ্পু মিয়া (২৮) ও তানজিদ মিয়া (২০)। তাঁরা উভয়ই বিভিন্ন নদ-নদী খাল-বিল থেকে মাছ ধরে বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয় কয়েক বাসিন্দা জানান, গতকাল বিকেল চারটার দিকে পেরির বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান পাপ্পু ও তানজিদ। কিন্তু রাতে তাঁরা বাড়ি ফেরেননি। পরিবারের লোকজনের ধারণা, হয়তো দূরে কোথাও মাছ ধরতে গিয়েছেন তাঁরা। কিন্তু আজ সকালেও তাঁদের খবর না পেয়ে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল নয়টার দিকে পেরির বিলে ভাসমান নৌকায় ঝলসানো অবস্থায় তাঁদের মরদেহ খুঁজে পাওয়া যায়। পরে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, ওই দুই ব্যক্তি গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর ছয়টার মধ্যে যেকোনো সময় বজ্রপাতে মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ বলেন, দুই জেলের দাফন-কাফনের জন্য সংশ্লিষ্ট পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার আর্থিক সহযোগিতা দেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫