আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তারকা অভিনেতা শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। এই সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর। এবার সিনেমার শুটিংয়ের জন্য গত শুক্রবার সকালে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশ দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় গেছেন এই অভিনেতা। 

সেখানে ‘তাণ্ডব’ সিনেমার গান ও একেবারে শেষের কিছু অ্যাকশন দৃশ্যে অংশ নেবেন তিনি। জানা যায়, প্রায় এক সপ্তাহ শ্রীলঙ্কা থাকবেন শাকিব। তাঁর সঙ্গে থাকছেন সাবিলা নূরসহ ‘তাণ্ডব’ ছবির টেকনিক্যাল ক্রু ও অন্য সদস্যরা। গেল মাস থেকে টানা চলছে ‘তাণ্ডব’-এর শুটিং। ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে সিনেমার ৭০ ভাগ দৃশ্যধারণ শেষ হয়েছে। এর আগে শাকিবের জন্মদিনে তাণ্ডবের লুক প্রকাশ করা হয়েছিল। খোঁজ নিয়ে জানা যায়, দুই-তিন দিনের মধ্যে সিনেমাটির অফিশিয়াল টিজার প্রকাশ হবে। এরপরই শুরু হবে সিনেমার প্রচার-প্রচারণা। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র এমনটিই জানিয়েছে। 

‘তাণ্ডব’ পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনা করছেন শাহরিরায় শাকিল। শাকিব-সাবিলা ছাড়াও ছবিতে আরও আছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ অনেকে।
প্রসঙ্গত, গেল ঈদে শাকিব অভিনীত ‘বরবাদ’ মুক্তি পায়। মেহেদী হাসান হৃদয়ের এ সিনেমাটি মুক্তির দেড় মাস পেরিয়ে গেলেও সিনেপ্লেক্সগুলোতে চলতি সপ্তাহেও চলছে। দেশের বাইরেও প্রশংসা কুড়ায় এ সিনেমাটি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বগুড়ায় চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা, আহত ব্যবসায়ীর মৃত্যু

মামলা তুলে না নেওয়ায় এবং দাবিকৃত চাঁদা না পেয়ে বগুড়ার শাজাহানপুরে আল-আমিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে হাতুড়িপেটা করা হলে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা গেছেন। শনিবার (২ আগস্ট) রাত ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত ২৮ জুলাই তার উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। 

নিহত আল-আমিন শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের আফসার আলীর ছেলে। তিনি বগুড়া সদরে নিউ মার্কেটে প্রসাধনীর ব্যবসা করতেন।

নিহতের স্বজনেরা জানান, দেড় বছর ধরে প্রতিবেশী নূরুল ইসলাম, আবু হোসেন ও ফজলুল হক আল-আমিনের এক একর কৃষিজমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এর মধ্যে দুই দফা হামলার শিকার হন তিনি এবং তার পরিবার। প্রতিবারই থানায় মামলা করেন আল-আমিন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা সম্প্রতি মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয় এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় আল-আমিনের ওপর হামলা চালানো হয়। হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় তাকে। এ সময় তার বাবা আফসার আলীও আহত হন। এবং তার কাছ থেকে সোয়া এক লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। ঘটনার পর নিহতের পরিবার ৩০ জুলাই শাজাহানপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। 

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ  শফিকুল ইসলাম বলেন, ‘‘অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্ত শেষে আজ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
 

ঢাকা/এনাম//

সম্পর্কিত নিবন্ধ