জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলাকারী ও হত্যা মামলার তিন আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান সনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয় বলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন, কুষ্টিয়া শহর নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবু ওরফে মাছ বাবু (৫৫), সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওমর ফারুক (৪৭) এবং কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪৬)। তারা সকলে জুলাই আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, পুলিশের একাধিক টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৫ আগস্টের হত্যা মামলা রয়েছে।
 

আরো পড়ুন:

হত্যার তিন বছর পর রহস্য উদঘাটন

ছেলেকে পুলিশে দিয়ে ফেসবুকে পোস্ট দিলেন বিএনপি নেতা

ঢাকা/কাঞ্চন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে মসজিদে দুই দফা চুরি

সোনারগাঁ উপজেলার পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের চৌদানা বাইতুর রহমান জামে মসজিদে দুই দফা চুরির ঘটনা ঘটেছে। 

রবিবার সকালে মসজিদের অভ্যন্তরে থাকা আইপিএস এর ব্যাটারী চুরি করে নিয়ে যায় চোরেরা। এর আগে গত বুধবার মসজিদের অস্থায়ী স্টোর রুমের টিনের বেড়া ভেঙ্গে মসজিদের নির্মাণ কাজে ব্যবহৃত মূল্যবান যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে। পর পর দুই দফা চুরির ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মসজিদের ইমাম মো. তাজুল ইসলাম জানান, তিনি সকালে মক্তবের শিশুদের পড়ানোর পর মসজিদ বন্ধ করে দেন। ঘন্টা খানেক পর এসে তিনি দেখতে পান মসজিদের এক পাশের দরজা খোলা। ভেতরে আইপিএস এর ব্যাটারী নেই।

মসজিদের কোষাধ্যক্ষ মো. রাজু মিয়া জানান, কিছুদিন আগে এলাকায় এক দল চোর দানা দেয়। তখন মসজিদের মাইকে চোর আসার খবর ঘোষণা দেয়া হয়। হয়তো ওই চোরেরাই বারবার মসজিদে চুরির ঘটনা ঘটাচ্ছে।
তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

সম্পর্কিত নিবন্ধ