রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি বাছাই ক্যাম্পে ৫ শতাধিক ওষুধ বিতরণ হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ চশমা ও করা হয়েছে। সোমবার (১৯ মে) দিনব্যাপী উপজেলার মোগরাকুল মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায়  এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।

তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের আয়োজনে চক্ষু সেবা কার্যক্রমে  সার্বিক সহযোগিতা করে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল।

চক্ষু সেবা কার্যক্রমে হতদারিদ্র  রোগীদের চোখের ছানি পরীক্ষা, চশমা বিতরণ, ওষুধ সরবরাহ, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরামর্শ প্রদান এবং অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থাপনার পাশাপাশি হাসপাতালে যাতায়াতের ব্যবস্থাও করা হয়। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউটের মেডিকেল টিমের সদস্য ডা.

খালেদ ইরফান রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। 

তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি খন্দকার আল-আমীন এর সভাপতিত্বে মহতি এ সেবা কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব  লায়ন মো: মোজাম্মেল হক ভুইয়া, মশিউর রহমান ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান বাবুল, এডভোকেট ইসরাফিল হোসাইন প্রমুখ।

আয়োজকরা জানান, “বর্তমান বাজার পরিস্থিতিতে দরিদ্র মানুষের পক্ষে সাধারণ চিকিৎসা গ্রহণ করাও কষ্টসাধ্য হয়ে উঠেছে। এর মধ্যে চোখের সমস্যায় যারা ভুগছেন, তারা অনেক সময় আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করাতে পারেন না। এই বাস্তবতাকে সামনে রেখে আমরা বিনামূল্যে এই সেবা কার্যক্রম শুরু করেছি।

তারা আরও জানান, এ কার্যক্রমের আওতায় ইতোমধ্যে কয়েকজনকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। ইসলামিক পাঠাগারের উদ্যোগে আজ আমরা দ্বিতীয়বারের মতো সেবা কার্যক্রম পরিচালিত করছি। পর্যায়ক্রমে রূপগঞ্জের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকায় এ চক্ষু সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ ইসল ম

এছাড়াও পড়ুন:

শ্রীলঙ্কায় ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু 

শ্রীলঙ্কার বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে গেল ওয়ালটন। 

দেশটিতে সহস্রাধিক সেলস আউটলেটে ওয়ালটন পণ্য বিক্রি হবে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান। সম্প্রতি কলম্বোর সিনামন লাইফ হোটেলে আয়োজিত ‘গ্র্যান্ড লঞ্চিং অব ওয়ালটন ব্র্যান্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে শ্রীলঙ্কার বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে ওয়ালটনের। 

শ্রীলঙ্কার খ্যাতনামা প্রতিষ্ঠান এবং ওয়ালটনের ব্যবসায়িক অংশীদার ‘মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড’ কর্তৃক আয়োজিত ওই গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র এমডি এস এম মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন মনিক ট্রেডিংয়ের এমডি ড. ওয়াসালা মাদুওয়ান্থা আরিয়াপালা, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মো. জান্নাতুল হাবিব, শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক থিসারা পেরেরা এবং ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি। অনুষ্ঠানে আরও অংশ নেন শ্রীলঙ্কার চার শতাধিক পরিবেশক ব্যবসায়ী। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ