Risingbd:
2025-11-03@03:08:46 GMT

ধর্ষণ মামলায় কারাগারে নোবেল

Published: 20th, May 2025 GMT

ধর্ষণ মামলায় কারাগারে নোবেল

ধর্ষণ মামলায় গ্রেপ্তার ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার ইন্সপেক্টর মুরাদ হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

নোবেলের পক্ষে তার আইনজীবী জসিম উদ্দিন জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, “মামলার ঘটনা গত বছরের ১২ নভেম্বর। আর বাদি আসামির স্ত্রী। গতকাল (১৯ মে) রাত পর্যন্ত তারা একই বাসায় ছিলেন। ভুল বোঝাবুঝিতে মামলা করেছেন। ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগ নাই। লিগ্যালি তার ওয়াইফ, চার মাসের প্রেগন্যান্ট। নোবেল তার সাথে সংসার করতে চান। আমরা আপোস করে নিব।”

এসময় বিচারক কাবিননামা আছে কি না, জানতে চান। তখন আসামি পক্ষের আইনজীবী বলেন, “তাড়াহুড়ার কারণে কাবিননামাটা আনা হয়নি।”

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। 

ভুক্তভোগীর মামলার সূত্র ধরে পাবলিক প্রসিকিউটর বলেন, “আমরা বিভিন্ন সময় দেখেছি সাংসারিক, ব্যক্তিজীবন নিয়ে ভালো অবস্থায় নেই আসামি। বাদী দাবি করেছেন, ইডেন কলেজে তিনি অধ্যয়নরত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয়। পরে ফোনে কথাবার্তা হয়। গত বছরের ১২ নভেম্বর তাদের দেখা হয়।”

“আসামি বাদীকে তার ডেমরার স্টুডিওতে নিয়ে যান। সেখানে তাকে আটকে রাখেন। ২-৩ জনের সহায়তায় তাকে ধর্ষণ করেন, মারধর করেন,” যোগ করেন তিনি। 

এ সময় বিচারক জানতে চান, “ঘটনার ৫ মাস পর মামলা কেন? কারণ বাদী একজন ছাত্রী। মূল বক্তব্য হলো, বাদীকে আটকে রেখে ২-৩ জনের সহায়তায় তাকে ধর্ষণ করা হয়।”

এ বিষয়ে ডেমরা থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর ইলামনি বলেন, “ভিকটিমকে আটকে রাখেন তারা। কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হতো না। তাকে মারধর করা হতো। একটা ভিডিও দেখতে পায় তার পরিবার। তারা এসে তাকে উদ্ধার করে।”

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার (১৯ মে) নোবেলের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণী। 

মামলার অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী ইডেন কলেজের ছাত্রীর সঙ্গে নোবেলের পরিচয় হয়। তাদের মধ্যে প্রেম হয়। গত বছরের ১২ নভেম্বর গায়ক নোবেল তার স্টুডিও দেখানোর কথা বলে ভুক্তভোগীকে ডেমরা থানাধীন তার বাসায় নিয়ে যান। এরপর কয়েকজন আসামির সহায়তায় ওই ছাত্রীকে আটকে রাখেন তিনি। 

অভিযোগে বলা হয়, এরপর ১২ নভেম্বর রাত অনুমানিক ৮টার সময় ভুক্তভোগীকে আটকে তার মোবাইল নিয়ে নেন নোবেল ও তার সহযোগীরা। বাদী তার পরিবারের সঙ্গে কথা বলার জন্য আসামিকে মোবাইল ফোন ফেরত দেওয়ার জন্য বললে নোবেল ওই তরুণীর ২৬ হাজার টাকার রেডমি ১০ প্রো মোবাইল ফোনটি ভেঙে ফেলেন।

ভুক্তভোগীর তার অভিযোগে বলেছেন, এরপর আসামি নোবেল তাকে তার বসতঘরে আটক রেখে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে রাখেন। নোবেলের কথা মতো বাসায় না থাকলে তার মোবাইল ফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। তাই বাদী আসামির ভয়ে কাউকে কোনো কিছু বলার সাহস পাননি। 

অভিযোগ থেকে আরো জানা যায়, আসামি নোবেল নেশাগ্রস্ত অবস্থায় ২০২৪ সালের ১২ নভেম্বর থেকে ১৯ মে পর্যন্ত বাদীকে মারপিট করেন। আসামি তার সহযোগী অজ্ঞাতনামা আরো ২-৩ জনের সহায়তায় বাদীকে সিঁড়ি দিয়ে চুলের মুটি ধরে টানা-হেঁচড়া করে আরেকটি কক্ষে আটক নিয়ে রাখেন। ওই ঘটনার একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বাদীর পিতা-মাতা তাকে চিনতে পারেন। এরপর তার পরিবার পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করেন।

ঢাকা/এম/রাসেল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র পর ব

এছাড়াও পড়ুন:

প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’

বাংলা ওটিটির নিয়মিত দর্শকেরা ভালো করেই জানেন—যে গল্পে থাকেন শিহাব শাহীন, সেখানে থাকে প্রেম, আবেগ, আর বাস্তব জীবনের মৃদু জটিলতা। এবার সেই নির্মাতা ফিরছেন নতুন এক প্রেমের গল্প নিয়ে। চরকি অরিজিনাল ফিল্ম ‘তোমার জন্য মন’ মুক্তি পাবে ৫ নভেম্বর রাত ১২টায় (৬ নভেম্বর)। সিনেমাটিতে অভিনয় করেছেন সময়ের আলোচিত জুটি ইয়াশ রোহান ও তটিনী।
এর আগে গত বৃহস্পতিবার ৩০ অক্টোবর সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয় সিনেমাটির মোশন পোস্টার ও ট্রেলার। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। কেউ লিখেছেন, ‘চরকির ফিল গুড রোমান্সে এবার নতুন জুটি!’ কেউ–বা বলেছেন, ‘ইয়াশ–তটিনীর কেমিস্ট্রি দেখতে মুখিয়ে আছি।’

নতুন প্রেম, নতুন জুটি

‘তোমার জন্য মন’–এর গল্পে মফস্‌সলে বেড়ে ওঠা দুই তরুণ–তরুণীর সম্পর্ক উঠে এসেছে। শিহাব শাহীন বলেন, ‘এটা একটা ফিল গুড রোমান্টিক গল্প। এর আগে চরকির সঙ্গে কী ধরনের গল্প করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু এবার গল্পটা আমি নিজেই নির্ধারণ করেছি। শুরু থেকেই জানতাম, এই গল্পটা আমি বানাতে চাই।’
গল্পের ভাবনা সম্পর্কে নির্মাতা বলেন, ‘আমাদের কিছু প্রবাদ আছে—“বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়”, “জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো”—এই ভাবনা থেকেই গল্পটা এসেছে। অনেক সময় মানুষের নাম বা পরিচয় বড় হয়ে ওঠে, কিন্তু আসলে মানুষ বড় হয় তার কাজেই। এই দর্শনটাই গল্পের কেন্দ্রে।’

পিউ আর রওনকের গল্প
এই সিনেমায় তটিনী অভিনয় করেছেন পিউ চরিত্রে। নির্মাতার অফিসে গল্প শুনেই তিনি কাজটি করার সিদ্ধান্ত নেন। সেই দিনের কথা মনে করে তটিনী বলেন, ‘গল্পটা অর্ধেক শুনে ভেবেছিলাম, এরপর কী হবে আন্দাজ করতে পারব, কিন্তু এমন মোড় নিল যে সেটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। সেই বিস্ময়টাই আমাকে আকৃষ্ট করেছে।’ তটিনীর ভাষায়, ‘পিউ একটু আবেগপ্রবণ ও সিদ্ধান্তহীনতায় ভোগা মেয়ে। একটা ঘটনার পর সে নিজের জীবনের কিছু দিক বুঝে নেয়, আত্মোপলব্ধি ঘটে। এই চরিত্রটা অভিনয় করা আমার জন্য মানসিকভাবে চ্যালেঞ্জিং ছিল।’

চরকি অরিজিনাল ফিল্ম ‘তোমার জন্য মন’ মুক্তি পাবে ৫ নভেম্বর রাত ১২টায় (৬ নভেম্বর)

সম্পর্কিত নিবন্ধ

  • বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
  • অপরাধ আমলে নেওয়ায় দুই বছরের সময়সীমার বিধান প্রশ্নে রুল
  • আপিল বিভাগের বিচারকাজ পর্যবেক্ষণ করলেন নেপালের প্রধান বিচারপতি
  • তত্ত্বাবধায়ক সরকারযুক্ত সংবিধানই জনগণ চায়
  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • এখন দেখছি নতুন প্রতারকের জন্ম হয়েছে: কায়সার কামাল
  • ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকের বিরুদ্ধে ৫০ কোটি ডলার ঋণ জালিয়াতির অভিযোগ