অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাজার হাজার ছাত্র–জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার এবং সত্যিকার অর্থে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠন করার যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেখানেও একটি ‘কালো ছায়া’ এসে দাঁড়াচ্ছে। জনগণকে অধিকার থেকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে।

একটি মহল বিভাজনের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পরের মুখোমুখি করার ষড়যন্ত্র শুরু হয়েছে।’

দেশকে অস্থিতিশীল করতে সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে। অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।’

এমন পরিস্থিতিতে দলের প্রতিটি নেতা–কর্মীকে সতর্ক অবস্থায় থেকে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি শুরু হবে ২৫ মে। ২৭ ও ২৮ মে ঢাকায় হবে তারুণ্যের সমাবেশ। ২৯ মে বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তবে ওই দুই দিন শাহাদতবার্ষিকীর অন্য কোনো কর্মসূচি থাকবে না। আর ৩০ মে সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নেতা–কর্মীরা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ ফখর ল

এছাড়াও পড়ুন:

“নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌ-যান সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রান'' এই স্লোগানকে সামনে রেখে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ নগরীর আলী আহমেদ চুনকা পাঠাগার মিলনায়তনে বাংলাদেশ নৌ- পরিবহন অধিদপ্তর কতৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ পরিবহন অধিদপ্তরের মহা-পরিচালক কমডোর মোঃ শফিউল বারী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শফিউল বারী বলেন, আমার নাবিক জিবনের ৩৪ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, নৌপথের নিরাপত্তার জন্য তিনটি সমস্যা দায়ী, যেমন মানুষ, নৌ-যান, পানি, এই তিনটা যদি নিরাপদ থাকে তাহলে আমাদের নৌযান ও নিরাপদ থাকবে।

তিনি আরও বলেন, নাবিক নিরাপদ থাকবে যেভাবে নাবিকের যদি জ্ঞান, ট্রেনিং ও ডিসিপ্লিন থাকে তখনই ড্রাইভার বলেন মাস্টার বলেন পাইলট বলেন যেই এই নৌ-যানটাকে চালায় তখন সেই নিরাপদে থাকে।

নৌপরিবহন অধিদপ্তর এর চীফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মনজুরুল কবীর সভাপতিত্বে ও তানজিলা খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা  প্রশাসক, নৌ পুলিশের  অফিসার ইনচার্জ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান বাদল, বাংলাদেশ নৌপরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজির আহমেদ, বাংলাদেশী নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুইয়া, শ্রমিক নেতা মোঃ মাহমুদ হোসেন সহ প্রমূখ। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি বিএনপির
  • ঢাকায় ইব্রাহিম রায়িসির শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা
  • ঈদে ভিশন নিয়ে এলো নতুন মডেলের ফ্রিজার
  • আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে মাতৃপূজা অনুষ্ঠিত 
  • ভিন্ন মাত্রায় পালন শাহজালাল (রহ.) বার্ষিক ওরস
  • সোনাদিয়ায় প্যারাবনে চিংড়িঘের, বিএনপি-আওয়ামী লীগের ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
  • দুদকের অভিযানের পর বদলি রাজশাহী মাওশির ডিডি আলমগীর
  • “নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • রাজশাহীতে ‘ঘুষের জন্য ফাইল আটকে রাখা’ মাউশির উপপরিচালককে বদলি