নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির ভোটগ্রহণ সম্পন্ন
Published: 20th, May 2025 GMT
নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির (রেজি:৪০৪) ২০২৫ সালের নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ২নংরেলস্টেশন এলাকায় অবস্থিত সংগঠনটির কার্যালয়ে ভোটগ্রহণ চলে।
সকাল থেকে প্রার্থী ও তাদের সমর্থকরা তাদের মার্কা হাতে নিয়ে আনন্দঘন পরিবেশে ভোটারদের কাছে ভোটপ্রার্থনা করেন।
নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা সমবায় অফিসের পরিদর্শক জাকির হোসেন, সদস্য পদে ছিলেন সমবায় পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম, তাত সুপারভাইজার ইমন সরদার, জাকির হোসেন, রবি হোসেন, তাজুল ইসলাম।
নির্বাচনে ৬ টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮৩ জন। বিকেলে ভোটগণনা শেষে নির্বাচন পরিচালনা বোর্ড ফলাফল ঘোষণা করে।
সভাপতি পদে চেয়ার প্রতীকে স্বপন মিয়া (জামান) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে ছানাউল করিম (শিপলু) পেয়েছেন ৩৬ ভোট।
সহসভাপতি পদে মো.
সেক্রেটারি পদে মোরগ প্রতীকে মো. মেহেদী হাসান ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ইলিশ মাছ প্রতীকে মো. সোহেল মিয়া ৩৫ ভোট পেয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে হরিণ প্রতীকে মো. নাছির উদ্দিন ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকে মো. জুলহাস মিয়া পেয়েছেন ১৫ ভোট।
কোষাধ্যক্ষ পদে মই প্রতীকে মো. ইমরান ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকে মো. মফিজ উদ্দিন ৩৩ ভোট পেয়েছেন।
কার্যকরী সদস্য পদে আমাদের প্রতীকে মো. সুজন মিয়া ৪৬ ভোট, নলকুপ প্রতীকে মো. সালাউদ্দিন ৪৫ ভোট, কুড়াল প্রতীকে শাহাদাৎ হোসেন ৪৪ ভোট, ডাব প্রতীকে মো. রিয়াজুল ইসলাম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বাল্ব প্রতীকে স্বপন মিয়া ৩৭ ভোট, তালাচাবি প্রতীকে মো. জাহিদ হোসেন ২২ ভোট, কাপ পিরিচ প্রতীকে মো. আজহার উদ্দিন ২১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র ব চ ত হয় ছ ন সমব য়
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলোনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি ভূইগর সোনালী সংসদ খেলার মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইঘর বাসস্যান্ডে এসে শেষ হয়।
এসময় মেহেদি হাসান দোলোন আওয়ামী লীগের সংশ্লিষ্ট দুর্নীতিগ্রস্ত নেতাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ছাত্রদল সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। যারা ভূমিদস্যুতা ও মাদকের পেছনে আছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
আজকের এই সমাবেশ আয়োজন করা হয়েছে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, নব্য বিএনপি বিরুদ্ধে ও আওয়ামীলীগের গ্রেপ্তারের দাবিতে। ৫ আগষ্ট আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু এখনো আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ পাইনি। তারা বিভিন্নভাবে বিভিন্ন দলে মিশে গেছে। আমরা প্রশাসনের কাছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তারে দাবি জানাই।