নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির (রেজি:৪০৪) ২০২৫ সালের নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ২নংরেলস্টেশন এলাকায় অবস্থিত সংগঠনটির কার্যালয়ে ভোটগ্রহণ চলে।

সকাল থেকে প্রার্থী ও তাদের সমর্থকরা তাদের মার্কা হাতে নিয়ে আনন্দঘন পরিবেশে ভোটারদের কাছে ভোটপ্রার্থনা করেন।

নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা সমবায় অফিসের পরিদর্শক জাকির হোসেন, সদস্য পদে ছিলেন সমবায় পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম, তাত সুপারভাইজার ইমন সরদার, জাকির হোসেন, রবি হোসেন, তাজুল ইসলাম।

নির্বাচনে ৬ টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮৩ জন। বিকেলে ভোটগণনা শেষে নির্বাচন পরিচালনা বোর্ড ফলাফল ঘোষণা করে।

সভাপতি পদে চেয়ার প্রতীকে স্বপন মিয়া (জামান) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে ছানাউল করিম (শিপলু) পেয়েছেন ৩৬ ভোট।

সহসভাপতি পদে মো.

রাহাদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

সেক্রেটারি পদে মোরগ প্রতীকে মো. মেহেদী হাসান ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ইলিশ মাছ প্রতীকে মো. সোহেল মিয়া ৩৫ ভোট পেয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে হরিণ প্রতীকে মো. নাছির উদ্দিন ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকে মো. জুলহাস মিয়া পেয়েছেন ১৫ ভোট।

কোষাধ্যক্ষ পদে মই প্রতীকে মো. ইমরান ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকে মো. মফিজ উদ্দিন ৩৩ ভোট পেয়েছেন।

কার্যকরী সদস্য পদে আমাদের প্রতীকে মো. সুজন মিয়া ৪৬ ভোট, নলকুপ প্রতীকে মো. সালাউদ্দিন ৪৫ ভোট, কুড়াল প্রতীকে শাহাদাৎ হোসেন ৪৪ ভোট, ডাব প্রতীকে মো. রিয়াজুল ইসলাম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বাল্ব প্রতীকে স্বপন মিয়া ৩৭ ভোট, তালাচাবি প্রতীকে মো. জাহিদ হোসেন ২২ ভোট, কাপ পিরিচ প্রতীকে মো. আজহার উদ্দিন ২১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র ব চ ত হয় ছ ন সমব য়

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজল মিয়া (২০) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬২ জনকে আসামি করা হয়েছে।

গত শুক্রবার (১৬ মে) রাতে নিহতের মা রুনা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।

সোমবার (১৯ মে) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “নিহত সজলের মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।”

আরো পড়ুন:

সাম্য হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জাবি ছাত্রদলের

১৫৫ টাকার জন্য হত্যা, যুবকের যাবজ্জীবন

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন - সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৩), সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান (৬৪), নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান (৩৭), শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানসহ (৪৫) ৬২ জন। মামলায় নাম না জানা আসামি করা হয়েছে ১০০-১৫০ জনকে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সজল মিয়া আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে অবস্থান নেন। এসময় আসামিদের ছোঁড়া গুলি সজল মিয়ার পেটে লাগে। ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে চিটাগাংরোডের সুগন্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সজল মিয়াকে মৃত ঘোষণা করেন।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টিতে শিক্ষাবিদদের কর্মশালা
  • নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ২ দালাল আটক, দণ্ড
  • না.গঞ্জে স্ত্রীকে হত্যা, ২ সন্তান নিয়ে পালিয়েছে স্বামী
  • রাজস্ব ফাঁকি: নারায়ণগঞ্জের রয়েল টোব্যাকো কোম্পানি সিলগালা
  • এড. বারী ভূইয়াকে লাঞ্চিত করায় ফতুল্লা বিএনপির প্রতিবাদ সমাবেশ
  •  শীতলক্ষ্যায় ট্রলার ডুবির ভয়ে নদীতে ঝাঁপ দিলেন যাত্রীরা
  • বায়ুদূষণ বন্ধে বন্দরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
  • ক্রীড়ার মাধ্যমে কিশোরী বালিকাদের ক্ষমতায়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সচেতনতা গড়ে তুলতে সেমিনার
  • নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা