জেনারেল আসিম মুনির এখন ‘প্রিয় শক্তিশালী মানুষ’
Published: 21st, May 2025 GMT
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতের পর তার জনসমর্থনও বাড়তে শুরু করেছে। এর বদৌলতে রাজনীতিতে পাকিস্তানের সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং বিরোধীদের উপর কঠোর দমন-পীড়নের অভিযোগ দূরে সরে যাচ্ছে।
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার এবং শত্রুকে দৃঢ়ভাবে পরাজিত করার কৌশলগত মেধা ও সাহসী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ চলতি সপ্তাহে জেনারেল মুনরিকে ফিল্ড মার্শাল পদে বিরল পদোন্নতি দিয়েছে।
১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে সামরিক বাহিনী কমপক্ষে তিন দশক পাকিস্তান শাসন করেছে। এমনকি বেসামরিক সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও অসাধারণ প্রভাব বিস্তার করেছে সেনাবাহিনী। কিন্তু বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক বাহিনীর লড়াই পারমাণবিক অস্ত্রধারী দেশটিতে সেনাবাহিনীর আধিপত্যকে আরো শক্তিশালী করেছে।
সাম্প্রতিক দিনগুলিতে পাকিস্তানের বিভিন্ন শহরে আয়োজিত সমাবেশে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘জেনারেল আসিম মুনির দীর্ঘজীবী হোন!’ ল্যাম্পপোস্ট ও সেতুতে জেনারেলের ছবি টাঙানো হয়েছিল। কিছু ব্যানারে লেখা ছিল: ‘আপনি আমাদের ত্রাণকর্তা!’
স্থানীয় জরিপকারী গ্যালাপ পাকিস্তানের পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৯৩ শতাংশ উত্তরদাতা মনে করেন যে সেনাবাহিনী সম্পর্কে তাদের মতামত উন্নত হয়েছে।
মুনিরের সবচেয়ে তিক্ত অভ্যন্তরীণ শত্রু কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও ভারতের সাথে চলতি মাসে সংঘর্ষের পরে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
ইমরান খান এক পোস্টে বলেছেন, “এটি আমার দেশ, এটি আমার সেনাবাহিনী। আমি পাকিস্তান বিমান বাহিনী এবং আমাদের সব সামরিক কর্মীকে তাদের পেশাদারিত্ব ও অসাধারণ কর্মকাণ্ডের জন্য শ্রদ্ধা জানাই।”
রাজনৈতিক ভাষ্যকার ওসুফ নজর সেনাপ্রধান মুনির সম্পর্কে বলেছেন, “তিনি পাকিস্তানের শক্তিশালী ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন এবং তার সেনাবাহিনীর সুনাম একটি শক্তিশালীভাবে পুনরুদ্ধার করা হয়েছে।”
২০২২ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার ছয় মাস পর মুনির সামরিক বাহিনীর আধিপত্যের জন্য সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হন। ওই সময় ইমরান খানের সমর্থকরা সামরিক স্থাপনাগুলিতে আক্রমণ এবং লুটপাট চালায়। পরে মুনির ইমরান খানকে কারাদণ্ড এবং তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের সমর্থকদের উপর দমন-পীড়নের জন্য তীব্র অভ্যন্তরীণ সমালোচনার মুখোমুখি হন। একইসঙ্গে অভিযোগ করা হয়, সাধারণ নির্বাচনে ইমরানের প্রতিদ্বন্দ্বী দলকে কারচুপির মাধ্যমে জিতিয়েছে সেনাবাহিনী।
তবে ভারতের সাথে সংঘাত পরিস্থিতিকে উল্টে দিয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনীর উপর লেখা বই ‘মিলিটারি ইনকর্পোরেটেড’ এর লেখক আয়েশা সিদ্দিকা বলেন, “এটি জেনারেলকে পূর্ববর্তী যেকোনো জেনারেলের চেয়ে শক্তিশালী করে তুলেছে। তিনি এখন একজন নায়ক।”
আয়েশা সিদ্দিকা জানান, প্রতিবেশীদের মধ্যে প্রতিযোগিতার নেতৃত্ব দেবেন দুই কট্টরপন্থী- ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের মুনির যিনি একজন ধর্মপ্রাণ মুসলিম।
পবিত্র কুরআনের হাফেজ জেনারেল মুনির প্রকাশ্যে ইসলামী পাকিস্তান এবং হিন্দু প্রধান ভারতের মধ্যে মৌলিক পার্থক্য তুলে ধরেছেন।
ভারতীয় কাশ্মীরে হামলার এক সপ্তাহ আগে ইসলামাবাদে এক ভাষণে তিনি বলেছিলেন, “আমাদের ধর্ম ভিন্ন। আমাদের রীতিনীতি ভিন্ন। আমাদের ঐতিহ্য ভিন্ন। ভারতীয় সেনাবাহিনী তাদের সব শক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখাতে পারে না। পাকিস্তানকে একটি কঠোর রাষ্ট্র হতে হবে।”
জেনারেল মুনিরই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা হামলার নামকরণ করেছিলেন ‘বুনিয়ানুম মারসুস।’ কোরানের আয়াত অনুযায়ী, এর অর্থ সীসা ঢালা প্রাচীর। এটি ১০ মে ফজরের নামাজের সাথে মিল রেখে চালু করা হয়েছিল, যা মুসলমানদের জন্য একটি শুভ সময় হিসেবে বিবেচিত হয়।
স্কুল শিক্ষকের ছেলে মুনির পদাতিক কর্মকর্তা এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ও মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। সরকার চাইলে পরবর্তী পাঁচ বছরের জন্যও তার মেয়াদ বৃদ্ধি করতে পারবে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক পাকিস্তানি রাষ্ট্রদূত হুসেন হাক্কানি বলেছেন, সাম্প্রতিক সংঘাতের আগেও মুনির তার পূর্বসূরি সেনাপ্রধানের তুলনায় ভারতের প্রতি বেশি কঠোর ছিলেন।
হাক্কানি বলেন, “ভারতের সাথে সংঘাত পাকিস্তানিদেরকে তাদের দেশের ভঙ্গুরতার কথা মনে করিয়ে দেয় এবং তারা তাদের সেনাবাহিনীকে এমন একটি সত্তা হিসেবে দেখে যেটি দেশকে রক্ষা করবে। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক শক্তি প্রদর্শন এবং দাঁড়ানোর ফলে জেনারেল মুনিরকে দেশের অভ্যন্তরে তার অবস্থান দৃঢ় করতে সাহায্য করেছে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইমর ন খ ন আম দ র র জন য সবচ য
এছাড়াও পড়ুন:
ম্যানইউকে হারিয়ে ইউরোপার চ্যাম্পিয়ন টটেনহ্যাম
প্রিমিয়ার লিগের চূড়ান্ত ব্যর্থ দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। লিগ টেবিলে অবস্থানও পিঠাপিঠি। রেড ডেভিলসরা ১৬, স্পার্সরা ১৭! তাদের এক দলের সামনে ইউরোপের প্রতিযোগিতা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। সুযোগ আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার।
ওই লড়াইয়ে বুধবার রাতে স্পেনের সাম মেমেসে ১-০ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম। ব্যর্থ মৌসুমেও জিতেছে বড় এক শিরোপা। লিগে তলানিতে থেকেও প্রিমিয়ার লিগের ষষ্ঠ দল হিসেবে জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে।
স্পার্সরা খুবই বাজে খেলে, পুরো ম্যাচে ব্যাকফুটে থেকে শিরোপা জিতেছে। ম্যাচের ৪২ মিনিটে ব্রেনান জনসন স্পার্সদের হয়ে গোলের লক্ষ্যে একমাত্র শটটি নেন। তাতে গোলও পেয়ে যান তিনি।
অন্যদিকে ম্যানইউ ম্যাচে ৭৭ শতাংশ বল পায়ে রেখে, ১৬টি আক্রমণ তুলেও পরাজিত দল। এই হারে রেড ডেভিলসরা আগামী মৌসুমের পরিকল্পনায় বড় ধাক্কা খেল। ম্যানইউ-এর নতুন কোচ রুবেন আমোরিম ও ম্যানইউ বোর্ডের ইচ্ছে ছিল চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা হলে নতুন দল গড়তে দলবদলের বাজারে মোটা অঙ্কের অর্থ খরচ করবে। যা নস্যাৎ হয়ে গেল