হঠাৎ বৃষ্টিতে অফিসের ল্যাপটপ ভিজে গেছে? যা করণীয়
Published: 22nd, May 2025 GMT
ভ্যাবসা গরমের মধ্যেই হুটহাট বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে শুরু হওয়া বৃষ্টিতে প্রিয় ইলেকট্রনিক ডিভাইস ভিজে গেলেই সমস্যা। অফিসের ল্যাপটপ ভিজে গেলে তো কথাই নেই । তাৎক্ষণিক সঠিক পদক্ষেপ না নিলে ডিভাইসটি হতে পারে ক্ষতিগ্রস্ত। এমন পরিস্থিতি এড়াতে কিছু টিপস জেনে রাখা জরুরি।
দ্রুত বন্ধ করুন এবং চার্জার খুলে ফেলুন : হঠাৎ করে বৃষ্টিতে ল্যাপটপ ভিজে গেলে প্রথমেই পাওয়ার অফ করে দিন। চার্জার লাগানো থাকলে, সঙ্গে সঙ্গে তা খুলে ফেলুন। ভেজা অবস্থায় ইলেকট্রিক সংযোগ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে।
ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ খুলে ফেলুন: যদি আপনার ল্যাপটপের ব্যাটারি সহজে খোলার অবস্থা থাকে তাহলে তা খুলে ফেলুন। পাশাপাশি হার্ডডিস্ক, র্যাম ও অন্যান্য খোলা অংশগুলো সতর্কতার সঙ্গে খুলে আলাদা রাখুন।
শুকনো তোয়ালে বা কাপড় দিয়ে মুছুন: ল্যাপটপের বাহ্যিক ও অভ্যন্তরীণ অংশে যতটা সম্ভব পানি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ভেতরে পানি প্রবেশ করে থাকলে তা পরিষ্কারভাবে লক্ষ্য করুন।
উল্টে রেখে শুকাতে দিন: ভিজে গেলে ল্যাবটপের কীবোর্ড নিচে এবং স্ক্রিন ওপরে রেখে এমনভাবে রাখুন যাতে ভেতরের পানি বের হয়ে আসতে পারে। এমন হলে ল্যাপটপটি শুকনো, বায়ুচলাচলযুক্ত স্থানে রাখাই ভালো।
অন্যান্য সতর্কতা : অনেকেই ভেজা ল্যাপটপ হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে চান- এটা ঠিক নয়। কারণ অতিরিক্ত তাপ ল্যাপটপের অংশগুলোর ক্ষতি করতে পারে। কিছু ক্ষেত্রে ল্যাপটপের ভিজে যাওয়া অংশ না খুলেই ড্রাই রাইসে রেখে দেওয়া হয়—এটি মোবাইল ফোনের ক্ষেত্রে কিছুটা কার্যকর হলেও ল্যাপটপের জন্য ততটা নয়।
ভেজা অবস্থায় ল্যাপটপ চালু বা চার্জার সংযুক্ত করলে সার্কিটের স্থায়ী ক্ষতি করতে পারে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কত কোটি টাকার মালিক রণবীর কাপুর?
বলিউড অভিনেতা রণবীর কাপুর। দেড় যুগের অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ‘চকলেট বয়’ রণবীর কাপুর লাখো নারীর ক্রাশ। চলনে-বলনে যেমন সতর্ক, তেমনি ফ্যাশনেও কম যান না এই নায়ক। যশ-খ্যাতি যেমন কুড়িয়েছেন, তেমনি অঢেল সম্পদেরও মালিক হয়েছেন ‘বরফি’ তারকা। কিন্তু কত টাকার মালিক রণবীর কাপুর?
টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুসারে— চলতি বছরের হিসাব বলছে, রণবীর কাপুর ৩৪৫ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৪৯৪ কোটি ৭৫ লাখ টাকা) মালিক। সিনেমা ছাড়াও বিজ্ঞাপন, রিয়েল এস্টেটসহ একাধিক ব্যবসায় বিনিয়োগ রয়েছে তার। রণবীর কাপুর প্রতি সিনেমার জন্য ৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। পাশাপাশি সিনেমার লভ্যাংশ নেন এই অভিনেতা। বিজ্ঞাপনের জন্য ৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।
একটি সূত্র বলেন, “তার সম্পদের উৎস অনেক। চলচ্চিত্র, বিজ্ঞাপন, ব্যবসায়িক বিনিয়োগ এবং মুম্বাই সিটি এফসিতে তার অংশীদারিত্ব রয়েছে। ধীরে ধীরে, ‘সঞ্জু’ অভিনেতা তার নিজস্ব লাইফস্টাইল ব্র্যান্ড চালু করে একজন উদ্যোক্তা হিসেবে নিজের নাম তৈরি করছেন।”
ঋষি কাপুর-নিতু কাপুর দম্পতির একমাত্র রণবীর কাপুর। সহকারী পরিচালক হিসেবে রুপালি জগতে ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে অভিনেতা হিসেবে যাত্রা শুরু করেন। অভিষেকেই তাক লাগিয়ে দেন এই অভিনেতা। ফিল্মি পরিবারের সন্তান হলেও ঝলমলে দুনিয়ায় সফলতা পেতে তাকে কম কষ্ট করতে হয়নি। এখন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের অন্যতম রণবীর। প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে বেশ কিছু পুরস্কার।
রণবীর কাপুর অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘বরফি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দেওয়ানি’, ‘রকস্টার’, ‘ইয়ে দিল হ্যায় মুশকিল’, ‘সঞ্জু’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘শমশেরা’, ‘অ্যানিমেল’ প্রভৃতি।
রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি নির্মিত এ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে রয়েছেন সাই পল্লবী; সীতা রূপে দেখা যাবে তাকে। রণবীর এ সিনেমার জন্য ৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যায়। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। ২০২৬ সালের দীপাবলিতে সিনেমাটির প্রথম পার্ট মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
ঢাকা/শান্ত