হঠাৎ বৃষ্টিতে অফিসের ল্যাপটপ ভিজে গেছে? যা করণীয়
Published: 22nd, May 2025 GMT
ভ্যাবসা গরমের মধ্যেই হুটহাট বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে শুরু হওয়া বৃষ্টিতে প্রিয় ইলেকট্রনিক ডিভাইস ভিজে গেলেই সমস্যা। অফিসের ল্যাপটপ ভিজে গেলে তো কথাই নেই । তাৎক্ষণিক সঠিক পদক্ষেপ না নিলে ডিভাইসটি হতে পারে ক্ষতিগ্রস্ত। এমন পরিস্থিতি এড়াতে কিছু টিপস জেনে রাখা জরুরি।
দ্রুত বন্ধ করুন এবং চার্জার খুলে ফেলুন : হঠাৎ করে বৃষ্টিতে ল্যাপটপ ভিজে গেলে প্রথমেই পাওয়ার অফ করে দিন। চার্জার লাগানো থাকলে, সঙ্গে সঙ্গে তা খুলে ফেলুন। ভেজা অবস্থায় ইলেকট্রিক সংযোগ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে।
ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ খুলে ফেলুন: যদি আপনার ল্যাপটপের ব্যাটারি সহজে খোলার অবস্থা থাকে তাহলে তা খুলে ফেলুন। পাশাপাশি হার্ডডিস্ক, র্যাম ও অন্যান্য খোলা অংশগুলো সতর্কতার সঙ্গে খুলে আলাদা রাখুন।
শুকনো তোয়ালে বা কাপড় দিয়ে মুছুন: ল্যাপটপের বাহ্যিক ও অভ্যন্তরীণ অংশে যতটা সম্ভব পানি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ভেতরে পানি প্রবেশ করে থাকলে তা পরিষ্কারভাবে লক্ষ্য করুন।
উল্টে রেখে শুকাতে দিন: ভিজে গেলে ল্যাবটপের কীবোর্ড নিচে এবং স্ক্রিন ওপরে রেখে এমনভাবে রাখুন যাতে ভেতরের পানি বের হয়ে আসতে পারে। এমন হলে ল্যাপটপটি শুকনো, বায়ুচলাচলযুক্ত স্থানে রাখাই ভালো।
অন্যান্য সতর্কতা : অনেকেই ভেজা ল্যাপটপ হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে চান- এটা ঠিক নয়। কারণ অতিরিক্ত তাপ ল্যাপটপের অংশগুলোর ক্ষতি করতে পারে। কিছু ক্ষেত্রে ল্যাপটপের ভিজে যাওয়া অংশ না খুলেই ড্রাই রাইসে রেখে দেওয়া হয়—এটি মোবাইল ফোনের ক্ষেত্রে কিছুটা কার্যকর হলেও ল্যাপটপের জন্য ততটা নয়।
ভেজা অবস্থায় ল্যাপটপ চালু বা চার্জার সংযুক্ত করলে সার্কিটের স্থায়ী ক্ষতি করতে পারে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন