বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের দলে নেই পাকিস্তানের অভিজ্ঞ তিন ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। এর মধ্যে বাবর-রিজওয়ানকে বাদ দিয়েই নতুন কোচ মাইক হেসনের অধীনে সেপ্টেম্বরের এশিয়া কাপ ও ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপের পরিকল্পনা করছে পাকিস্তান।

নতুন কোচ হেসনের কথায় তেমনই বার্তা পাওয়া যায়, ‘ক্রিকেটটা আমরা কীভাবে খেলতে চাই, কোন পরিকল্পনা নিয়ে খেলতে চাই, দলটা তো তার ওপর নির্ভর করেই গড়া হবে।’

কিউই কোচের কথায় প্রতি ক্রিকেটারের ভূমিকা নির্ভর খেলার বার্তা পাওয়া যায়। অর্থাৎ পরিকল্পনার সঙ্গে যায় এমন ক্রিকেটার দলে নিতে চান হেসন। ওপেনিংয়ে সেট হয়ে খেলবে নাকি আক্রমণাত্ম ক্রিকেট খেলবে, চারে স্পিন অলরাউন্ডার খেলানো হবে কিনা স্লগের ব্যাটিং কেমন হবে এসব পরিকল্পনা অনুযায়ী দল ঠিক করা হবে।

হেসন বলেন, ‘আমরা কীভাবে খেলতে চাই সেটা ঠিক করতে পারলে কোন ক্রিকেটারের কী ভূমিকা থাকবে সেটা নির্ধারণ করে দিতে পারবো। অথবা ভূমিকা অনুযায়ী ক্রিকেটার প্রস্তুত করা সম্ভব। এভাবে আমরা সেরা ফল পেতে পারি।’

পাকিস্তান আগামী ২৮ মে থেকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ৩০ মে এবং ১ জুন মাঠে গড়াবে। তিন ম্যাচই লাহোরের  গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে হবে। বাংলাদেশ পাকিস্তানে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জায় ডুবেছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ