বাবর-রিজওয়ানের বাদ পড়ার কারণ জানালেন পাকিস্তানের নতুন কোচ
Published: 22nd, May 2025 GMT
বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের দলে নেই পাকিস্তানের অভিজ্ঞ তিন ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। এর মধ্যে বাবর-রিজওয়ানকে বাদ দিয়েই নতুন কোচ মাইক হেসনের অধীনে সেপ্টেম্বরের এশিয়া কাপ ও ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপের পরিকল্পনা করছে পাকিস্তান।
নতুন কোচ হেসনের কথায় তেমনই বার্তা পাওয়া যায়, ‘ক্রিকেটটা আমরা কীভাবে খেলতে চাই, কোন পরিকল্পনা নিয়ে খেলতে চাই, দলটা তো তার ওপর নির্ভর করেই গড়া হবে।’
কিউই কোচের কথায় প্রতি ক্রিকেটারের ভূমিকা নির্ভর খেলার বার্তা পাওয়া যায়। অর্থাৎ পরিকল্পনার সঙ্গে যায় এমন ক্রিকেটার দলে নিতে চান হেসন। ওপেনিংয়ে সেট হয়ে খেলবে নাকি আক্রমণাত্ম ক্রিকেট খেলবে, চারে স্পিন অলরাউন্ডার খেলানো হবে কিনা স্লগের ব্যাটিং কেমন হবে এসব পরিকল্পনা অনুযায়ী দল ঠিক করা হবে।
হেসন বলেন, ‘আমরা কীভাবে খেলতে চাই সেটা ঠিক করতে পারলে কোন ক্রিকেটারের কী ভূমিকা থাকবে সেটা নির্ধারণ করে দিতে পারবো। অথবা ভূমিকা অনুযায়ী ক্রিকেটার প্রস্তুত করা সম্ভব। এভাবে আমরা সেরা ফল পেতে পারি।’
পাকিস্তান আগামী ২৮ মে থেকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ৩০ মে এবং ১ জুন মাঠে গড়াবে। তিন ম্যাচই লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে হবে। বাংলাদেশ পাকিস্তানে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জায় ডুবেছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সুনামগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশু দুটি হলো বুশরা আক্তার (১০) ও ফাতেহা বেগম (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
হরিণাপাটি গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য নিজাম উদ্দিন জানান, হরিণাপাটি গ্রামের মৃত রফিকুল ইসলামের বাড়ির পুকুরে বুশরা ও ফাতেহা গোসল করতে যায়। পরে পরিবারের লোকজন তাদের পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ফাতেহা বেগম রফিকুল ইসলামের মেয়ে, আর বুশরা আক্তার রফিকুল ইসলাম বোন রেহেনা বেগমের মেয়ে। বুশরাদের বাড়ি সদর উপজেলার ধারারগাঁও গ্রামে। সে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
নিজাম উদ্দিন বলেন, স্থানীয় ইউপি চেয়রাম্যানকে জানিয়ে পরিবারের লোকজন দুই শিশুর লাশ দাফন করেছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, বিষয়টি তাঁদের কেউ জানায়নি।