ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সাবিরা আকতার ইতি ও সংগিতা রানী নামে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এদের একজন গলায় ফাঁস দেন এবং অপরজন সড়ক দুর্ঘটনায় মারা যান বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) পীরগঞ্জ উপজেলায় এ দুটি মৃত্যুর ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই হাটপাড়া গ্রামের মঈনুদ্দিনের মেয়ে এসএসসি পরীক্ষার্থী সাবিরা আকতার ইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ির লোকজনের অগোচরে নিজ শয়ন ঘরের বারান্দার তিরের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। পরে বাড়ির লোকজন তার মরদেহ উদ্ধার করে থানায় খবর দেয়। সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

অন্যদিকে এ উপজেলার শাটিয়া গ্রামের গবেশ্বরের মেয়ে এসএসসি পরীক্ষার্থী সংগিতা রানী গত ১৮ মে দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ মে) দুপুরে তার মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘‘কি কারণে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থী আত্নহত্যা করেছে তা এখনো জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আর একজন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজের মারা যাওয়ার খবর পেয়েছি। দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঢাকা/হিমেল/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ র থ প রগঞ জ র ঘটন

এছাড়াও পড়ুন:

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৯২ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের একজন পুরুষ ও দুইজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০৩ জনই ঢাকার বাইরের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৫৩ জন, খুলনা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৮ জন, যাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ২৩ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৬৩ জন, যার মধ্যে সাত হাজার ৫৫৮ জন পুরুষ ও পাঁচ হাজার ২০৫ জন নারী।

প্রসঙ্গত, গত বছর (২০২৪) জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ এক হাজার ২১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সম্পর্কিত নিবন্ধ

  • এবার এসএসসির ফল প্রকাশিত হবে নিজ নিজ বোর্ডে, জানা যাবে যেভাবে
  • খুলনায় মেলা ঘিরে চাঁদাবাজির অভিযোগ, বৈষম্যবিরোধী দুই নেতাকে শোকজ
  • টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
  • রাহুল-শ্রদ্ধার ছবি ভাইরাল, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন
  • ‘রব্বানা হাবলানা’: পরিবারের জন্য এক অমূল্য দোয়া
  • ‘৪০০ রেকর্ড লারার মতো কিংবদন্তিরই থাকুক’, কোচকে বলেছিলেন মুলডার 
  • এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই
  • ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২
  • এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ১০ জুলাই
  • এসএসসি পরীক্ষার ফলাফল ১০ জুলাই হতে পারে