তাসনিয়া ফারিণকে রোমান্টিক চরিত্রেই দেখে বেশি অভ্যস্ত। তাঁকে ‘পাশের বাড়ির মেয়ে’ হিসেবেই পর্দায় বেশি দেখা যায়। কিছু চরিত্রে তাঁকে দেখা গেছে অসহায় তরুণীর চরিত্রে। তবে এবার খোলনলচে পাল্টে অ্যাকশন তারকা হিসেবে আসছেন অভিনেত্রী। গতকাল সোমবার রাতে প্রকাশিত হয়েছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘ইনসাফ’-এর টিজার। নির্মাতারা যাকে বলছেন, ‘অফিশিয়াল ওয়ার্নিং’। সেখানেই দেখা মিলেছে ‘অচেনা ফারিণ’-এর।

গত বছরের পবিত্র ঈদুল ফিতরে ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’ ও ‘ওমর’—এই তিন সিনেমায় দেখা যায় শরীফুল রাজকে। এর পর থেকেই যেন তিনি ‘লাপাত্তা’।

সিনেমার টিজারে শরীফুল রাজ। ভিডিও থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডিবি পরিচয়ে যুবলীগ নেতাকে অপহরণ, উদ্ধার করল পুলিশ

ঝিনাইদহের শৈলকুপা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে যুবলীগের এক নেতাকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। শনিবার রাতে তাকে তুলে নেওয়া হয়। আজ রোববার ভোরে পুলিশের একটি দল তাকে ফরিদপুরের ভাঙ্গা থেকে উদ্ধার করে। এ সময় চারজনকে আটক করা হয়। 

ভুক্তভোগী শামীম হোসেন মোল্লা শৈলকুপার গাড়াগঞ্জের বাসিন্দা। তিনি উপজেলা যুবলীগের সভাপতি। 

শামীম হোসেনের ভাষ্য, ‘শনিবার রাতে কুষ্টিয়া থেকে কাজ শেষে আমি শৈলকুপার গাড়াগঞ্জ নিজের গ্যাস পাম্পে বসে ছিলাম। রাত ১১টার দিকে দুটি মাইক্রোবাসে কয়েকজন লোক সাদা পোশাকে এসে ডিবি পরিচয়ে আমাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। গাড়িতে বিভিন্ন পথ ঘুরে তারা অচেনা জায়গায় ফেলে চলে যায়। এর মধ্যে তারা আমার পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে। পরে পুলিশের সহযোগিতায় আমি বাড়ি ফিরেছি।’

শৈলকুপা থানার ওসি মাসুম খানের ভাষ্য, শনিবার রাতে যুবলীগ নেতা শামীম মোল্লাকে তার সিএনজি পাম্প থেকে ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরে তার বাবা সাব্দার হোসেন মোল্লার কাছে মোটা অংকের টাকা দাবি করে চক্রটি। বিষয়টি জানার পর জেলা পুলিশের একাধিক দল তাকে উদ্ধারে অভিযান শুরু করে। ফরিদপুরের ভাঙ্গা থেকে রোববার ভোরে তাকে উদ্ধার করা হয়। এ সময় চার অপহরণকারীকে আটক করা হয়।

সম্পর্কিত নিবন্ধ