সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্ত অঞ্চলে উত্তেজনা প্রশমিত করতে এবং দীর্ঘস্থায়ী শত্রু দুই দেশের মধ্যে সংঘাত রোধ করার লক্ষ্যে সরাসরি বৈঠক করেছে সিরিয়া ও ইসরায়েল। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচজন ব্যক্তির বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র দামেস্কের নতুন ইসলামপন্থী শাসকদের ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য উৎসাহিত করছে। যুক্তরাষ্ট্রের পরামর্শে ইসরায়েল সিরিয়ায় তার বোমাবর্ষণ কমিয়ে আনছে।

দুটি সিরিয়ান এবং দুটি পশ্চিমা সূত্র এবং বিষয়টির সাথে পরিচিত একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র জানিয়েছে, ডিসেম্বরে ইসলামপন্থী বিদ্রোহী হায়াত তাহরির আল-শাম সিরিয়ার শক্তিশালী বাশার আল-আসাদকে উৎখাত করার পর থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নেপথ্য আলোচনা করেছে ইসরায়েল ও সিরিয়া। সংযুক্ত আরব আমিরাত এই ধরনের আলোচনায় মধ্যস্থতা করছে।

সিরিয়ার পক্ষ থেকে সূত্রগুলো জানিয়েছে, আসাদের পতনের পর ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির সীমান্তবর্তী কুনেইত্রা প্রদেশের গভর্নর নিযুক্ত হন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আহমেদ আল-দালাতি। চলতি সপ্তাহের শুরুতে, সিরিয়ার ড্রুজ সংখ্যালঘুদের আবাসস্থল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুইদাতেও দালাতিকে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল। 

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিরিয়ার কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে রয়টার্সের অনুরোধের জবাব দেননি।

চলতি মাসের শুরুতে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ইসরায়েলের সাথে পরোক্ষ আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছিলেন, দুই দেশের উত্তেজনা প্রশমনের লক্ষ্যে এই বৈঠক ছিল। 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য

এছাড়াও পড়ুন:

খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন বিএনপি নেতার দলীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ইমদাদুল নামে এক শিক্ষক নিহত হয়েছেন। যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) ও মিজানুর রহমান নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

নবীনগরে গুলিবিদ্ধ ৩

তিনি বলেন, ‍“ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তার ভেতর ভুসি রাখা ছিল। ধারণা করা হচ্ছে, এর ভেতরেই বোমা নিয়ে আসা হয়েছিল।” পেশাদার কিলারের সম্পৃক্তা থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় সন্ত্রাসীরা অফিস লক্ষ্য করে পরপর দুইটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে নেতাকর্মী ও স্বজনরা গুরুতর আহত মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”

যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু বলেন, “ঘটনার সময় আমি ফুলবাড়িগেটে ছিলাম। শুনেছি, আমাদের সাংগঠনিক সম্পাদক মামুনকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ