সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্ত অঞ্চলে উত্তেজনা প্রশমিত করতে এবং দীর্ঘস্থায়ী শত্রু দুই দেশের মধ্যে সংঘাত রোধ করার লক্ষ্যে সরাসরি বৈঠক করেছে সিরিয়া ও ইসরায়েল। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচজন ব্যক্তির বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র দামেস্কের নতুন ইসলামপন্থী শাসকদের ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য উৎসাহিত করছে। যুক্তরাষ্ট্রের পরামর্শে ইসরায়েল সিরিয়ায় তার বোমাবর্ষণ কমিয়ে আনছে।

দুটি সিরিয়ান এবং দুটি পশ্চিমা সূত্র এবং বিষয়টির সাথে পরিচিত একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র জানিয়েছে, ডিসেম্বরে ইসলামপন্থী বিদ্রোহী হায়াত তাহরির আল-শাম সিরিয়ার শক্তিশালী বাশার আল-আসাদকে উৎখাত করার পর থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নেপথ্য আলোচনা করেছে ইসরায়েল ও সিরিয়া। সংযুক্ত আরব আমিরাত এই ধরনের আলোচনায় মধ্যস্থতা করছে।

সিরিয়ার পক্ষ থেকে সূত্রগুলো জানিয়েছে, আসাদের পতনের পর ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির সীমান্তবর্তী কুনেইত্রা প্রদেশের গভর্নর নিযুক্ত হন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আহমেদ আল-দালাতি। চলতি সপ্তাহের শুরুতে, সিরিয়ার ড্রুজ সংখ্যালঘুদের আবাসস্থল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুইদাতেও দালাতিকে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল। 

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিরিয়ার কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে রয়টার্সের অনুরোধের জবাব দেননি।

চলতি মাসের শুরুতে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ইসরায়েলের সাথে পরোক্ষ আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছিলেন, দুই দেশের উত্তেজনা প্রশমনের লক্ষ্যে এই বৈঠক ছিল। 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য

এছাড়াও পড়ুন:

কমিউনিটি ব্যাংক ও অপ্পোর মধ্যে ব্যবসায়িক চুক্তি সই

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড অপ্পোর সঙ্গে ক্রেডিট কার্ডের ইএমআই সংবলিত একটি ব্যবসায়িক চুক্তি সই হয়েছে। সোমবার কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাদাত এবং অপ্পোর সেলস ডিরেক্টর জেড লু-এর মধ্যে এ চুক্তি হয়। চুক্তি অনুযায়ী এখন থেকে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের বিভিন্ন সুবিধা সংবলিত পণ্য এবং পরিষেবা দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ডস জাহির আহমেদ, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, অপ্পোর ব্র্যান্ডশপ ডেভেলপমেন্ট ম্যানেজার শিশির বিশ্বাস, অ্যাসিস্টেন্ট হেড অব ব্র্যান্ডশপ এমরান আহমেদ ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ