নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সর্বস্তরের নেতাকর্মীকে দেশজুড়ে বড় আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খান। সেই সঙ্গে পিটিআইয়ের যেসব নেতাকর্মী তলে তলে সরকারের সঙ্গে লিয়াজোঁ রেখে চলেছেন, তাদেরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা। ইমরান খানের মুখপাত্র হিসেবে এ তথ্য জানিয়েছেন তাঁর বোন আলিমা খান।

সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আলিমা। সাক্ষাৎ শেষে কারাগারের ফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি অভিযোগ করেন, ইসলামাবাদে ক্ষমতাসীন বর্তমান সরকার ইমরান খানের সঙ্গে চরম নিপীড়নমূলক আচরণ করছে। কারাগারে একজন সাধারণ কয়েদিকে যেটুকু অধিকার দেওয়া হয়, ইমরানকে সেটুকুও দেওয়া হচ্ছে না। গত আট মাসে ইমরান খানকে মাত্র একবার তাঁর সন্তানদের সঙ্গে টেলিফোনে কথা বলতে দেওয়া হয়েছে। 

এমনকি কারা কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, এখন থেকে ইমরান খানের বোনরাও আর কারাগারে তাঁর সঙ্গে দেখা করতে পারবেন না।
পিটিআইয়ের সর্বস্তরের নেতাকর্মীর উদ্দেশেও জরুরি বার্তা দিয়েছেন ইমরান খান। দেশজুড়ে বড় আন্দোলন সংঘটিত করার জন্য নেতাকর্মীকে প্রস্তুতি নিতে বলেছেন তিনি। দলের যেসব নেতাকর্মী গোপনে সরকারের সঙ্গে লিয়াজোঁ রেখেন, তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যারা উইকেটের দু’পাশেই খেলতে চায়, দলের মধ্যে তাদের জায়গা হবে না।

তিনি আরও বলেন, সরকারের সঙ্গে কোনো প্রকার আপসে যাওয়ার ইচ্ছা বা পরিকল্পনা তাঁর নেই। প্রয়োজনে সারাজীবন কারাগারে কাটাবেন, কিন্তু মাথা নত করবেন না তিনি।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, কারাগার থেকে ইমরান আন্দোলনের আহ্বান জানালেও তাঁর দল পিটিআইয়ের হাইকমান্ড সরকারের সঙ্গে সংলাপের জন্য চেষ্টা করছেন। এই সংলাপ বা সমঝোতার মূল উদ্দেশ্য ইমরান খানের কারামুক্তি।

সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ এখনও শুরু না হলেও অনানুষ্ঠানিকভাবে কিছু আলাপ-আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেসব আলাপ-আলোচনার কিছু অগ্রগতিও হয়েছিল। সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় পিটিআইয়ের নেতৃত্ব দিচ্ছেন ইমরান খানের এক সময়ের আইনজীবী এবং বর্তমানে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান। খবর জিও নিউজের।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইমর ন খ ন র প ট আইয় র ন ত কর ম

এছাড়াও পড়ুন:

ধানমন্ডিতে দেবে গেছে রাস্তা, যান চলাচল বন্ধ

রাজধানীর ধানমন্ডিতে একটি রাস্তা দেবে বড় গর্ত সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে ধানমন্ডির শংকরে পদচারী-সেতুর ১৫ মিটার দক্ষিণ দিকে ৬৮ নম্বর বাড়ির সামনের রাস্তা দেবে গর্ত হয়ে যায়। এর পর থেকে ওই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলী জানিয়েছেন, হয়তো সম্প্রতি ডিপিডিসি মাটির নিচ দিয়ে বিদ্যুতের কাজ করার সময় ঠিকভাবে মেরামত করেনি। এ জন্য হঠাৎ রাস্তা দেবে গেছে।

মঙ্গলবার রাত ১০টায় ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল–১–এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় জানান,  যে জায়গায় গর্ত হয়ে গেছে সেখানে ঢাকা ওয়াসার পানি সরবরাহের লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান দিয়ে অনবরত পানি বের হচ্ছে। এটি ঠিক করতে ওয়াসার লোকজন ইতোমধ্যে ঘটনাস্থলে গেছে। এরপর আমরা সড়ক মেরামত করব। যত দ্রুত সম্ভব আমরা সড়ক সচল করার চেষ্টা করছি।

সম্পর্কিত নিবন্ধ