সংসদের উচ্চকক্ষ মমতাজ-সুবর্ণাদের ভরণপোষণ কেন্দ্র হবে: আসাদুজ্জামান ফুয়াদ
Published: 27th, May 2025 GMT
আমার বাংলাদেশ (এবি) পার্টি নীতিগতভাবে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাবের বিপক্ষে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তবে সব রাজনৈতিক দল এই প্রস্তাবের পক্ষে থাকলে তাঁরা আপত্তি করবেন না বলেও জানিয়েছেন তিনি।
প্রস্তাবিত সংসদের উচ্চকক্ষের কার্যকারিতা নিয়ে আশঙ্কা প্রকাশ করে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, দ্বিতীয় চেম্বারটা (উচ্চকক্ষ) মমতাজ, সুবর্ণা মুস্তাফা, আসাদুজ্জামান নূরদের ভরণপোষণ কেন্দ্রে পরিণত হবে।
আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় আসাদুজ্জামান ফুয়াদ এ কথাগুলো বলেন। আলোচনা সভাটি আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার সমন্বয় কমিটি।
এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, দেশের বড় রাজনৈতিক দলগুলো সংসদ সদস্য মনোনয়নপ্রক্রিয়ায় গরুর হাটের মতো টেন্ডার করে। ফলে টাকা দিয়েও যাঁরা দলীয় মনোনয়ন পাবেন না, তাঁদের উচ্চকক্ষে পাঠানো হবে। ফলে অর্থ লুটপাটের নতুন ক্ষেত্র তৈরি হবে বলে মনে করছেন তিনি।
৫৩ বছরে দেশে ১০০ জন ভালো সংসদ সদস্য হয়নি মন্তব্য করে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশে এখনো সংসদের এক কক্ষই সঠিকভাবে কার্যকর নয়। সেখানে দুটি কক্ষ নিয়ন্ত্রণ করা নিয়ে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘দ্বিতীয় চেম্বার (উচ্চকক্ষ) করার জন্য আমার যে পলিটিক্যাল ম্যাচুরিটি (রাজনৈতিক পরিপক্বতা) দরকার, সেটা আমি প্রথম চেম্বারেই (নিম্নকক্ষ) আসলে দেখাতে পারিনি।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আস দ জ জ ম ন ফ য় দ
এছাড়াও পড়ুন:
বৃক্ষমেলা নিয়ে আগ্রহ
২ / ৯গাছ বাছাইয়ে ব্যস্ত একজন বৃক্ষপ্রেমী