আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
Published: 27th, May 2025 GMT
আগামী বৃহস্পতিবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দিবসের মূল অনুষ্ঠান বেলা ১১টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সেখানে শান্তিরক্ষীদের সংবর্ধনা প্রদান এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে বিশেষ উপস্থাপনার আয়োজন থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ ছাড়া সকালে অনুষ্ঠিত ‘শান্তিরক্ষী দৌড়/র্যালি-২০২৫’-এ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.
দিবসটির তাৎপর্য তুলে ধরার জন্য বিভিন্ন জাতীয় দৈনিক ও বিশেষ জার্নালে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি চ্যানেলগুলোতে বিশেষ টক-শো সম্প্রচার এবং শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রচার করা হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টামণ্ডলীর সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্বসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বাংলাদেশে শান্তিরক্ষীদের অবদান ও ত্যাগ স্মরণে আয়োজন করা এই কর্মসূচি দেশের জন্য একটি গৌরবের বিষয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ন ত রক ষ অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা
রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত ৪ কোটি ৭ লাখ ৪১ হাজার ৩০০ টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুরে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উম্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির মিয়া এ বাজেট ঘোষণা করেন।
এতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৮ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা।
গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সচিব খোরশেদ আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- ইউপি সদস্য তপন কুমার ঘোষ, জামাল উদ্দিন মিয়া, রফিকুল ইসলাম ভুঁইয়া, বাচ্চু ভুঁইয়া, মোফাজ্জল হোসেন খোকন, আক্তার হোসেন, নুরুল ইসলাম, নাঈমভুঁইয়া, সাংবাদিক মো. হানিফ মোল্লা,নুর জাহান বেগম, শিল্পী আক্তার, গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক মোল্লা সহ আরো অনেকে।
বাজেটে যোগযোগ খাত, শিক্ষা, স্বাস্থ্য, পয়:নিষ্কাশন ও বজ্র ব্যবস্থাপনায় বেশি বরাদ্দ রাখা হয়েছে। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এ বছর ইউনিয়ন পরিষদের কোনো ধরণের কর বৃদ্ধি করা হয়নি।