শীতলক্ষ্যা নদীর তীরঘেঁষা প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ শহরে “অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল নগর সেবার জন্য জনগণের অভিযোজন পরিকল্পনা” হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। এক্ষেত্রে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ দেওয়ার প্রস্তাব এসেছে।

একইসঙ্গে নগরীতে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালনার সময় পরিবেশগত প্রভাবের দিকে অধিক গুরুত্ব দেওয়ারও পরামর্শ দিয়েছেন বক্তারা। বুধবার (১৮ মে) দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে ‘জলবায়ু সহনশীল নগর পরিসেবা’ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালায় বক্তারা এসব প্রস্তাব জানান।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সচিব নূর এ কুতুবল আলম, যুক্তরাষ্ট্রভিত্তিক উন্নয়ন সংস্থা ‘প্র্যাকটিক্যাল অ্যাকশন’ এর কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এএইচএম রাসেদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান সরদার, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সোহেল আক্তার প্রমুখ। 

কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী, তরুণ সমাজ, সাংবাদিক, স্থানীয় জনগণও অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম৷ 

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, এশিয়ান উন্নয়ন ব্যাংক ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেসিলেন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট’ প্রস্তুত করেছে, যার লক্ষ্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে টেকসই, জলবায়ু-সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক নগর অবকাঠামো পরিসেবা প্রদান। উন্নত পরিসেবার জন্য ‘নগর কর্মপরিকল্পনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও পয়নিঃষ্কাশন মাস্টারপ্ল্যান’ করতে কাজ করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ পরিকল্পনা প্রস্তুতে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়ন ও গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের কারিগরি সহযোগিতায় বাস্তবায়নে কাজ করছে প্র্যাকটিক্যাল এ্যাকশন
ইন বাংলাদেশ৷

বক্তারা বলেন, জলবায়ুগত পরিবর্তনের বড় প্রভাব পড়ে জনজীবনে৷ এজন্য জলবায়ুগত পরিবর্তনের কুফলগুলো চিহ্নিত করে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করলে ইতিবাচক ফলাফল পাওয়া সম্ভব৷ উন্নয়ন কার্যক্রমগুলো বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশগত সমীক্ষা করে এর আশু প্রভাব সম্পর্কে সচেতনতার সাথে কাজ করতে হবে৷ প্রকৃতিভিত্তিক সমাধানে নজর দিতে বিশেষ করে শীতলক্ষ্যা নদীসহ বিদ্যমান জলাধারগুলো রক্ষার বিষয়ে পরামর্শ দেন অংশগ্রহণকারীরা৷

আলোচনায় বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানির সংকট, জলাবদ্ধতা, যানজট ও হকার সমস্যার  বিষয়গুলোও উঠে আসে৷ একইসাথে সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃৃদ্ধিরও তাগিদ দেওয়া হয়৷

প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম বলেন, “নারায়ণগঞ্জে জলবায়ু সহনশীলতা ও জনগণের অভিযোজন পরিকল্পনা নিয়ে সিটি কর্পোরেশনের সাথে কাজ করা একটি সমন্বিত পদক্ষপে, যা নগরের দরিদ্র সম্প্রদায়ের জন্য ন্যায্য ও টেকসই উন্নয়ন নিশ্চিত করবে৷”

সভাপতির বক্তব্যে জাকির হোসেন বলেন, “শহরের জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে জলবায়ু উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি৷ কিন্তু নারায়ণগঞ্জ শহরের বিদ্যমান সংকটগুলোর কারণে এ কাজটি করা সহজ না৷ তবে আমরা একটি বেটার নারায়ণগঞ্জ গড়ার ব্যাপার আশাবাদী আমরা৷”

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ সহনশ ল ক জ কর প রস ত জলব য়

এছাড়াও পড়ুন:

বন্দর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবের ২০২৫-২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বন্দর প্রেসক্লাবের নবাগত সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। প্রধান আলোচক ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) হারুন অর  রশিদ,  নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, বন্দর থানার ওসি লিয়াকত আলী, ইন্সপেক্টর (তদন্ত) আনিসুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়া সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী প্রমুখ।

উদ্বোধকের বক্তব্যে সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, বন্দর প্রেসক্লাবের নবাগত কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। আজকে তিন বিষয়ে আজকে গুরুত্ব বহন করে। এক. পেশাগত নিয়ে তাদের সম্মান নিয়ে কথাটা, দুই. সাংবাদিকদের প্রশিক্ষিণের ব্যাপারটা, তিন. হলো আমাদের বিষয় নিয়ে।

সেটা হলো, বেগম খালেদা জিয়া সরকার মেয়াদকালে একটি সমানজ্জল্য পালন করতে পেরেছিলাম। আমাদের তখন স্বার্থক ছিলো বন্দর প্রেসক্লাবকে একটি জমি দিতে সক্ষম হয়েছিলাম। আজকের বন্দর প্রেসক্লাব সেটা স্বীকার করে নিলো সেটা কৃর্তত্ব আমার নয়, এটার কৃর্তত্ব বেগম খালেদা জিয়া। তিনি দিয়েছিলেন বলে আমাদের স্বার্থকতা পেলাম।

তিনি আরো বলেন, একটা কথা বিরাজমান, হলুদ সাংবাদিকতা। এই শব্দটা এখন ডেঙ্গু’র মত অবস্থা। এটা আমার কাছে দুঃখজনক অবস্থা যারা সৎ সাংবাদিকতা হিসেবে পেশাকে গ্রহণ করেছেন, করেন তাদের জন্য কষ্টকর বিষয়। আশা করবো, আপনাদের ঘর আপনাদের ঠিক রাখতে হবে। সংবাদ প্রকাশ করার আগে অবশ্যই যাচাই বাছাই করা উচিত।

সংবাদে বিশেষ বিশ্লেষণ করে প্রকাশ করা ভালো। একটি দুসময় আমরা পাড় হয়ে এসেছি। চার সংবাদপত্র ছাড়া বাকি বিলুপ্ত করা হয়েছিলো। এখন সাংবাদিক পেশা মহান হিসেবে ধরে রাখতে হবে। রাজনীতিবিদ সাথে সাংবাদিক সম্পর্ক পারিবারিকভাবে হয়ে যায়। আমাদের কর্মদক্ষতা সাংবাদিকরা লিখনী মাধ্যমে প্রকাশ করেন।

সাংবাদিকদের দক্ষতা কারণে আমাদের কাজের গতি বৃদ্ধি পায়। এই পেশা কারথে আমাদের উৎসাহ করে কাজ করার। বন্দর প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের এখানে সাধারণ সম্পাদক আছেন, দুই প্রেসক্লাবই আমার নির্বাচনী এলাকার ভিতরে। আমার ব্যক্তিভাবে কোন প্রয়োজন হয়, তাহলে সকল কিছুতে প্রস্তুত।

প্রধান অতিথি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও পিআইডি সদস্য আবু সালেহ আকন বলেছেন, মফস্বল সাংবাদিক আর কেন্দ্রীয় সাংবাদিক বলে কিছু নেই। আমরা সবাই গণমাধ্যম কর্মী সবাই সাংবাদিক। তবে স্থানীয়ভাবে যারা পত্রিকাগুলোতে কাজ করেন তারা জীবনের ঝুঁকি নিয়েই কাজ করেন।

কিন্তু ঠিকমতো তারা বেতন ভাতা পান না। ওয়েজবোর্ড অনুযায়ী তাদের বেতন ভাতা পরিশোধ করা হয় না। স্থানীয় সাংবাদিকদের ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন ভাতা পরিশোধ করা উচিত। যে সমস্ত পত্রিকা ওয়েজ বোর্ড বাস্তবায়নের ব্যর্থ  সেগুলোকে বন্ধ করে দেওয়া উচিত।
 

সম্পর্কিত নিবন্ধ

  • “শিক্ষার্থীদের উপর হামলা, ইন্ধন থাকতে পারে তৃতীয় পক্ষের”
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০ (ভিডিও)
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০
  • ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • সোনারগাঁয়ের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সিদ্ধিরগঞ্জ বিএনপির চিঠি
  • নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
  • সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা 
  • আড়াইহাজারের সেপটি ট্যাংকির ঝুঁকি ও করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
  • বন্দর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
  • সম্পর্ক টিকিয়ে রাখার অনুপ্রেরণা হয়ে উঠেছে ‘সহযাত্রী’