জুয়ার লেনদেন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা
Published: 29th, May 2025 GMT
অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহার হচ্ছে দেশের এমএফএস প্রতিষ্ঠানগুলো। কোনো মার্চেন্ট বা গ্রাহক এ ধরনের কাজে জড়িত কিনা, সে ব্যাপারে সার্বক্ষণিক তদারকি করতে হবে। প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির সহায়তা নিতে হবে।
গতকাল বুধবার সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠানকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, দেশে অনলাইনভিত্তিক জুয়া-সংক্রান্ত কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এসব কার্যক্রমের ফলে দেশে সামাজিক অবক্ষয় এবং সর্বোপরি অপরাধমূলক কার্যক্রম বাড়ছে। কোনো মার্চেন্ট বা সাধারণ গ্রাহক এ-সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত রয়েছে কিনা, তা সার্বক্ষণিক তদারকির আওতায় রাখতে হবে। প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির সহায়তা নিতে হবে। সংশ্লিষ্টতা বিবেচনায় মার্চেন্ট বা গ্রাহকের ঠিকানায় সশরীরে পর্যবেক্ষণ করতে হবে। কোনো মার্চেন্ট বা সাধারণ গ্রাহক এ-সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত রয়েছে প্রতীয়মান হলে, তা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।
সার্কুলারে বলা হয়েছে, অনলাইনভিত্তিক জুয়া-সংক্রান্ত কার্যক্রমের ক্ষতিকর প্রভাবের বিষয়ে গ্রাহক সচেতনতা বাড়াতে হবে। কোনো মার্চেন্ট যে এলাকায় ব্যবসা পরিচালনার জন্য গ্রাহক হয়েছেন, তিনি সে স্থানেই ব্যবসা পরিচালনা করছেন কিনা, তা নিশ্চিত করতে হবে। ২১ মে প্রণীত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ পরিপালন করতে হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ র হক
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে