রাঙামাটির লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে লংগদু উপজেলা সদরে লংগদু উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে জনসাধারণের পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।

লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ বি এস মামুনের সভাপতিত্বে ও নুরুল ইসলাম সেলিমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দিন, মাইনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল, এনসিপির সদস্য পলিন্স চাকমাসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতারা। 

এ সময় বক্তারা বলেন, একটি সড়কের জন্য লংগদু, বাঘাইছড়ির মতো গুরুত্বপূর্ণ উপজেলা জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এ দুই উপজেলার মানুষকে নৌপথে রাঙামাটি যাতায়াত করতে হয়। হ্রদের পানি শুকিয়ে গেলে নৌপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে বছরের সাত থেকে আট মাস দুর্ভোগ নিয়ে চলাচল করতে হয়।

আরো পড়ুন:

নাটোরে দু’ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

ঈদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ডাকাত আতঙ্ক

নানিয়ারচর থেকে লংগদু মাত্র ১৮ থেকে ২০ কিলোমিটার সড়ক হলে লংগদু ও বাঘাইড়ির মানুষের জেলা শহরের যোগাযোগ সহজ হতো। একইসঙ্গে কৃষি পণ্য, স্বাস্থ্য সেবার উন্নয়ন ঘটত। সরকারের সদিচ্ছার অভাবে এতদিনেও গুরুত্বপূর্ণ এ সড়কটি নির্মাণ হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।

মানববন্ধনে অংশ নেয়া শুকতারা বেগম নামে এক নারী বলেন, ‘‘সড়কটির অভাবে আমরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছি। একজন গর্ভবর্তী নারীকে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বলে দেয় এখানে কিছু করার নেই, দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান, অথচ পানিপথে দ্রুত আমরা রোগী নিয়ে যাওয়ার সুযোগ নেই। এই সড়কটি হয়ে গেলে আমাদের সুবিধামত সময়ে রোগী নিয়ে জেলা হাসপাতাল কিংবা চট্টগ্রামেও দ্রুত নিয়ে যেতে পারব। এই একটি সড়কের অভাবে কত গর্ভবর্তী মায়ের মৃত্যু হয়েছে, সেটা একমাত্র উপজেলাবাসীই জানে।’’ 

মানববন্ধনে এনসিপির সদস্য পলিন্স চাকমা বলেন, ‘‘এই উপজেলার পাহাড়ি-বাঙালি সকল মানুষ এই সড়কের সুবিধা পাবে। সড়ক ব্যবস্থা না থাকায় শুধু জেলা শহরের সঙ্গে নয়, চট্টগ্রাম ও রাজধানীর সঙ্গে যোগাযোগও সহজ হচ্ছে না। সড়ক যোগাযোগ না থাকায় কোনো কর্মকর্তা লংগদু উপজেলায় আসতে চান না। ফলে নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের মানুষ।’’ 

লংগদু উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘‘গত ২০ বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন সংস্থার কাছে এই সড়ক নির্মাণের জন্য সকলে দাবি করে আসছে। আমাদের প্রাণের দাবি সড়ক পথে রাঙামাটি, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় যোগাযোগ করতে পারবো। একইসঙ্গে এই এলাকায় উৎপাদিত কৃষিপণ্য, উন্নত স্বাস্থ্য সেবার জন্য জেলা সড়ক পথের বিকল্প নেই। এই সড়ক পথ না থাকায় অনেক রোগী পথেই মারা গেছে।’’ 

তিনি আরো বলেন, ‘‘শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে গেলে নৌপথে জেলা শহরের সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অতি দ্রুততম সময়ের মধ্যে সড়কটি নির্মাণে পদক্ষেপ নিন।’’

মানববন্ধনের আয়োজক লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএস মামুন বলেন, ‘‘আমরা আগে থেকে এই সড়কের দাবি জানিয়ে আসলেও জানতাম এটা করা কঠিন ছিল কিন্তু ২০২০ সালে শত কোটি টাকা ব্যয়ে নানিয়ারচরে সেতু হওয়ার পর আমাদের সড়কটি এখন সহজ হয়ে গেছে। মাত্র ২০-২২ কিলোমিটার সড়কটি নির্মাণ করা হলে আমরা সড়ক পথে সরাসরি জেলা সদরের সঙ্গে যুক্ত হতে পারব। নাগরিক অধিকার হিসেবে আমরা উপজেলাবাসী অবশ্যই এই সড়কের দাবিদার।’’ 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘যদি শীঘ্রই সড়কটির কাজ শুরু না হয়, তবে আমরা উপজেলার মানুষ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আমরণ অনশনে বসব।’’

ঢাকা/শংকর/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন ন ন য় রচর উপজ ল র সড়ক পথ সড়ক র র সড়ক

এছাড়াও পড়ুন:

শিবচরে তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুরের শিবচরে জামিনে থাকা আসামি রাকিব মাদবরকে (২৫) প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ২২ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আরও ৭ জনকে আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিহত ব্যক্তির চাচি পারুল আক্তার বাদী হয়ে ‍শিবচর থানায় মামলাটি করেন।

এর আগে গত রোববার রাত আটটার দিকে শিবচর পৌর বাজারের প্রধান সড়কে একটি ব্যাংকের সামনে রাকিব মাদবরকে কুপিয়ে হত্যা করা হয়। রাকিব শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন।

দুই দিন পার হয়ে গেলেও এই ঘটনায় কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে আজ দুপুরে শিবচর পৌর বাজারের সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। এ সময় বক্তারা বলেন, প্রকাশ্যে শত শত মানুষের সামনে হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটা সভ্য স্বাধীন দেশে এমন নৃশংস হত্যাকাণ্ড হতে পারে না। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার না করা হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ডাক দেবেন তাঁরা।

মামলার বাদী নিহত ব্যক্তির চাচি পারুল আক্তার বলেন, ‘রাকিবরে এতগুলো মানুষের সামনে কুপাইয়া মাইরা ফালাইলো। কেউ বাঁচাতে এগিয়ে আসলো না। যারা খুন করছে, তারা রাকিবের পূর্বশত্রু। আবুল কালাম সরদারের নির্দেশে তার লোকজন এই খুন করেছে। পুলিশ এ ঘটনায় কোনো আসামি এখন অবধি গ্রেপ্তার করে নাই। আসামিগো গ্রেপ্তার চাই, ফাঁসি চাই।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সরদারের লোকজনের সঙ্গে নিহত রাকিব মাদবরের লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে গত ৬ মে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সরদারের ছেলে ইবনে সামাদ নিহত হন। ইবনে সামাদ হত্যা মামলার আসামি রাকিব সম্প্রতি জামিন নিয়ে জেল থেকে বের হয়ে এলাকায় আসেন। রোববার রাত আটটার দিকে শিবচর পৌর বাজারের একটি সড়কে দাঁড়িয়ে ছিলেন রাকিব। এ সময় ৪ থেকে ৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হাসপাতালে নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রকাশ্যে হত্যার ঘটনায় ২২ জনকে আসামি করে মামলা হয়েছে। নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় লোকজন মানববন্ধন করে এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবি করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

আরও পড়ুনশিবচরে হত্যা মামলায় জামিনে থাকা আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা১৫ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • প্রস্তাবিত কাঠামোয় বিশ্ববিদ্যালয় চান না সাত কলেজের শিক্ষকেরা
  • দুর্গাপূজায় অরাজকতা রোধে পদক্ষেপ নিতে আহ্বান মহিলা পরিষদের
  • বন কর্মকর্তার ১৭ বিয়ে: আদালতে মামলা, তদন্তে পিবিআই
  • শিবচরে তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন
  • সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের দাবিতে ৫টি পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন
  • ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী রোডম্যাপের দাবিতে মানববন্ধন
  • যে কারণে ফেনী এখন ভাঙাচোরা সড়কের শহর
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
  • নিম্নমানের সরঞ্জাম দিয়ে সড়ক সংস্কার, দুদকের অভিযান