বন্দরে ব্র্যাক এনজিও কর্মকর্তাকে মারধরের মামলায় গ্রেপ্তার ২
Published: 29th, May 2025 GMT
ব্র্যাক এনজিও মিনারবাড়ী বন্দর শাখার সহকারী ম্যানেজারসহ ২ জনকে পিটিয়ে কিস্তি আদায়ের নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কদম রসুল কলেজ মাঠ এলাকার আব্দুল সোবাহান মিয়ার ছেলে মিনহাজ (৩৬) ও একই এলাকার শফিউদ্দিন মিয়ার ছেলে রুবেল (২৯)। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (২৮ মে) রাতে বন্দর থানার নবীগঞ্জ কলেজ মাঠ এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। যার মামলা নং- ৩১(৫)২৫।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, মামলার বাদী মহসিন ব্র্যাক এনজিও মিনারবাড়ী বন্দর শাখার সহকারী ম্যানেজার পদে কর্মরত আছে। মামলার ২নং বিবাদী তাবাসুম হোসাইন আমার ব্র্যাক এনজিওর সদস্য। বিবাদী গত ১৬/১০/২৪ ইং তারিখে সদস্য নং-৪০৯, ভিও কোড নং-২০৭৫ মূলে মিনারবাড়ী শাখা হইতে ৮০ হাজার টাকা উত্তলন করে।
বিবাদীদ্বয় ব্র্যাক এনজিও হইতে ঋন নেওয়ার পর হইতে কিস্তির টাকা ঠিকমাত পরিশোধ না করিয়া বিভিন্ন তালবাহানা শুরু করে। ২নং বিবাদী মে মাসের কিস্তির টাকা পরিশোধ না করিয়া আমার এনজিওর মাঠ কর্মিদের বিভিন্ন ভাবে হয়রানী সহ টাকা না দেওয়ার হুমকি প্রদান করে আসছিল ।
গত ১৫/০৫/২৫ ইং তারিখ আমি সহ আমার সহকর্মী ফজলুল হক ১ বিবাদী মনিহাজ ও ২নং বিবাসীদ্বয়ের বসত বাড়ীতে গিয়ে তাহাদের নিকট মে মাসের কিস্তির ৮,০০০/- টাকা চাইলে বিবাদীদ্বয় আমাদের সহিত খারাপ ব্যাবহার সাহ মারপিট করে। উক্ত বিষয়টি আমরা স্থানীয় ভাবে আপোষ মিমাংসা করি।
কিন্তু তারপরও বিবেদীদ্বয় কিস্তির টাকা পরিশোধ না করিয়া পুনরায় হুমকি প্রদান করিয়া আসিতেছে। এর ধারাবাহিকতা গত সোমবার (২৬ মে) বিকাল ৩টায় আমি সহ আমার সহকর্মী ফজলুল হক ১ ৪ ২নং বিবাদীদ্বয়ের বাড়িতে গিয়ে তাহাদের নিকট কিস্তির টাকা চাইলে বিবাদীদ্বয় আমাদের সাথে খারাপ ব্যাবহার সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ১নং বিবাদী ৩ ও ৪নং বিবাদীসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা বিবাদীদের মোবাইল ফোনের ম্যাধমে ডেকে নিয়ে আসিলে বিবাদীরা আসিয়া আমাকে সহ আমার সহকর্মী ফজলুল একরে বিবাদীদের বসত বাড়ীর গেইট বন্ধ করিয়া বিকাল ০৩.
ঘটনার বিষয়টি সহকারি ম্যানেজার প্রতিষ্ঠানের ম্যানেজার সঞ্জয় কুমার পালকে জানালে তিনি সহ তার সহকর্মী শিমু পোদ্দার একই দিন বিকাল ০৫.৩০ ঘটিকার সময় বন্দর থানাধীন কদম রসুল কলেজপাড়া সাকিনস্থ বিবাদীদ্বয়ের বসত বাড়ীতে আসিলে সকল বিবাদীগন তাহাদের সহিত খারাপ ব্যাবহার সহ অকথা ভাষায় গালিগালাজ শুরু করে।
একপর্যায়ে ১নং বিবাদীর হুকুমে সকল বিবাদীগন আমাদেরকে আতর্কিত মারপিট করিয়া শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। ১নং বিবাদী তার হাতে থাকা কাঠের ডাসা দিয়ে আমার মুখের বাম পাশের চোয়ালে বারি মারিয়া নীলাফুলা জখম করে। ১নং বিবাদী অসৎ উদ্দেশ্যে আমার সহকর্মী ফজলুল হকের নিকট থাকা ব্যাগে রক্ষিত এনজিওর বিভিন্ন সদস্যদের নিকট হইতে কিভি আদায়ের আনুমানিক ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অসৎ উদ্দেশ্যে কৌশলে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
ওই সময় তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগন আমাদের প্রকাশ্যে খুন জখম করার হুমকি প্রদান করে। পরে সঙ্গীয় সহকর্মীরা সহকারি ম্যানেজারকে জখমী অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা হাসপাতালে প্রেরণ করে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব র য ক এনজ ও ম র সহক আম দ র সহক র ফজল ল
এছাড়াও পড়ুন:
তিনি চাকরি ছাড়বেন শুনলেই সহকর্মীরা হাসাহাসি করেন
নাটক, সিনেমা কিংবা ওয়েব—সব প্ল্যাটফর্মেই তিনি সরব। তবে অনেকেই হয়তো জানেন না, এই অভিনেতা চাকরির ফাঁকে শুটিং করেন। একসঙ্গে দুই জায়গায় মানিয়ে নিতে পারছিলেন না। এ কারণে দু–তিন মাস পরপরই সিদ্ধান্ত নেন, চাকরি ছাড়বেন। তাঁর এই চাকরি ছাড়ার কথা শুনলেই এখন সহকর্মীরা হাসাহাসি করেন। এই অভিনেতার নাম মোস্তফা মন্ওয়ার। আজ তাঁর জন্মদিন।
এই অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চাকরি ছাড়ার কথা তিন-চার মাস পরপর বলবেন—এটা সহকর্মীরা ধরেই নিয়েছেন। কারণ, শুটিংয়ে সময় দিতে হয়। অফিসেও দায়িত্ব পালন করতে হয়।
মোস্তফা মন্ওয়ার বলেন, ‘দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আমি অভিনয় ও চাকরি একসঙ্গে করছি। অনেকবার চেয়েছি চাকরি ছেড়ে শুধু শুটিং শুরু করি। কিন্তু কোনোভাবেই এটা হচ্ছে না। অর্থনৈতিক কারণে অভিনয়কেই শুধু পেশা হিসেবে নিতে পারছি না। চাকরিও ছাড়তে পারছি না। এর আগে চার-পাঁচবার চাকরি ছেড়েছি। কিন্তু আবার চাকরিতেই ফিরতে হয়েছে। ছুটির দিনে পরিবারকে সময় দিতে পারি না। শুটিংয়ে যাই।’
মোস্তফা মন্ওয়ার। ছবি: ফেসবুক থেকে